Satkahon Interview – Mofassal Al Alif (Dancer | Bangladesh) -Satkahon

Satkahon Interview – Mofassal Al Alif (Dancer | Bangladesh) -Satkahon

Satkahon Interview – Mofassal Al Alif (Dancer | Bangladesh)

মোফাসসাল আল আলিফ, বাংলাদেশ থেকে মুম্বাই এখন পরিচিত নাম। নাচ তাঁর ধ্যান, তাঁর জ্ঞান।

একমাত্র ভালোলাগা বা ভালোবাসা। তাই কখনো প্রশংসা আর কখনো বিতর্কের মধ্যে দিয়েই নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে চলেছেন সফলতার পথে। 

আজকের উপজীব্য বাংলাদেশের নবীন নৃত্যশিল্পী আলিফের কথা।বয়সে নবীন হলেও সে কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।

নৃত্যসঙ্গী মাটির সাথে তার একাধিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে।

তাঁর সাথে কথোপকথনে নৃত্য জীবনের টুকরো কিছু কথা উঠে এলো…

আলিফ আপনার নৃত্য জীবন শুরু হল কিভাবে? ছোটবেলা থেকেই কি নাচের প্রতি আগ্রহ?

হ্যাঁ, তবে আমার শুরুটা একটু অন্যরকম। আমি মফঃস্বল এই বড় হয়েছি।

সেখানে কোন নাচের স্কুল কল্পনাই করা যেত না কখনো। তখন সারারাত ব্যাপী যাত্রা হত আমাদের বাড়ির কাছেই। আমার বয়স তখন তিন বছর।

আমি ওই যাত্রা দেখে ওদের মত করে নাচ করার চেষ্টা করতাম।

পারতাম না কিছুই (হাসি) সেই দেখে বাবা মায়ের মনে হয়েছিল আমার নাচের প্রতি আগ্রহ আছে।

কার কার কাছে নাচ শিখেছেন?

বড় হবার পর বিভিন্ন নাচের ভিডিও দেখে আমি নিজে নিজেই শিখতাম। কোরিওগ্রাফি করতাম।

এরপর জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে অণুজীববিদ্যা বিষয়ে পড়াকালীন আমি জাহাঙ্গিরনগর থিয়েটর এ যুক্ত হই।

সেখানে রাসেল ভাই বলে একজন ছিলেন তাঁর কাছে আমি অল্প নাচ শিখি।

ঢাকাতে ঈগল ডান্স কোম্পানিতে শিখি বেশ কিছুদিন।তবে, প্রথাগত ভাবে আমার শেখা শুরু হয় নন্দন কলাকেন্দ্রতে।

আমার গুরু ছিলেন এম.আর.ওয়াশেক।

পরবর্তীকালে ২ বছর স্কলারশিপ পেয়ে আমি Terence Lewis Professional Training Institute এ Terence স্যার এর কাছে শিখি। এছাড়াও বিভিন্ন নৃত্য প্রদর্শনীতে আমি যুক্ত হয়েছি দেশে বিদেশে এবং বিভিন্ন ধরণের নাচ শিখেছি।

Satkahon Interview – Mofassal Al Alif
Satkahon Interview – Mofassal Al Alif

বাড়ি থেকে কতটা সমর্থন পেয়েছেন?

বাড়ি থেকে যেমন কেউ বাধা দেন নি আবার কেউ এগিয়েও দেন নি। আমি পড়াশুনাতে ভালো ছিলাম। তাই বাবা মা বলেছিলেন তোমার যা ভালো লাগে করো।

Satkahon Interview – Mofassal Al Alif
Satkahon Interview – Mofassal Al Alif

কিছু স্মরনীয় মঞ্চানুষ্ঠানের কথা …

ছোট থেকেই স্কুল এর নানা অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি। এছাড়া এলাকায় নানা অনুস্থানেও অংশ নিই।

এরপর যখন বিশাল পরিসরে নাচ শিখতে শুরু করি তখন বাংলাদেশের জাতীয় স্তরের টিভি চ্যানেল গুলোতেও আমি নৃত্য পরিবেশন করেছি।

Terence Lewis Institute এর সদস্য হওয়ার দরুণ আমি ভারতবর্ষের একাধিক স্থানে অনুষ্ঠান করেছি, এমনকি Dance India Dance এর Grand Finale তেও আমি অংশ নিয়েছিলাম।

ভারতবর্ষ ও বাংলাদেশের বাইরে সিঙ্গাপুর, মালেশিয়া, ইজিপ্ট, থাইল্যান্ড, শ্রীলঙ্কায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। 

নাচ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?

খুব ইচ্ছে আছে ইউরোপের কোন নাচের সংস্থা থেকে নাচ নিয়ে পড়াশুনা করার। আসলে আমি বাংলাদেশে নাচের জগতে একটি বিবর্তন আনতে চাইছি।

বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে কোন নৃত্য প্রতিষ্ঠান নেই তাই ফিউশন নৃত্যশৈলী,ভারতীয় এবং পাশ্চাত্য সমস্ত রকম নৃত্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটি নিজস্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার আমার ইচ্ছে আছে।

Satkahon Interview – Mofassal Al Alif
Satkahon Interview – Mofassal Al Alif

ফিউশন এর পাশাপাশি বিভিন্ন পাশ্চাত্য নৃত্য শৈলী, এমনকি হাই হিলস যা সাধারণত মহিলা নৃত্যশিল্পীরা পরিবেশন করে থাকেন তা নিজস্ব আঙ্গিকে তুলে ধরছেন তিনি।

তাই, জীবন পথে হাতে গোনা কিছু মানুষকে পাশে পেলেও তাঁর পরীক্ষামূলক নৃত্যশৈলী নিয়ে অনেকেই আড়ালে বিকৃত মতবাদ করছেন।

তবে হার মানার ছেলে নন আলিফ। একার চেষ্টাতেই তিনি নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে লড়াই করে চলেছেন এবং আগামী দিনে সেই লড়াই জারি থাকবে তাঁর।  

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *