Satkahon – শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল তিনটি নাটক

Satkahon

Satkahon – শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল তিনটি নাটক

নিজস্ব প্রতিনিধি

নাটক দেখতে আমরা কে না ভালোবাসি?

কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেল এর দৌলতে থিয়েটার জগত ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণে।

অফিস ফেরত বাস হোক কিংবা ট্রেন, ক্লান্ত গৃহবধূর দুপুরবেলা অথবা ছেলেমেয়েদের মাঠে খেলতে যাওয়ার সময় কেড়ে নিচ্ছে ডিজিটাল দুনিয়া।

কিন্তু এখনও কিছু মানুষ আছেন যারা থিয়েটর শিল্পীদের মর্যাদা দিয়ে থিয়েটর হল এ টিকিট কেটে নাটক দেখেন।

তেমনই একটি অনুষ্ঠান হয়ে গেল শ্রীরামপুর টাউন হলে।

Satkahon

আগামী ৮ই জানুয়ারি রবিবার শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল শেওরাফুলি স্বর্ণায়ু নাট্য সংস্থা আয়োজিত জমজমাট নাটক ‘সদর দরজা’।

নাটকটি পরিচালনা করেছেন শ্রী সমীর মণ্ডল।

সদর দরজা নাটকটির অভিনয়ে ছিলেন পম্পি মন্ডল , শাশ্বত রঞ্জন রায়, বিপ্লব চ্যাটার্জী , মনোজ ঘোষ , শুভাশীষ ব্যানার্জি, জর্জ মিত্র, অনির্বান গুহ এবং সমীর মন্ডল।

আবহসংগীতে ছিলেন অশোক সামন্ত।

নাটকের শেষে দর্শকের উচ্ছ্বাস ও করতালি এটিকে সর্বাঙ্গীণ সফলতা দিয়েছে।

Satkahon

এছাড়াও একই দিনে মঞ্চস্থ হয় বিহান নাট্য সংস্থা আয়োজিত আরও দুটি নাটক ‘খরস্রোত’  ও ‘ গোধূলি বেলায়’।

নাটকটি পরিচালনা করেছেন শ্রী সমীর চ্যাটার্জী।

অভিনয়ে ছিলেন সমীর চ্যাটার্জী , শাশ্বত রায়, রিকু রায়, খরাজ ,আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিল স্বর্ণায়ু নাট্য সংস্থা।

একইদিনে পরপর তিনটি ভিন্য স্বাদের নাটক, দর্শক দের শেষ পর্যন্ত উপস্থিতি,  উচ্ছাস অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করেছে ।

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

Satkahon.in

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *