Satkahon – সবজান্তা তিন্নি – গল্প-৪ | Charlie Chaplin

Satkahon – সবজান্তা তিন্নি Charlie Chaplin

Charlie Chaplin (চার্লি চ্যাপলিন)

সবজান্তা তিন্নি | গল্প-৪

Satkahon - সবজান্তা তিন্নি | Charlie Chaplin

বন্ধুরা, চার্লি চ্যাপলিন ( Charlie Chaplin ) এর আসল নাম ছিল চার্লি স্পেনসার। তাঁর বাবার নাম ছিল চার্লস চ্যাপলিন আর মা ছিলেন লিলি হার্নি। তাঁরা দুজনেই ছিলেন অতি সাধারন পরিবারের সন্তান,ভবঘুরে। যাত্রাদলের নাচ গান করতেন তাঁরা।
চার্লি চ্যাপলিনের বাবা কিন্তু খুব ভালো মানুষ ছিলেন না। অধিকাংশ সময়ই তিনি নেশা করতেন। একসময় তিনি লিলি ও চার্লি কে ফেলে রেখে অন্যত্র চলে যান।

ছোট্ট চ্যাপলিন কিন্তু সব সময় মায়ের সাথে থাকতেন। মা যতক্ষণ স্টেজে গান গাইতেন তিনি আড়ালে দাঁড়িয়ে দেখতেন।
হঠাৎ একদিন ঘটলো এক অঘটন। লিলির শরীর কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না। অসুস্থ শরীরে স্টেজে গান গাইতে গাইতে হঠাৎই তাঁর গলা দিয়ে আওয়াজ বেরোলো না। শ্রোতারা হৈ-হুল্লোড় করতে শুরু করলেন। ভয়ে লিলি স্টেজ ছেড়ে পালিয়ে এলেন।
এমনসময় চার্লি ঘটালেন এক অবাক কান্ড। তিনি সোজা এসে দাঁড়ালেন স্টেজে আর গান ধরলেন..
“Jack Jones well and known to everybody”

তার গান শুনে তো দর্শকরা অবাক। থেমে গেল শোরগোল। এমনকি তারা টাকা ছুঁড়তে লাগলেন স্টেজে। এমনসময় চার্লি বললেন ‘আমি আর গান গাইবো না’। দর্শকরা চুপ। আবার চার্লি বললেন ‘আগে চারপাশের পয়সাগুলো কুড়িয়ে নিয়ে তারপর গাইবো’
সমস্ত কথাগুলি তিনি এমন অঙ্গভঙ্গি করে বললেন যে দর্শকরা হাসতে লাগল।
অনুষ্ঠান শেষ করে ছোট্ট চ্যাপলিন সব অর্থ তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে।
চ্যাপলিন তার ছোটবেলায় মুদি দোকানে কাজ করতেন। রাস্তায় কাগজ বিক্রি করতেন,এমনকি লোকের বাড়িতেও কাজ করতেন।

এত কষ্ট করেও তিনি শেষ জীবন পর্যন্ত সকলকে হাসিয়েছেন। এমনকি তার মৃত্যু দিন কবে জানো বন্ধুরা? ২৫শে ডিসেম্বর, যেদিন ক্রিসমাসের আনন্দে সকলের মুখে হাসি ছিল সেদিন নিঃশব্দে চার্লি চ্যাপলিন আমাদের ছেড়ে চলে গেছেন ঈশ্বরের আনন্দলোকে।

তথ্যসূত্র: Michele H. Heart | The Hundred

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon – সবজান্তা তিন্নি – গল্প-৪ | Charlie Chaplin”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *