Satkahon Preview – BENGAL MUSIC COLLEGE- উৎসারিত আলো-LIVE

Satkahon Preview – BENGAL MUSIC COLLEGE- উৎসারিত আলো-LIVE
১৯৪০ সালে শ্রী ননীগোপাল বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত বেঙ্গল মিউজিক কলেজ এর বর্তমান বয়স আশি।১৯৫৬ সালে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়।অভিজ্ঞতার ভারে পূর্ণ বৃদ্ধের মত কতইনা গল্প ছড়ানো কলেজ প্রাঙ্গণে।
শিক্ষার্থীদের আসা-যাওয়া, পড়াশুনা,হৈ হুল্লোর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন হয়। কিন্তু আপামর বিশ্বসমাজ কখনোই ভাবেনি যে এভাবে দীর্ঘ দিনের জন্য গৃহবন্দী থাকতে হবে। কলেজ প্রাঙ্গণ হয়ে থাকবে ধূধূ প্রান্তর,শূন্য, জনহীন।
ইন্টারনেটের সুফল গুলির মধ্যে আরও একটি অধ্যায় সংযোজিত হলো, কারণ অধিকাংশ বিদ্যালয়গুলিতে পড়াশোনা চলছে অনলাইন। নাচ,গান,কবিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও থেমে নেই। তাই বেঙ্গল মিউজিক কলেজ এর মত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান কখনই থেমে থাকতে পারেনা তার বিপুল সাংস্কৃতিক সম্ভার নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কলেজের ফেসবুক পেজ থেকেই লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, পালিত হচ্ছে রবীন্দ্র-নজরুল সপ্তাহ ‘উৎসারিত আলো’।
Mr. Partha Mukherjee Mr. Shantanu Dey
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ পার্থ মুখার্জী এবং পরিচালনা পর্ষদের সম্পাদক শান্তনু দে বলেন,
“এই অন্ধকার সময় মানসিক শান্তি বা মনোবল যাঁরা বাড়াতে পারেন তাঁরা হলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। তাঁদের শিল্পকলার মাধ্যমে তাঁরা সম্প্রীতির, প্রগতির,সংহতির কথা বলে গেছেন। তাঁদের সঙ্গীত শুধুমাত্র ভালোলাগা বা মনোরঞ্জনের জন্য নয়, তা আমাদের জীবনের শিক্ষামন্ত্র। শারীরিক দূরত্ব বজায় রেখে চললেও মানসিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি।“

কিছুদিন আগেই গত হয়েছেন কলেজের উপাধ্যক্ষ অশোক বন্দ্যোপাধ্যায়। তাঁর সুযোগ্য কন্যা সোনালী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে ‘উৎসারিত আলো’।
তাঁর কথায় “শিল্পকলা আমাদের মধ্যে একটা ইতিবাচক শান্তির সম্প্রসার ঘটায়,সেই কারণেই এই উদ্যোগ।”
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে যেমন থাকবে নাচ-গান কবিতা তেমনি থাকবে যন্ত্রসংগীত পরিবেশন। কলেজের সমস্ত চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে।একদিকে যেমন গানে রয়েছেন শিক্ষিকা শ্রীমতি চৈতালী দাস,আবৃত্তিতে রজত বন্দ্যোপাধ্যায়ের মত মানুষ অন্যদিকে নৃত্য পরিবেশন করতে চলেছেন কলেজের অন্যতম শিক্ষিকা তথা এ প্রজন্মের নৃত্যশিল্পী রুমেলি দত্ত মজুমদার। বিশদ জানতে অবশ্যই Follow করুন BENGAL MUSIC COLLEGE এর FB PAGE.

COPYRIGHT © 2020 SATKAHON