Satkahon – সবজান্তা তিন্নি – গল্প-৫ । টপ্পা গান ও শোরি মিয়াঁ
Satkahon – সবজান্তা তিন্নি -টপ্পা গান ও শোরি মিয়াঁ
বন্ধুরা, তোমরা যারা গান গাও, তারা নিশ্চয়ই শোরি মিয়াঁর নাম শুনেছ?
শোরি মিয়াঁ অর্থাৎ মিয়াঁ গুলাম নবী শোরির ( Shori miyan , Tappa) জন্মস্থান পাঞ্জাবের মুলতানে। ছোট থেকেই তিনি খেয়াল শিখেছেন, গেয়েছেন, তান গায়কীতে ছিল তাঁর অসম্ভব দক্ষতা, কিন্তু শুধু খেয়াল গানে তিনি তাঁর তান গায়কীর সেই দক্ষতা দেখাতে পারছিলেন না।
তাই তিনি পাঞ্জাবের এক প্রান্ত থেকে আর প্রান্তে ঘুরেছেন, শুনেছেন উটচালক দের মুখে আঞ্চলিক গান।
একসময় আরব বনিকরা যখন ভারতের পাঞ্জাব অঞ্চলে বানিজ্য করতে আসত।
আর বানিজ্য হয়ে গেলে উটের পিঠে সমস্ত জিনিসপত্র চাপিয়ে নিজের দেশের পথে রওনা দিত।
তখন সেই দলবদ্ধ পদচালনায় যে শব্দ হত, সেই শব্দের ছন্দ থেকেই নাকি পাঞ্জাবের উটচালকরা পরবর্তীকালে নিজেদের আঞ্চলিক গান সৃষ্টি করেছিল।
সেই গানকে ওরা বলত ‘ডপা’।
অবশেষে জমজমা, খটকা প্রভৃতি অলঙ্কারে সাজিয়ে উটচালকদের সেই আঞ্চলিক গানের রুপান্তর করে শোরি তৈরি করলেন টপ্পা গান।
শুধু তাই নয়, শোরি নবাব আসাফ-উদ-দৌল্লার সভাগায়ক ছিলেন এবং তিনিই হিন্দুস্থানি টপ্পাকে উচ্চাঙ্গ সঙ্গীতের মর্যাদায় প্রতিষ্ঠা করেছিলেন।
বন্ধুরা কেমন লাগছে তিন্নির গল্প আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ভালবাসাই আমাদের অনুপ্রেরণা। – সাতকাহন
COPYRIGHT © 2020 SATKAHON
BAHHHH! khub valo laglo pore