
Jugalbandi | Serampore Classical Music Circle | Satkahon


Jugalbandi | Serampore Classical Music Circle | Satkahon
নিজস্ব প্রতিনিধি
ঐতিহ্য মণ্ডিত শহর শ্রীরামপুর সংস্কৃতির পীঠস্থান।
আর অধিকাংশ ক্ষেত্রেই তার সাক্ষী থেকেছে শ্রীরামপুর টাউন হল।
গত ২১শে জানুয়ারি কিছু দর্শক-শ্রোতার সেইরকমই এক সন্ধ্যা কেটেছে এই শ্রীরামপুর টাউন হলে।
সুর সাধক শিবশঙ্কর কর্মকার মহাশয়ের ৯৩ তম জন্মদিন উপলক্ষে এই দিন অনুষ্ঠিত হয় এক শাস্ত্রীয় সঙ্গীত আসর।
অনুষ্ঠানের নাম ছিল ‘যুগলবন্দী’।


এই দিন প্রথম পর্যায়ের অনুষ্ঠানে কত্থক নৃত্য পরিবেশন করেন শ্রীমতী পারমিতা মিত্র ও নীলপা মিত্র।
তাঁদের সাথে তবলা সহযোগিতায় ছিলেন পণ্ডিত গৌরীশঙ্কর কর্মকার ও শ্রী পলাশ সরকার।
এবং সরোদ বাদনে ছিলেন শ্রী সুনন্দ মজুমদার।


দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে ছিল খেয়াল গায়ন।
পরিবেশনায় ছিলেন শ্রী অনল চট্টোপাধ্যায় এবং শ্রী ব্রজেশ্বর মুখোপাধ্যায়।
তাঁদের সাথে তবলা সহযোগিতায় ছিলেন শ্রী শুভজ্যোতি গুহ এবং হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন শ্রী গৌরব চ্যাটার্জী।


অসাধারন এই যুগলবন্দী মুগ্ধ করেছে শ্রীরামপুর টাউন হলে উপস্থিত সকল দর্শক শ্রোতাবৃন্দকে।
এই দিনের অনুষ্ঠানে সেতার বাদনে ছিলেন শ্রী অভিষেক মল্লিক এবং ভায়োলিন বাদনে ছিলেন শ্রী ইন্দ্রদীপ ঘোষ।
তাঁদের সাথে তবলায় যুগলবন্দীতে ছিলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী এবং পণ্ডিত গৌরীশঙ্কর।


অনুষ্ঠান শেষ হয় শ্রীখোল ও তবলায় যুগলবন্দীতে। পরিবেশনায় ছিলেন শ্রী গোপাল বর্মন ও শ্রী মধু বর্মন।
তাঁদের সাথে হারমোনিয়াম সহযোগিতা করেছেন শ্রী সনাতন গোস্বামী।


সর্বোপরি বলা যায়, এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান একজন সংস্কৃতি প্রেমী মানুষের অন্তরের চাহিদা পূরণ করে। শুধু তাই নয়, বাঙালী জাতিকে এক ভিন্ন মর্যাদা দেয়।
আগামী দিনে এই ধরণের অনুষ্ঠান আরও বৃদ্ধি পেলে মানুষের মনন- চিন্তন আরও উন্নত হবে।


