Satkahon Interview – প্রগতি বাংলা উৎসব, ডঃ অরিজিৎ কুমার নিয়োগী
Satkahon Interview – প্রগতি বাংলা উৎসব,আলোচনায় ডঃ অরিজিৎ কুমার নিয়োগী
সংস্কৃতির প্রচার ও প্রসারে অগ্রনী ভুমিকা পালন করেন অনুষ্ঠান আয়োজকেরা। তাঁদের মধ্যেই অন্যতম প্রগতি বাংলা উৎসব, যারা এই বাংলার সংস্কৃতির কৃষ্টি সাধন করে আসছে গত ১৫ বছর ধরে।
এই সংস্থাকে একার চেষ্টায় ও দক্ষতায় বিগত ১৫ বছর চালনা করছেন এক বাঙালী,তিনি হলেন ডঃ অরিজিৎ কুমার নিয়োগী।
পেশায় চোখের ডাক্তার, সাথে সাথে মানবাধিকার কমিশনের একাধিক সংস্থার সঙ্গে ও ব্যক্তিগতজীবনে একাধিক কর্মক্ষেত্রে তিনি যুক্ত।
তা সত্ত্বেও সৃজনশীল কাজকে বাহবা দিয়ে কোন বিজ্ঞাপনী সংস্থার সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজের খরচায় আয়োজন করে চলেছেন এই উৎসব।
সমস্ত পেশার মানুষকে একত্রিত করার উদ্যোগ নিয়েই ২০০৬ সালে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
প্রতিবছর এই সংস্থা সৃজনশীল মানুষদের পাশাপাশি সন্মান জানিয়ে আসছে ডাক্তার,উকিল,সমাজসেবী এছাড়া আরও অন্যান্য পেশায় যুক্ত সেইসব মানুষদের যারা মানুষের জন্যে লড়াই করছেন।
দুই বাংলার মানুষকে সম্বর্ধনা দিয়ে পালিত হয় ‘দুই বাংলা মৈত্রী উৎসব’। এর সাথে হয় ‘সর্বধর্ম সমন্বয়’।
তাছাড়া তাঁরা নৃত্য,সঙ্গীত ও অন্যান্য চারুকলাকে তুলে ধরেন তাঁদের প্রত্যেক অনুষ্ঠানে।
কৃতি খেলোয়াড় থেকে শুরু করে বাংলার বিভিন্ন পেশায় নিযুক্ত কৃতি মানুষদের প্রতি বছর সম্বর্ধনা জ্ঞাপন ও পুরস্কার প্রদান করেন তাঁরা।
এই উৎসবের আর্থিক সাহায্য কীভাবে আসে জানতে চাওয়ায় তিনি বলেন,
“প্রতি বছর আমি আমার জমানো টাকার একটি অংশ এই উৎসবের জন্যে খরচ করি। কোন রকম চাঁদা বা বিজ্ঞাপন এর অর্থ আমি গ্রহন করি না,যার ফলে আমি আমার মনের মত করে অনুষ্ঠানটি সাজিয়ে তুলতে পারি। “
শারিরিক প্রতিবন্ধীদের নিয়ে নানা অনুষ্ঠান, ট্রান্সজেন্ডারদের নিয়ে ফ্যাশন শো ইত্যাদি নানারকম সামাজিক অনুষ্ঠানও প্রগতি বাংলা করে থাকে।
প্রতি বছর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রগতি বাংলার চেয়ারম্যান বিদ্যুৎমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
আইসিসিআর, নজরুল তীর্থ, যোগেশ মাইম হল ইত্যাদি বিভিন্ন প্রেক্ষাগৃহে তাঁদের অনুষ্ঠান পালিত হয়েছে।
অনুষ্ঠান আলোকমন্ডিত করেছেন একাধিক তারকা।
অনাবাসী ভারতীয়দের (NRI) জন্যে প্রগতি বাংলা তৈরি করেছে “Pragati Bangla forum for NRI Bengalis”.
এমনকি আগামী দিনে কৃতি বাঙালীদের নিয়ে আসতে চলেছে তাঁদের একটি আলোচনা ধর্মী অনুষ্ঠান “STAR TALK”.
বিশদ জানতে চোখ রাখুন প্রগতি বাংলা ফেসবুক পেজ এ।
সবশেষে ডঃ নিয়োগী বলেন, “এই বছর কোভিড নিয়ে যেসব ডাক্তার,সাংবাদিক,সামাজিক কর্মীরা দিনরাত কাজ করেছেন তাঁদের মধ্যে ৭৫০ জন কে ধন্যবাদ জানিয়ে শংসাপত্র দিয়েছে প্রগতি বাংলা। জাতীয় স্তরে প্রগতি বাংলা পরিচিত নাম, আগামী দিনে চেষ্টা থাকবে সেটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার।“
বিগত ১৫ বছরের এই সফলতাকে ডঃ অরিজিৎ নিয়োগী তাঁর একান্ত চেষ্টায় আগলে রেখেছেন ও সৃজনশীল নানা কাজের মাধ্যমে নবীন শিল্পীদের মঞ্চ প্রদান করছেন।
তাঁকে জানাই কুর্নিশ এবং আশাকরি আগামী দিনে তাঁর যাত্রাপথ আরও সৃষ্টিশীল হয়ে উঠবে।
COPYRIGHT © 2020 SATKAHON