Mon tor isharay – Arya Chakraborty | Satkahon Review
Mon tor isharay – Arya Chakraborty
‘আধুনিক বাংলা গান’ বা ‘আধুনিক গান’ এই শব্দগুলির সাথে পরিচিত আমরা সবাই। কিন্তু আমরা অনেকেই জানিনা এই ‘আধুনিক গান’ বিষয়টার সুত্রপাত কিভাবে।
বিশের দশক থেকেই নতুন বাংলা গান শ্রোতাদের উৎসাহের কারণ হয়ে এসেছে।
কিন্তু, ১৯৩০ সালে একটি বেতারের অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালক হৃদয়রঞ্জন রায় সর্বপ্রথম বাংলা গানের আগে ‘আধুনিক’ কথাটি প্রয়োগ করেন এবং সেই থেকেই বাংলা গান হয়ে ওঠে ‘আধুনিক বাংলা গান’।
সেই সময় থেকেই কেবলমাত্র ছায়াছবি বা নাটকে সীমাবদ্ধ না থেকে আলাদা ভাবে রেকর্ডিং শুরু হয় বাংলা গানের। গানের সাথে স্বতন্ত্র ভাবে যুক্ত হন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।
শুধুমাত্র দুর্গাপুজাকে কেন্দ্র করে নয়, নানা অনুষ্ঠানেই বাংলা গানের রেকর্ড তৈরি শুরু হতে থাকে।
ধীরে ধীরে যত দিন যায় প্রযুক্তির হাত ধরে বাংলা গানও নতুন চেহারা নেয়।
ক্যাসেট, সিডির যুগ পেড়িয়ে এখন আন্তরজালে বিস্তার লাভ করছে সভ্যতা, সংগীত ও শিল্প।
সেই আন্তরজালের হাত ধরেই সঙ্গীতশিল্পী আর্যা চক্রবর্তীর কণ্ঠে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল Aryaa Music Official থেকে মুক্তি পেয়েছে একটি আধুনিক বাংলা গান ‘মন তোর ইশারায়’।
তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী রুপঙ্কর বাগচী। শুনব তিনি কি বলেছেন আসুন আগে শুনে নিই গানটি…
চলে আসি গান প্রসঙ্গে।
আর্যার গানটি সবার থেকে আলাদা হয়ে গেছে গানের শুরুতেই।
রেডিও লাউঞ্জের সঞ্চালক সায়ন্তন ব্যানার্জীর কণ্ঠে গানের ঘোষণায়।
এই চিন্তাভাবনা নতুন বাংলা গানের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেভাবে দেখা যায়নি।
এছাড়াও ছোট ছোট কথা, মনে রয়ে যাবার মত একটা সুর এই গানকে সাধারণ হয়েও অসাধারণ মাত্রা দিয়েছে।
পাঁচ বছর বয়স থেকে গানের সঙ্গে বন্ধুত্ব আর্যার। আকাশবানীর শিল্পী ছিলেন ঠাকুমা শ্রীমতী রমা চক্রবর্তী, আর্যার প্রথম সংগীত শিক্ষা তাঁর কাছেই।
এছাড়াও গান শিখেছেন শ্রীমতী অঞ্জনা রায়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রুপঙ্কর বাগচী, অনিরুদ্ধ সিনহা ও আর অনেকের ছত্রছায়ায়।
বর্তমানে আর্যা শ্রীমতি দেবপ্রিয়া ঘোষের কাছে শাস্ত্রীয় সঙ্গীত ও শ্রী টুনাই দেবাশীষ গাঙ্গুলির কাছে আধুনিক গানের প্রশিক্ষন নিচ্ছেন।
জানালেন,
“সবদিক সামলেও গান বাজনা করার অনুপ্রেরণা পাই মা-বাবা আর আমাদের গানের দল ‘কৃষ্টি পটুয়া’-এর কর্ণধার দিদি চৈতালি লাহিড়ীর কাছ থেকে।
এই গানের ভিডিওতে আমি যতটুকু অভিনয় করেছি তাঁর সবটুকুই দিদির অনুশীলনে।“
প্রত্যেক শিল্পীর মতই নিজের গান গাইবার ইচ্ছে নিয়েই আর্যার নতুন গান ‘মন তোর ইশারায়’ তৈরি হয়।
বিদ্যালয় জীবনের বন্ধু জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ঘ্য ব্যানার্জীর সুরে গান গাইবার ইচ্ছে ছিল ছোট থেকেই।
একসাথে কিছু কাজ করলেও মৌলিক গান হয়ে ওঠে নি।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো এই গান।
অর্ঘ্যর সুরে গানের কথা লিখেছেন অর্ঘ্য নিজে এবং রমেশ চ্যাটার্জী।
গানের সঙ্গীতায়োজন করেছেন সৌরভ বিশ্বাস।
গানে গিটার সঙ্গত করেছেন স্বর্ণাভ গুপ্ত।
গান প্রসঙ্গে অর্ঘ্য বলেন,
“আর্যা একটু ফিল্মি গান চাইছিল, যে গানে একটা গল্প থাকবে বা অনেকটা যেন গল্পের মত হবে। সেই ভেবেই গানটা সুর করি আমি। রমেশ লেখে। পরে শুরুর দিকের কিছু কথা আমি লিখি।
আসলে যেকোনো কাজই যদি স্বাধীন ভাবে করা যায় তাহলে সেটা সুন্দর হয়ে ওঠে। আর্যা আমাদের সেই স্বাধীনতাটা দিয়েছিল। এর জন্য ওকে ধন্যবাদ।
সৌরভ এর অসাধারন একটা সঙ্গীতায়োজন গানটাকে প্রান দিয়েছে আর সবার থেকে বড় কথা গানটা ভীষণ আধুনিক করে তুলেছে।“
গানের শব্দগ্রহন করেছেন নীলাব্জ নিয়োগী এবং শব্দ মিশ্রন করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
আধুনিক বাংলা গানের ক্ষেত্রে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গানের দৃশ্যায়ন।
স্বর্ণাভ বেরার পরিচালনায় এই গানের দৃশ্য গ্রহণ করেছেন সৌরদীপ্ত মাইতি।
দৃশ্য সম্পাদনা করেছেন স্বর্ণাভ নিজে।
মিষ্টি সুর মিষ্টি কথা আর আর্যার সুমিষ্ট কণ্ঠের মতই গানের দৃশ্যায়ন ও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সাতকাহনের পক্ষ থেকে এই গান পাবে দশে দশ আর আগামী দিনের উদ্দেশ্যে একরাশ শুভকামনা।