Satkahon – দেখেছি রুপসাগরে | অনুপ্রিয়ার কণ্ঠে মুক্তি পেলো বাউল গান
Satkahon – দেখেছি রুপসাগরে
কিছুদিন আগেই অনুপ্রিয়া বক্সীর কণ্ঠে মুক্তি পেলো ‘দেখেছি রুপসাগরে মনের মানুষ’ বাউল গানটি।
ছোটবেলায় অনুপ্রিয়া গান শিখেছেন শ্রীমতী বিটু সমাজপতির কাছে। তারপর পড়াশুনা এবং চাকরির চাপে দীর্ঘদিনের বিরতি।
ছেলেকে গান শেখানোর সুবাদে পরিচয় সঙ্গীতশিল্পী মহুয়া ব্যানার্জীর সাথে।
তাঁর পরামর্শেই নতুন করে গান শেখা শুরু করেন অনুপ্রিয়া।
এমনকি তাঁর উৎসাহেই নিজের প্রথম গানের ভিডিও করার সুপ্ত ইচ্ছেটাও বেশ প্রশ্রয় পায় অনুপ্রিয়ার।
ছোট থেকেই লোকগান ভালবাসেন তিনি তাই প্রথম গান হিসেবে বাউল গান বেছে নিয়েছেন তিনি।
আসুন শুনে নিই গানটি….
গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মহুয়া বলেন,
“অনুপ্রিয়াদি বেশ বড় বয়সেই নতুন করে গানটা শুরু করেছেন। এবং শুধু তাই নয় উনি একজন চাকুরীরতা। তাই স্টুডিওতে এসে গান রেকর্ডিং করা বা ভিডিওর জন্যে সময় দেওয়া, এসবের জন্যে উনি যে উৎসাহ দেখিয়েছেন তা সত্যিই অনেকে পারেন না। আমরা চিরকাল গানের মধ্যেই আছি, কিন্তু আলাদা পেশা সামলেও গান শেখা ও গান প্রকাশ করার জন্যে মনের জোর প্রয়োজন। উনি সেটা দেখিয়েছেন। আশাকরি আগামীদিনে ওনার সঙ্গীতজীবনের পথ মসৃন হবে।“ –মহুয়া ব্যানার্জী [সঙ্গীতশিল্পী]
গানের সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট গিটার বাদক এবং সঙ্গীত পরিচালক তাপস দত্ত মার্কো।
গানের চিত্রগ্রহণ করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।ভিডিও সম্পাদনা করেছেন সুবর্ণ দাশগুপ্ত।
অনুপ্রিয়া কে সুন্দর করে সাজিয়ে তুলেছেন সোমা ভট্টাচার্য।
প্রথম গান সকলের কেমন লাগবে এই বিষয়ে একটু ভয়ে ভয়ে থাকলেও মানুষের প্রশুংসা বার্তা সেই ভয়কে মুছে দিয়েছে।
তাই আগামী দিনে নতুন বাংলা গান নিয়ে আমরা আবারও তাকে পেতে চলেছি নতুন রুপে। এমনটাই আশা দিয়েছেন তিনি।