Satkahon Preview – ভূতের রাজা & co, আসছে টান টান উত্তেজনা নিয়ে

Satkahon Preview – ভূতের রাজা & co

Satkahon Preview - ভূতের রাজা & co
ভূতের রাজা & co

বই পড়তে ভালোবাসেন? ভূত টুতের ব্যাপারে রোমাঞ্চ অনুভব করেন? আপনি কি একটু নস্টালজিক? গোয়েন্দা গল্প ? সত্যজিৎ রায়? ফেলুদা? শবর? বোমকেশ? এইসব শুনলেই সিনেমা সিনেমা করে প্রাণটা আনচান করে? তাহলে তো আর কথাই নেই। একদম আপনার জন্যেই আসতে চলেছে সুজয় পালের নতুন ছবি “ভূতের রাজা & co.”

ধরে নেওয়া যাক এই ডিজিটাল যুগেও বই আপনার প্রাণ.. স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী হন অফিস ফেরত চাকুরিজীবী, দিনে একটা সময় কিছুক্ষণ লাইব্রেরি তে আপনাকে কাটাতেই হবে কারণ বইয়ের সঙ্গ,বইয়ের গন্ধ আপনার ভীষণ প্রিয়। আর সেই লাইব্রেরি টাই কোন ক্ষমতাবান প্রোমোটার এসে, ভেঙে ফেলে শপিংমল করে ফেলতে চায় কি করবেন আপনি? ভগবানকে ডাকবেন তো? তবে ভগবানের আগেই যদি ভূতেরা এসে আপনার সমস্যার চটজলদি সমাধান করে দেয় কেমন হবে? আর তার সাথে যদি থাকে আপনার স্বপ্নের নায়ক ফেলুদা-তোপসে-লালমোহনবাবু কিংবা ব্যোমকেশ-অজিত আর শবর? তাহলেতো গল্প পুরো জমে ক্ষীর।

ভূতের রাজার সাথে ফেলুদা-ব্যোমকেশ-শবর

সুজয় পালের নতুন ছবি

ভূতের রাজা & CO. TRAILER

ঠিক এইরকম একটা ঘটনা নিয়েই সুজয় পালের কাহিনী,চিত্রনাট্য ও নির্দেশনায় আসছে “ভূতের রাজা & co“.ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু,প্রদীপ ভট্টাচার্য ,অচিন্ত্য দত্ত,পঙ্কজ মুন্সী, শিশুশিল্পী সায়ন রায় ও আরো অনেকে।
নেপথ্য কণ্ঠে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী ,শাশ্বত চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী এবং বিশ্বজিৎ চক্রবর্তী।

ভূতের রাজা & co

St. Xaviers College এর স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুজয়। সিনেমা তাঁর আবেগ,তাঁর অনুরাগ। সুজয়ের অন্যান্য স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো এপার থেকে ওপার’ ও ‘রুপান্তর’। ভবিষ্যতে একজন গল্পকথক হতে চান তিনি। এই ছবি প্রসঙ্গে তিনি বললেন, ” মূলত লাইব্রেরি বা কলকাতার ঐতিহ্যশালী বাড়িগুলি যেভাবে একে একে প্রোমোটারের জালে পড়ে ধ্বংসের মুখোমুখি হচ্ছে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে এই ছবিটি বানানো। সাথে আছে কৌতুক আর অ্যাডভেঞ্চার। তাই আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।”

চিত্র গ্রহন করেছেন মানস ভট্টাচার্য এবং সকলের পরিচিত অভিনেতা তথা ডান্স বাংলা ডান্স এর প্রিয় উপস্থাপক অরিত্র দত্ত বনিক সম্পূর্ণ ভিডিওটি সম্পাদনা করেছেন। বলা বাহুল্য ছবিটিতে অংশগ্রহণকারী প্রত্যেক কলাকুশলীই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সহ নির্দেশনা করেছেন মনিদীপা শীল। আবহসঙ্গীতে শুভ্র দেব, শব্দ পরিকল্পনা ও শব্দ প্রক্ষেপণ করেছেন শুচিশুভ্র সেন।ছবিটির মূল প্রযোজক জিৎ চক্রবর্তী এবং অভিষেক মুখার্জি সহ-প্রযোজক বজরঙ্গলাল আগারওয়াল(চ্যানেল বি) এবং সুকেশ আগারওয়াল

ভূতের রাজা & co

একদিকে ভূতের রাজা ও তার দলবল হিসেবে ফেলুদা-তোপসে-লালমোহনবাবু-শবর-ব্যোমকেশ-অজিত অন্যদিকে রয়েছেন টলি জগতের বিখ্যাত সব অভিনেতা ও কলাকুশলী। স্বাভাবিকভাবেই টানটান উত্তেজনা নিয়ে বাঙালি দিন গুনছে ছবি মুক্তির। আশা করা যেতে পারে হাস্যরস ও অ্যাডভেঞ্চার প্রিয় বাঙ্গালীর কাছে ছবিটি স্মরণীয় হয়ে থাকবে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *