Satkahon – সবজান্তা তিন্নি – গল্প ২ | সারেগামাপাধানি
Satkahon – সবজান্তা তিন্নি | সারেগামাপাধানি
‘সারেগামাপাধানি’
‘সারেগামাপাধানি’ সবাইতো গাও রোজ
এদের জীবনগল্প গুলোর রাখো কি কেউ খোঁজ?
আজ তিন্নি সেই গল্পই বলবে ছন্দে ছন্দে…
Share,Comment কোরো কিন্তু থেকো না কেউ দ্বন্দ্বে..
‘সা’ এর আসল নামটি হল ‘ষরজ’, মানে ‘ছয়’
কারণ,রে গা মা পা ধা নি যে এর মধ্যেই রয়।
‘রে’ অর্থে ‘ঋষভ’, ভাই বলছি তোমায় সত্যি
ষাঁড় বা বৃষের ধনী থেকেই এর উৎপত্তি।
‘গান্ধার’ তার ভালো নাম, ‘গা’ বল যাকে..
ভাবতে পারো এর জন্ম নাকি ছাগলের ডাকে?
হেসো না গো হেসো না, কোরো না গো হেয়
হোক না পশু,হোক না ছাগল,এই প্রকৃতির সে ও।
‘মধ্যম’ মানে ‘মা’ স্বয়ং সরস্বতীর বরে
হরিণের কান্না থেকেই নাকি জন্মগ্রহণ করে।
‘পা’ এ ‘পা’ এ এগিয়ে চলে ‘পঞ্চম’ নাম, ভালো
বসন্তের কোকিল ডাকেই শুনি সে জন্মালো।
হাতির ডাক থেকে বন্ধু ‘ধা’ জন্ম নিলো
‘ধৈবত’ তার ভালো নাম, তিন্নি বলে দিলো।
সবার শেষে রইল বাকি ‘নৈঋত’ মানে ‘নি’
ঘোড়ার ডাক এর সাথেই তার সাদৃশ্য বলে জানি।
কত কি ভাই আছে জানার জানতে হবে বটে
না জেনে গান গাইলে,সে গান ঢুকবে না যে ঘটে।
আবার পরে গল্প হবে…আসলাম তবে আজ..
‘সারেগামাপাধানি’ মন দিয়ে কোরো রেওয়াজ…!
তথ্যসূত্র: ভারতীয় সঙ্গীতের ইতিহাস । প্রথম খণ্ড। স্বামী প্রজ্ঞানন্দ
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।
রাগ ও রূপ। স্বামী প্রজ্ঞানন্দ। জুলাই ১৯৯৯।
সরল বাংলা অভিধান। সুবলচন্দ্র মিত্র
বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়
COPYRIGHT © 2020 SATKAHON
Excellent…