Satkahon – সবজান্তা তিন্নি | গল্প ৩ | Pablo Picasso
Satkahon – সবজান্তা তিন্নি | Pablo Picasso
পাবলো পিকাসো
Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso
বন্ধুরা বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর কথা তোমরা শুনেছ নিশ্চয়ই?
কিন্তু তোমরা কি কেউ তার পুরো নামটা জানো?
পাবলো দিয়েগো হোসে ফ্রান্সিসকো ডি পাওলা হুয়ান নেপোমুসিনো মারিয়া ডি লস রেমিডিওস সিপিয়ানো ডে লা সান্তিসিমা ত্রিনিদাদ রুইজ পিকাসো।
এত বড় নাম ধরে কেউ ডাকতে না পারাটাই স্বাভাবিক। তাই তিনি নিজেই তাঁর নামটা ছোট করে রাখেন পাবলো পিকাসো।
যখন তাঁর মাত্র তিন বছর বয়স তখন থেকেই তিনি কাঠ কয়লা দিয়ে কাগজ বা মেঝেতে ছবি আঁকতেন।
একসময় পিকাসোর কোন ছবি বিক্রি হচ্ছিল না কিন্তু তিনি হার মানেন নি।পরবর্তীকালে তাঁর ছবি বিক্রি করে তিনি এত টাকা উপার্জন করেন যে অন্য কেউ তার ১ শতাংশও করেননি।
কিন্তু জীবনের শেষ দিনে তিনি তার সমস্ত বিখ্যাত ছবি বার্সেলোনার একটি মিউজিয়ামে দান করে যান।
দেখলে তো বন্ধুরা শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু সবসময় খারাপ হয় না। তাই চেষ্টা করে যেতে হবে, একদিন ঠিক সাফল্য আসবে।
তথ্যসূত্র : Michael H. Heart | The hundred
বন্ধুরা, কেমন লাগছে তিন্নির গল্প ? আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ভালবাসাই আমাদের অনুপ্রেরণা। – সাতকাহন
COPYRIGHT © 2020 SATKAHON