Satkahon Interview – Parnab Roy – Musician, Drums Player
Satkahon Interview – Parnab Roy
আদিম সভ্যতা অবলুপ্ত হয়ে গেলেও মানুষের মধ্যে রয়ে গেছে কিছু আদিম প্রবৃত্তি।
তার মধ্যে সবচেয়ে বেশী উল্লেখ্য বিনিময় পন্থা। আর এই বিনিময় পন্থায় শিক্ষা ও সঙ্গীতের আদানপ্রদান প্রাচ্য-পাশ্চাত্যের বন্ধনকে আরও মজবুত করেছে।
ইংরেজ একদিকে যেমন ভারতে এনেছে উচ্চতর শিক্ষা তেমনই ভারতবাসীর মর্মে মিশিয়ে গেছে তাঁদের সঙ্গীত।
এককালীন সম্পর্ক যতই তিক্ত হোক না কেন সঙ্গীত বন্ধুত্ব ধরে রেখেছে।
এই পাশ্চাত্য সঙ্গীতচর্চায় বাঙালীরাও যে কোন অংশে কম নয় তা তো শুরুতেই বুঝিয়ে গেছেন রবিঠাকুর।
এরপর এসেছে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ব্যবহার। যার মধ্যে সবচেয়ে বেশী উল্লেখ্য Drums (ড্রামস).
আজকের উপজীব্য এক নবীন ড্রামস বাদক তথা Musician এর কাহিনী, যার নাম পর্নব রায়।
বাবা মা উভয়েই চাকুরীজীবী হলেও কিন্তু সঙ্গীতের অনুরাগী। মা একসময় হাওয়াইন গিটারও বাজাতেন।তাঁদের তাগিদেই ছোটবেলায় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পর্নব।
কিন্তু এরপর পড়ালেখার জন্যে তাঁকে চলে যেতে হয় কারশিয়াং।
বিদ্যালয় জীবন থেকেই তার মধ্যে প্রভাব বিস্তার করতে থাকে পাশ্চাত্য সঙ্গীত।কারণ সঙ্গীত ছিল বিদ্যালয়ের বাধ্যতামুলক বিষয়।
বাঙালীর মনে তখন ব্যান্ড মিউজিক সবে সবে ঘর বাঁধা শুরু করেছে। তাই কলকাতায় ফেরার পর স্বাভাবিক ভাবেই সেই গান মন জয় করে পর্নবের।
বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে পাশ্চাত্য বাদ্যযন্ত্র ড্রামস।
শেখা শুরু করেন গৌরব চট্টোপাধ্যায়ের কাছে।
শেখার পাশপাশি বিভিন্ন অনুষ্ঠানের অনুরোধও আসতে থাকে তাঁর, এবং এমন ভাবেই সঙ্গীত তাঁর জীবন ঘিরে ফেলে যে আলাদা করে সঙ্গীতকে পেশা করার কথা ভাবতে হয় না তাঁকে।
তবে সকলের জীবনেই আর্থিক অবস্থার স্থিতি নিয়ে এক দ্বন্দ্ব আসে। সঙ্গীতের অনিশ্চিত ভবিষ্যৎ অনেকেরই ভ্রুকুঞ্চনের কারণ হয়ে ওঠে।
এমন সময় তাঁর জীবনেও এসেছে।
কিন্তু সেই সময় উঠতি ড্রামস বাদক হিসেবে শ্রোতার উল্লাস কিংবা একাধিক টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান বা গান নিয়ে বিদেশ সফর ও করে ফেলেছেন তিনি.
তাই চাকরির ধরা-বাঁধা জীবনকে স্থান দেননি সঙ্গীতের আগে।
Suspend Fifth, The colors, Parashpathar, Prachir, Eeshaan, Taseer ইত্যাদি বেশ কিছু গানের দলের সাথেই কাজ করেছেন তিনি।
তাঁর প্রতিষ্ঠিত গানের দল Gunzooloo. বাংলাদেশের শিল্পী নোবেলের সাথেও বেশ কিছুদিন ড্রামস সঙ্গত করেছেন তিনি।
আগামী দিনে আসতে চলেছে তাঁর একটি একক অ্যালবাম। এছাড়াও তাঁদের স্টুডিও Gunzooloo Records -এ চলছে নানা সাঙ্গীতিক ক্রিয়াকলাপ।
Gunzooloo তে রয়েছেন বেস প্লেয়ার বাচস্পতি অর্ণব, মনোজিত, টুটুল মুখার্জী ও আরও অনেকে।
সবশেষে পর্নবের কথায়,
“যেকোনো শিল্পীকেই উন্নততর লক্ষের দিকে পৌঁছতে গেলে লড়াই করতে হয়, তবে Music আমার কাছে এক ভালোবাসা, তাই ভালোবাসার জন্যে যা কিছুই করি না কেন কোনটাই আমার লড়াই বলে মনে হয় না। আমি মনে করি আমরা যদি বর্তমান সময়টাকে গুরুত্ব দিয়ে সচেতন ভাবে বাঁচতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা বর্তমান নিজেই ঠিক করে নেবে…”