Satkahon Interview – চিত্রশিল্পী যুগল সরকার সাড়া ফেলেছেন ভারতবর্ষে

Satkahon Interview – চিত্রশিল্পী যুগল সরকার
আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রশিল্পী HELEN FRANKENTHALER বলেছিলেন, “Every canvas is a journey all its own” ,তবে প্রত্যেক চিত্রের মত প্রত্যেক চিত্রকরের জীবন গল্পও কিন্তু কম রোমাঞ্চকর নয়। তাই আজকের আমাদের উপজীব্য তেমনই এক চিত্রশিল্পীর কথা, তিনি যুগল সরকার




দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের দোগাছী গ্রামের ছেলে যুগল। মামা টুকটাক ছবি আঁকতেন তাঁর খাতায়। যখন খুব ছোট, তখন তিনি দেখেছিলেন মামার খাতায় বিভিন্ন মানুষের প্রতিকৃতি আঁকা আছে।সেই থেকেই তাঁর মনে প্রতিকৃতি আঁকার প্রতি কিছুটা আগ্রহ জন্মায়। পড়াশোনার পাশাপাশি তাই চলতে থাকে ছবি আঁকা।

নবম শ্রেণীতে পড়াকালীন তাঁর আঁকার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। সেই সময় পেন্সিল, জল রং বা তেল রং ব্যবহার করে ছবি আঁকতে শুরু করেন তিনি। শুনতে অবাক লাগলেও প্রথাগতভাবে কারুর কাছেই একভাবে আঁকা শেখেননি যুগল। যখন যেমন সুযোগ হয়েছে তেমন ভাবেই এগিয়ে নিয়ে গেছেন তাঁর শিল্পকলাকে। মাধাই সরকার এবং শুভাশিস চক্রবর্তীর কাছ থেকে আঁকার ক্ষেত্রে অনেক সাহায্য পেয়েছেন বলে জানান যুগল।

পারিবারিক অবস্থা তাদের খুব একটা সচ্ছল নয় তাই আঁকা শিখিয়েই নিজের রঙ,তুলি,ক্যানভাস কেনার খরচার ব্যবস্থা করেন যুগল। এ প্রসঙ্গে তিনি বলেন “আমার বাবা কৃষিকাজ করেন কিন্তু বাবা বা মা কোনদিনই আমার কোনো কাজে বাধা দেননি বরং তারা আমাকে পড়াশোনা শিখিয়েছেন এবং আমার হাতে রং-তুলি তুলে দিয়েছেন আমি গর্বিত। এমন বাবা-মা যেন সকলের হয়“

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তিনি। আঁকা তাঁর নেশা,আঁকা ছাড়া কিছুই ভাবতে চান না তিনি। Portrait বা প্রতিকৃতি আঁকতে ভালোবাসেন তাই ইতিমধ্যেই বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের ছবি এঁকে তাদেরকে উপহার দিয়েছেন তিনি। কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে ওনার প্রতিকৃতি তুলে দিয়ে তাকে বিস্মিত করেছিলেন যুগল। স্নেহ,ভালোবাসা পেয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় এর থেকেও। এমনকি ব্যক্তিগতভাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
শুধু বাংলায় নয় বলিউডের বিখ্যাত অভিনেতা Vicky kaushal এর একটি ছবি এঁকে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। পরবর্তীকালে সেটি Vicky kaushal এর নজরে আসতে অভিনেতা ছবিটি তাঁর নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন। বিপুল জনপ্রিয়তা লাভ করে ছবিটি।(Link)
২০১৯ এর নভেম্বর মাসে বালুরঘাট বর্ণালী স্মৃতি পুরস্কার পান যুগল। ২০১৮ সালে গ্যালারি গোল্ড এবং চিত্রকূট আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল তাঁর ছবি এছাড়াও ২০১৯ এ দীঘা ইন্টার্নেশনাল আর্ট ক্যাম্প এবং বালুরঘাট ইন্টার্নেশনাল চিত্র প্রদর্শনীতেও তাঁর চিত্র প্রদর্শিত হয়।
সবশেষে যুগল বলেন, ” নতুনদের অনেকটা লড়াই করতে হয় জানি তবে গুণীজনেরা যদি এড়িয়ে না গিয়ে আমাদের প্রতিভা টা একবার যাচাই করে নেন তাহলে লড়াই করার পথ টা অনেক সহজ হয়ে যায়। আমরা একটা মানসিক জোর পাই। আসলে নতুনদের অনেকেই বিশ্বাস বা ভরসা করে উঠতে পারেন না। তবে অবস্থা যতই প্রতিকূল হোক আঁকাই আমার সবকিছু ছিল আর থাকবে।আমার তুলি থেমে থাকবে না কোনদিনই। “

COPYRIGHT © 2020 SATKAHON
মনের মতো চিত্রশিল্পী❤️❤️
তোর এই খবর দেখে যারপরনাই উচ্ছসিত হলাম ।এগিয়ে যা ভাই। অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ।
He is having a God Gifted Brilliant talent. As he said, every artist should get a chance to show their talent and people should accept their artworks.
I wish a Great Future of Jugal.
Bishon Bhalo laglo…egie jao…gun er somador hobei
Thank you so much