Satkahon Interview – আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ

Satkahon Interview - আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ
শুভদীপ চক্রবর্তী

Satkahon Interview – আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ

আদি অনন্তকাল ধরে কবি তাঁর লেখনীতে কখনো তুলে ধরেছেন জীবনের কথা,কখনো প্রেম-বিরহ,আবার কখনো বা মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়াবার আকুতি, এবং তা সহস্র মানুষের মধ্যে যিনি বিস্তার করেছেন, কখনো কবিতায়, কখনো গল্পে, যাঁর বাচন ভঙ্গিমায় সহস্র শ্রোতার হৃদয় শিহরিত হয়ে ওঠে তিনি একজন আবৃত্তিকার, একজন বাচিক শিল্পী।

এমনই একজন আবৃত্তিকার হলেন শুভদীপ চক্রবর্তী, যিনি তাঁর আবৃত্তিজীবন শুরু করেছেন মাত্র ১৭ বছর বয়সে। গুরু সান্নিধ্যে পেয়েছেন ব্রততী বন্দোপাধ্যায়, জগন্নাথ বসু এবং পার্থ মুখোপাধ্যায় কে।
দীর্ঘ প্রশিক্ষণের পর প্রতিষ্ঠা করেছেন তাঁর আবৃত্তি প্রশিক্ষণকেন্দ্র শ্রুতিবৃত্ত,যেটির পশ্চিমবঙ্গে মোট ৮ টি শাখা রয়েছে।

Satkahon Interview - আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ
গুণী বিদ্যজনের সাথে শুভদীপ

শুভদীপ জানান, কবিতা নিয়ে তাঁর ভিন্নধর্মী কাজ করার ইচ্ছে ছোটবেলা থেকেই।বাংলা ভাষা কে তিনি বাংলার মধ্যে সীমাবদ্ধ না করে ছড়িয়ে দিতে চেয়েছেন সমগ্র বিশ্বে,তাই নৃত্য, গীত এবং কাব্যের এক অপার মেলবন্ধন ঘটিয়েছেন তাঁর বিভিন্ন প্রযোজনায়।

Satkahon Interview - আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ
বিশিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে শুভদীপ

•|| সুফি গানের সাথে রবীন্দ্র চেতনা কে সম্মিলিত করে তৈরি করেছেন ‘টেগোর ইন সুফিয়ানা‘ ,যেটি অনুষ্ঠিত হয় দেশ-বিদেশে।
•|| বিদেশি গায়কের কণ্ঠে রবীন্দ্রসংগীত ও কবিতার মেলবন্ধন ঘটিয়ে ফ্রান্স এর বন্ধু ড্যানিয়েল এর সাথে করেন ‘গিটার ইন্ টেগোর’.কাজ করেছেন মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিদ্যজনের সাথে।

•|| প্রতিবেশী দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার ‘ মুক্তিযুদ্ধের কবিতা ‘ শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ করেন শুভদীপ, সাথে ছিলেন গুণী বাচিক শিল্পী সঙ্কর্ষণ মুখোপাধ্যায়।
•|| বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে তিনিই প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে প্রকাশ করেন অ্যালবাম ‘জাগ্রত জাতির পিতা ‘

এছাড়াও তিনি  নিজের লেখা ভাষ্যে বিভিন্ন অনুষ্ঠান করেছেন উস্তাদ রশিদ খান, ইন্দ্রানী সেন এবং চৈতি ঘোষাল এর সাথে।

Satkahon Interview - আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ
স্বনামধন্য শিল্পীদের সাথে বিভিন্ন মঞ্চানুষ্ঠানে শুভদীপ

কলকাতা টিভি থেকে বেস্ট রিসাইটার আওয়ার্ড পান শুভদীপ। এছাড়াও,
•|| নীলাদ্রী শেখর বসু স্মৃতি সন্মান পুরস্কার, 
•|| বাচিক শিল্পী সংসদ, 
•|| ইউথ গিল্ড ফ্রেন্ডশিপ, এবং 
•|| পশ্চিমবঙ্গ সরকারের থেকেও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হন তিনি। 

Satkahon Interview - আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ
শুভদীপ চক্রবর্তী

এই ২০২০ সাল এর করোনা মহামারীর সময় তিনি কবিতা নিয়ে বেশ কিছু কাজ করে চলেছেন অবিরত। উল্লেখযোগ্য হলো,
•|| করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই

•|| পৃথিবী একটাই দেশ,

•|| জীবনের জয় হবে জানি, ইত্যাদি।

জীবনের জয় হবে-জানি | ১২ জন শিল্পীর সম্মিলিত উচ্চারণ | শ্রুতিবৃত্ত | মিউজিক ক্রিয়েশনSatinath Mukhopadhyay, Pranati…

Posted by Musica Creation on Thursday, May 7, 2020

আবৃত্তি পরিবেশন এবং প্রশিক্ষণের পাশাপাশি তিনি নিজে একজন কবি এবং গীতিকার। গীতিকার হিসেবে তাঁর রচনায় গান গেয়েছেন স্বনামধন্য শিল্পীরা।
প্রকাশিত হয়েছে তাঁর রচনায় একটি গান ‘পৃথিবীর মন ভালো নেই‘.. গান টি গেয়েছেন রূপঙ্কর, লোপামুদ্রা মিত্র,মেখলা দাশগুপ্ত,জয়তি চক্রবর্তী,তথাগত সেনগুপ্ত, সিসপিয়া মুখার্জী, অরিত্র দাশগুপ্ত, শোভন গাঙ্গুলী, মধুরা ও চিরন্তন।

শুভদীপের রচনায় পৃথিবীর মন ভালো নেই গানটি শুনে নেওয়া যাক

গুণী বাচিক শিল্পী ও দক্ষ লেখক শুভদীপ চক্রবর্তী। তাঁর কণ্ঠে আমরা কিছু কবিতা শুনবো না এমনটা হতেই পারে না,আসুন শুনে নেওয়া যাক তাঁর একক কন্ঠে কিছু কবিতা।

সাম্যবাদী
মুক্তিযুদ্ধের কবিতা
প্রণমি

সবশেষে শুভদীপ জানান, ” অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কবিতা নিয়ে ভিন্নধর্মী ও বাণিজ্যিক কাজ করার পরিকল্পনা রয়েছে,যাতে কবিতার ছত্রছায়ায় আরো মানুষ তার জীবিকা অর্জনের পথ করে নিতে পারেন।অনেক পুরস্কার পেলেও মানুষের ভালোবাসাই আমার শ্রেষ্ঠ পুরস্কার।

COPYRIGHT © 2020 SATKAHON

2 thoughts on “Satkahon Interview – আবৃত্তিশিল্পের বাণিজ্যিক প্রসারে শুভদীপ”

  1. Pingback: Satkahon Review - করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই - Satkahon

  2. Pingback: Satkahon Review - পৃথিবীর মন ভালো নেই-তবে রয়েছে এক আশার বার্তা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *