Satkahon Review – অমিত রে ক্রিয়েশন – শুধু গানে নয় প্রানেও
Satkahon Review – অমিত রে ক্রিয়েশন
আপামর শিল্পী জীবন যেন প্রদীপের তলার অন্ধকার। সুখে-দুখে আনন্দে কান্নায় একটা ভালো গান,একটু যন্ত্রসংগীত আপনাকে মুগ্ধ করে।
কিন্তু সেই মানুষটি যে আপনাকে আনন্দ দেয়, সে আজ এই বিপদের দিনে দুমুঠো অন্ন মুখে তুলতে পারল কিনা কজন খোঁজ রাখে তাঁর?
এগিয়ে এসেছে অমিত রে ক্রিয়েশন এর পক্ষ থেকে হুগলি জেলা সঙ্গীত মেলা কমিটি।
ইতিমধ্যে যেসব শিল্পীদের অর্থ উপার্জনের মাধ্যম কেবল শিল্পই, তাঁদের সাহায্যার্থে আর্থিক অনুদানের জন্য তাঁরা চিঠি লিখেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
কিন্তু শুধু চিঠি লিখেই তাঁরা থেমে নেই। নিজেরাই কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছেন নিরুপায় ৩৩ জন শিল্পীদের হাতে।
এছাড়াও উম্ফুন ঝড়ে বিপর্যস্ত সম্বলহীন ৫০০ মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য সাহায্য।
ঝড়ে পড়ে গেছে হাজার হাজার গাছ।
আগামী দিনে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে অনুষ্ঠিত হতে চলেছে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি।
অমিত রে ক্রিয়েশন ও হুগলি জেলা সংগীত মেলা কমিটির এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং তা সাধুবাদের দাবি রাখে।
Satkahon Review
পড়ুন সাতকাহন : বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।
Copyright © 2020 SATKAHON
এভাবে সংগে থাকার জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা, প্রীতি❤