Satkahon – সবজান্তা তিন্নি – গল্প ১ | নয়ন তোমারে পায় না দেখিতে
Satkahon – সবজান্তা তিন্নি
Hi বন্ধুরা, আমি তিন্নি। আমি একটু বই পড়তে ভালবাসি , আর বই পড়ে আমি যা কিছু শিখি সব্বাই কে বলি, তাই অনেকে আমায় বলে সবজান্তা তিন্নি।
যাইহোক, তোমরা নিশ্চই আমাদের বাড়ি সাতকাহন এ প্রায়ই আসো… গুণী মানুষদের জীবনের বড়ো হওয়ার কথা জানতে, … তাহলে মাঝে মাঝে যদি গল্প শুনতে ইচ্ছে করে আমার সাথেও দেখা করে যেও..!
আজ তোমাদের সাথে তো প্রথম দেখা!
তাই আজ তোমাদের জন্যে একটা ছোট্ট গল্প বলছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত বড়ো মানুষ ছিলেন জানোই তো.. তাহলে ভাবো তো তার বাবা আরো কত বড়ো মানুষ ছিলেন…
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাঁর সব ছেলে মেয়ে দের গান শেখার ব্যাপারে উৎসাহ দিতেন। শুধু তাই নয়, ভালো গান লিখতে পারলে তিনি তাদের পুরস্কারও দিতেন।
একবার মাঘোৎসব এর অনুষ্ঠানে, আমাদের রবিঠাকুর তাঁর লেখা একটা গান গেয়ে শোনালেন সবাই কে।
গান গাওয়া যখন শেষ হলো, তখন তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন জানো?

“দেশের রাজা যদি দেশের ভাষা জানিতো ও সাহিত্যের আদর বুঝিতো তবে কবিকে তো তাহার পুরস্কার দিত, রাজার দিক হইতে যখন তাহার সম্ভাবনা নাই তখন আমাকে সে কাজ করিতে হইবে”
এই বলে তিনি একটা ৫০০ টাকার চেক তুলে দিয়েছিলেন রবি ঠাকুরের হাতে।
সেদিনের সেই ৫০০ টাকার চেকের মুল্য আজ কত বুঝতে পারছ তো বন্ধুরা?
সেই গান টা কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছ….
“নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে“
তাহলে কেমন লাগল তিন্নির আজকের গল্প টা?
আমাকে কিন্তু কমেন্ট করে জানিও গল্প টা আগে কারা কারা জানতে….
আজ তাহলে আসি? আবার দেখা হবে।
COPYRIGHT @ 2020 SATKAHON
Nice😊