Satkahon Review – অনির্বাণ, সুবর্ণ দাশগুপ্তের পরিচালনায় প্রথমবার

Satkahon Review - অনির্বাণ, সুবর্ণ দাশগুপ্তের পরিচালনায় প্রথমবার
Anirban

Satkahon Review – অনির্বাণ

ভিডিও সম্পাদনা ও চিত্রগ্রহণে ইতিমধ্যেই নাম করেছেন নবীন শিল্পী সুবর্ণ দাশগুপ্ত। তাঁর ক্যামেরায় উঠে এলো এক বাস্তব গল্প। প্রথমবার পরিচালনা করলেন একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি… ‘অনির্বাণ’

কাহিনীর প্রেক্ষাপট-এ ২০২০ এর গৃহবন্দী জীবনের করুণ উপহাস ফুটে উঠেছে। অন্যান্য সাধারন পরিবারের ছেলেদের মতই চাকরি করে অনির্বাণ। ভালোবাসে একটি মেয়েকে। ইতিমধ্যেই লকডাউন ঘোষণা হয় এবং সে ছুটি পেয়ে বাড়ি আসে। প্রথমে ব্যাপারটি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে এর ভয়ানক রুপ সে দেখতে পায়। প্রথমেই অফিসের ম্যানেজার তাকে ফোন করে জানায় তাকে বহিস্কার করা হয়েছে। মন্দার বাজারে ছাঁটাই করা হয়েছে আর ৫ জন কে। একথা প্রেমিকা কে জানাতে সে বলে, ভবিষ্যৎ-টাই যার সুরক্ষিত নয় তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে চলা সম্ভব না তার পক্ষেও।

দুনিয়াটা কে সহজ মনে করলেও সব অন্ধকার দিক গুলো পরিস্কার হতে থাকে তার কাছে। পরিবারের মুখে অন্ন তুলে দিতে না পারায় সে হাতে তুলে নেয় ঘুমের ওষুধ…

তারপর?

Anirban

পরিচালক সুবর্ণ বললেন… “ লকডাউন এর ফলে মধ্যবিত্তরাই  বোধহয় সব থেকে বেশি অসুবিধায় পরে যাচ্ছেন, কারণ, উচ্চবিত্তদের অভাব নেই, নিম্নবিত্ত দের জন্যে আর্থিক সাহায্য আসছে,হ্যাঁ, সাহায্য সকলের জন্যেই, তবে অনেক মধ্যবিত্তদেরই হাত পাতার অভ্যাস নেই, তাই অনেকেই লজ্জা পাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এমনই যে কেউ এখন ছোটবড় নয়, তাহলে যারা একান্তই হাত পাততে পারেন না তাঁরা কি করবেন? আত্মহত্যা? না কি বাঁচার চেষ্টা? সেই ভেবেই আমার এই গল্প। প্রথমবার পরিচালনা করলাম, সবটাই মোবাইল এ করেছি। দর্শক মতামত জানালে আগামী দিনে আরও ভালো কাজ করতে পারব।

মূল চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, তাঁর চরিত্রের নাম ও অনির্বাণ। তাঁর মতে, “আমার জীবনেও এমন এক দিন ছিল যেদিন এই রকমই এক কারণে আমার চাকরি চলে যায়। জীবনের সাথে মিল আছে বলেই অভিনয়টা সাবলীল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, বাকি সবই দর্শকের হাতে।

ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করছেন সুবর্ণ। চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা তাঁরই। অভিনয়ে অংশগ্রহন করেছেন, অনির্বাণ রানা, সঞ্জিতা রানা, নিবেদিতা খাঁড়া দে, সৌরভ সরিকেত, শৌভিক সেনগুপ্ত, সুস্মিতা পাল বসু।

Eyeshot Entertainment এর প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছে Kristi Dot Com ইউটিউব চ্যানেল থেকে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ছবির দ্বিতীয় অধ্যায়।

Satkahon Review - অনির্বাণ, সুবর্ণ দাশগুপ্তের পরিচালনায় প্রথমবার
Satkahon Review – অনির্বাণ

COPYRIGHT © 2020 SATKAHON

2 thoughts on “Satkahon Review – অনির্বাণ, সুবর্ণ দাশগুপ্তের পরিচালনায় প্রথমবার”

  1. Pingback: Satkahon Review | Lockdown পরিবার দেখেছেন তো? - Satkahon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *