Satkahon Interview – Shamik Pal | Sunday Exclusive

Satkahon Interview – Shamik Pal
Sunday Exclusive

Satkahon Interview – Shamik Pal

চোখের সামনে বসে আছেন উত্তমকুমার। গাইছেন “সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো”… দেখছি উত্তমকুমার শুনছি হেমন্ত মুখোপাধ্যায়…

কবিগুরু হলে বলতেন “এ কী স্বপ্ন? এ কী মায়া?”

এক ধাক্কা দিলো তিন্নি।চোখে নকল চশমাটা লাগিয়ে দিয়ে বলল, লজ্জা করে না? সাক্ষাৎকার নিতে এসে ঠাণ্ডা ঘরে গান শুনে ঘুমিয়ে পড়েছ বেশ তো? অন্তত সাতকাহনের চিপ থুরি চিফ এডিটরের কি এটা সাজে?

অর্ধেক মুখ স্কার্ফ দিয়ে ঢেকে আমি চললাম ব্যাক স্টেজের দিকে…

আশাকরি আপনারা অন্তত এই চিপ এডিটরের স্বপ্নের সত্যতা জানেন!

আচ্ছা বলুন তো প্রায় ১০ বছর ধরে যাকে শুনছি দেখতে মহানায়ক আর কণ্ঠে মহাগায়ক কার না এইরকম স্বপ্ন আসে?

উদাত্ত কণ্ঠ, সুপুরুষ চেহারা এবং নিঃসন্দেহে অমায়িক ব্যবহার…

জনপ্রিয়তা কোন বিশেষণে তৈরি হয় না বিশেষণ তৈরি হয় জনপ্রিয়তা থেকে……..

আর তার জলন্ত উদাহরণ আমার আপনার সকলের পরিচিত এবং প্রিয় সংগীতশিল্পী শমীক পাল।

আসব?

হ্যাঁ নিশ্চয়ই। এইরকম গরমে মুখ কেন ঢাকা?

আজ্ঞে মানে আমার বড্ড ঠাণ্ডা লাগছে আর কি…  বলছিলাম যে, শমীক দা, আপনার গান শুনতে শুনতে হারিয়ে গেছিলাম একদম উত্তমকুমারের সাথে…

সাথে বলতে?

না না সাথে না সাথে না মানে দারুন লাগল আপনার গান আর মানে ইয়ে আপনাকে তো একদম উত্তমকুমারের মত দেখতে…

হা হা হা হা…ধন্যবাদ।মানে মানে করার দরকার নেই।অনেকেই বলেন, আমার চেহারার সাথে নাকি সাদৃশ্য আছে…কিন্তু কি বলোতো এই ব্যাপারে আমার কোন হাত নেই… (আবার হাসি)

স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই আমার সহপাঠীরা সহকর্মীরা ওনার চেহারা আর হাসির সাথে আমার মিল খুঁজে পান বলেছেন। কিন্তু আমি ওনাকে কিভাবে দেখি জানতো?

তিনি শুধু নায়ক নন আমার মতো বহু মানুষের কাছে একটা দর্শন।

ছোটবেলা থেকেই ওঁর কথা, বলা, চলায় আমি মুগ্ধ! নায়কের সেই দৃশ্য ‘দেখলেন তো আপনার দেবতুল্য নায়ক-কে’ গায়ে কাঁটা দেয়… আজও। আজও মাঝরাতে তাঁর চলমান সংলাপ আমায় বাঁচতে শেখায়। গানে ফেরায়।

তাই যারা আমার ভালোলাগা তাঁদের সাথে আমার সাদৃশ্য আছে আমার শুনতে খুবই ভালো লাগে আর সাথে এটা আরও ভালো লাগে যে আমার নিজেরও একটা পরিচিতি আছে। 

আপনাদের জন্যে রইল ‘সূর্য ডোবার পালা’

শুনেছি আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের অন্ধ ভক্ত এবং আপনার শ্রোতারা আপনার কণ্ঠে তাঁর গানের?

তাঁর গান আমার প্রানের আরাম। ওনার কণ্ঠ শুনলেই মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে। এক ঐশ্বরিক কণ্ঠস্বর।

ছোটবেলা থেকেই ওনার গান শোনা, বাড়িতে ওনার গানই বাজতো। কিন্তু তখন বুঝিনি হেমন্ত মুখোপাধ্যায় কে?

শুধু জানি একটা গলা যেটা শুনতে ভালো লাগে এবং গলাটা দারুন। সেই বোধহয় আমার প্রথম প্রেম -ওনার কণ্ঠের সঙ্গে। তারপর দিন যত এগিয়েছে আরো একাত্ম হয়েছি তাঁর গানে।

 আসলে কি জানতো এই যে ভালোলাগা তৈরি হওয়া তাতে কিন্তু আমার মা বাবার অবদান কিছু কম নয়।

মায়ের কাছে আমার গানের হাতে খড়ি। আর বাবা তখন প্রচুর রেকর্ড কিনে আনতেন। হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র শুনে বড় হয়েছি।

শুনেছি আমার তখন ২ কি ৩ বছর বয়স, আমি আপন মনে খেলতে খেলতে জগন্ময় মিত্রের একটা গান গুন গুন করে গাইছিলাম আর সেটা মা শুনতে পেয়ে যান।

মায়ের একটা জার্মান রিড এর হারমোনিয়াম ছিল। মা সেটা বাজিয়ে আমাকে বললেন একটু গানটা কর তো… আমি নাকি গেয়েওছিলাম। তারপর মা বাবা দেখলেন যে গানের প্রতি আমার আগ্রহ আছে।

সেই থেকে মা আমাকে শেখাতে শুরু করলেন।

সাথে বাবাও নানারকম রেকর্ড কিনে আনতেন, ছোট থেকে যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়, বড়ে গুলাম আলী খাঁ সাহেব, জগন্ময় মিত্র শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় শুনে বড় হয়েছি তাই মনের কোথাও সেই ভালোলাগাটা থেকে গেছে।

আর সব থেকে বড় কথা শ্রোতার অনুরোধ একটা মস্ত বড় ভূমিকা পালন করছে এ ক্ষেত্রে। মানুষ আমার কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে পছন্দ করেন।

তারপর প্রথাগত ভাবে সঙ্গীত শিক্ষা কবে শুরু হল?

তারপর, মায়ের এক বন্ধুর সুত্রে শ্রীমতী গোপা চট্টোপাধ্যায়ের কাছে আমার গান শেখার শুরু। তখন আমি খুব ছোট তৃতীয় শ্রেণীতে পড়ি।

মায়ের পর উনিই আমার দ্বিতীয় গুরু।

একটা মজার কথা বলি, প্রথম ১ বছর উনি আমাকে কোন গান শেখাননি জানতো?

শুধু Voice training চলেছিল। শুরুর দিকে আমার অতটা ভালো লাগত না। এখন আমি বুঝি ওই যে এক বছরটা আমার কতটা গুরুত্বপূর্ণ ছিল।

সুরের সাথে পরিচিতি, স্বর কে কণ্ঠে প্রতিস্থাপন করা এগুলো সঠিক ভাবে শেখা খুব জরুরী।

আমি ১০ বছর শাস্ত্রীয় সঙ্গীত, রাগপ্রধান, ভজন শিখেছি ওনার কাছে।

আপনি তো গান নতুনদের শেখাচ্ছেন, এখনকার সময়ে দাঁড়িয়ে এই নতুন ছেলেমেয়েরা কতটা ধৈর্য রাখছে Voice training বা সঠিক ভাবে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ব্যাপারে?

দেখো সময় দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠেছে।

হাতে সময় কম তাই সবাই একটু তাড়াতাড়ি হাঁটতে চাইছে, তারা ভুল নয়, কিন্তু কণ্ঠের অনুশীলন ভীষণ ভাবে জরুরী। আমি কিন্তু আমার প্রত্যেক ছাত্র ছাত্রী কে Voice training করাই।

শাস্ত্রীয় সঙ্গীত শিখলে সুরের সাথে পরিচিতি বাড়ে। তাই শাস্ত্রীয় সঙ্গীত শেখা ভীষণ ভাবে প্রয়োজন বলে আমি মনে করি।

যেকোনো গানের সুর কোন রাগে তা যদি শিল্পী বুঝতে পারে তাহলে সে গানটা কে আরও রপ্ত করে গাইতে পারে। সুরের যোগ বিয়োগটা বুঝতে সুবিধা হয়।

রবীন্দ্রনাথের গানেও আপনাকে শ্রোতা সমাদরে গ্রহন করেছেন…

সেটা নিতান্তই আমার ভাগ্য। আমি মনে করি এই যে শ্রোতার গ্রহণযোগ্য হয়ে ওঠা, এর পিছনে যেমন শিল্পীর দক্ষতা, সাধনা অবশ্যই প্রয়োজন তেমনই একটা X-factor ও থাকতে হয়।

এর সংজ্ঞা কিন্তু সকলের জন্যে আলাদা।

আমার কাছে সেটা ভাগ্য বলতে পারো যে বাংলা আধুনিক থেকে মৌলিক গান এবং রবীন্দ্রসঙ্গীত সব ক্ষেত্রেই শ্রোতারা আমাকে সমান মর্যাদায় গ্রহন করেছেন।

Satkahon Interview – Shamik Pal | Sunday Exclusive

রবি ঠাকুরের গান কার কাছে শিখেছেন?

বাবার উৎসাহেই আমার দক্ষিণীতে রবীন্দ্রসঙ্গীত শেখা। তখন আমি নবম শ্রেনীতে পড়ি।

সেখানে ডিপ্লোমা শেষ হবার পর শ্রী রণো গুহঠাকুরতার কাছেও আমি বেশ কিছু বছর রবীন্দ্রসঙ্গীত শিখি।

প্রথম পেশাগত ভাবে মঞ্চ অনুষ্ঠান?

মজার কথা, আমি তখন পেশাগত ভাবে অনুষ্ঠান কি জানিই না, ষষ্ঠ শ্রেনীতে পড়ি, হিন্দু হস্টেল এর একটি নবীন বরণ অনুষ্ঠানে আমি গান গাই এবং সাম্মানিকও পাই।

বলতে গেলে সেটাই আমার অপ্রত্যাশিত প্রথম পেশাগত মঞ্চ অনুষ্ঠান।

এরপর কলামন্দিরে অনুষ্ঠান করি, আমি তখন অষ্টম শ্রেনীতে, আমার জীবনের প্রথম বড় অনুষ্ঠান।

তাহলে ছোট থেকে নিশ্চয়ই ইচ্ছে ছিল সঙ্গীতশিল্পী হয়ে সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করবেন?

একেবারেই না। গান আমি শুধু ভালোবেসে শিখেছি। ইকনমিক্স এ আমি P.H.D করেছি, এবং MBA ও করি।এখনও আমি অধ্যাপনার সাথে যুক্ত।

বাবা মা কোনোদিনও বলেননি পড়াশুনার প্রচণ্ড চাপ এখন গান বন্ধ থাক।আমি ছিলাম ফাঁকিবাজ। (সেই উত্তমকুমারের মত হাসি)

আমার গান জীবনে বাবা-মার অবদান সবটাই।

গানের জগতে আসা একদম অকস্মাৎ। দক্ষিণীর হীরক জয়ন্তি চলছে। তখন দক্ষিণীর কিছু অনুষ্ঠান তারা টিভিতে প্রচারিত হবার কথা হয়।

সেই অনুষ্ঠানে আমার গান শুনে তারার তৎকালীন প্রধান রথীকান্ত বসু দক্ষিণীর প্রধান অধ্যক্ষ শ্রী সুদেব গুহঠাকুরতাকে ফোন করেন ও আমাকে ডেকে পাঠান।

তারা মিউজিক এ আমি ৪৫ টি গান রেকর্ড করি। তারপর ডাক আসে বিখ্যাত টক শো আজ সকালের আমন্ত্রনে থেকে। আমি তো তখন কিছুই বুঝি না।

গেলাম, খালি গলায় ১.৩০ ঘণ্টা গান গেয়ে এলাম… হেমন্ত মুখোপাধ্যায়ের গানই বেশী গেয়েছিলাম (হাসি) আসলে নিজের অজান্তেই একদিন গানের জগতে এসে গেলাম…

বিদেশ যাত্রা?

দক্ষিণীর সুত্রে আমেরিকা, লন্ডন, দুবাই গেছি। তাছাড়া গত বছরই NABC অর্থাৎ উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে আমন্ত্রিত হই ও রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক – মূলত হেমন্ত মুখোপাধ্যায়ের গান পরিবেশন করলাম।

Satkahon Interview – Shamik Pal | Sunday Exclusive

সবশেষে আপনার প্রিয় শিল্পীদের গান এবং আপনার নিজস্ব মৌলিক গান প্রসঙ্গে কিছু বলুন… এখন তো সবাই জানে আপনি অত্যন্ত গূনী একজন সুরকারও…

আসলে আমি একদিকে যেমন হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে এনাদের গান গাই বা পছন্দ করি তেমনই মহিলা সঙ্গীতশিল্পীদের মধ্যে আমার ভীষণ প্রিয় আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়।ওনাদের গান ও আমি গাই।আমার ভাললাগে।

 বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেহেতু আমার প্রানের আরাম আমি আগেই বলেছি, তাই সেই মানুষটিকে জানার ইচ্ছে বেড়েছে দিন দিন। তাই ওনার সান্নিধ্যে আসা কাউকে দেখলেই বা পরিচয় পেলেই ওনার কথা শুনতে চেয়েছি।

যাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি, তাঁর সম্বন্ধে কথা এবং গল্প এই শুনেই তাকে চিনতে চেষ্টা করেছি। আজও সেই জানা চলছে। একটা ব্যাপার বুঝেছি যে ওনাকে জানা ফুরাবে না।

আজকে আধুনিক গান যতটুকু গাইতে পারি সেটাও ওনার অবদান। ওনাকে শুনে, দেখে, পড়ে যতটা পেরেছি শেখার চেষ্টা করেছি এবং আজও করে যাচ্ছি l

আর প্রার্থনা একটাই যে যতদিন প্রান আছে ততদিন যেন কণ্ঠে গান থাকে…

নতুন গান প্রসঙ্গে বলি, আমারই সুরে আমার প্রথম বাংলা মৌলিক গানের অ্যালবাম স্বপ্ননীল … যেহেতু Retro Music আমার পছন্দ তাই আমার সুরেও বা আমার মৌলিক গানেও সেই ছোঁয়া থাকুক আমি পছন্দ করেছিলাম…

নবীন গীতিকার হিসেবে সুরঞ্জনার কিছু লেখা আমার বেশ ভাললাগে। আমার অ্যালবাম এর তিনটি গানই ওর লেখা…

অনেক কিছুই জানতে পারলাম শমীক দা, খুব ভালো লাগল আপনার সাথে কথা বলে… আজ তাহলে চলি, আবার দেখা হবে অন্য একদিন….

হ্যাঁ, আমারও খুব ভালো লাগল, অনেক কথা হল। কিন্তু তোমার নামটা জানা হল না… তোমার নামটা যেন কি বললে………………

COPYRIGHT © 2020 SATKAHON

5 thoughts on “Satkahon Interview – Shamik Pal | Sunday Exclusive”

  1. ভালো লাগলো interview. ঝরঝরে নির্মেদ বার্তালাপ। এটার কৃতিত্ব প্রশ্নকারী এবং উত্তরদাতা দুজনেরই। শমীক পালের সঙ্গীত সম্বন্ধে মতামত প্রনিধান যোগ্য। Interview-র শেষটা দারুন! ” কি যেন নামটা তোমার?” এটা প্রশ্নকারীর innovation নিশ্চই। বুদ্ধির ছাপ।

  2. Ei interview ta khub bhalo laglo.Asole shamik pal er voice khub melodious jodio ami mahanayak er por r kono person kei thik tar moto dekhte bolte chai na kintu ini shamik pal khub bhalo ekjon jonopriyo singer.All the best for him

  3. Ei interview ta porlam bhalo laglo amar favourite most melodious voice ekjon singer er journey.jodio kaukei ami thik mahanayak er moto dekhte bolte chai na prottekei nijer moto.R shamik pal nijer moto korei protteke ta gan geye sobar favourite.all the best

  4. Pingback: Subhasish Sur – Srinivas Music | Sunday Exclusive | Satkahon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *