Jochona Koreche Ari | Laavanya Ghosh | Satkahon
Jochona Koreche Ari | Laavanya Ghosh | Satkahon
“জোছনা করেছে আড়ি, আসেনা আমার বাড়ি”… এই গানের সাথে পরিচিত নন এমন মানুষ বোধহয় বাংলায় নেই।
গানটি গেয়েছিলেন বেগম আখতার।
কিন্তু যিনি এই বহুল জনপ্রিয় গানের স্রষ্টা তিনি রয়ে গেছিলেন অন্তরালে।
বেশ কিছুদিন আগেই জন্মশতবর্ষ অতিক্রম করলেন গানের গীতিকার ও সুরকার রবি গুহ মজুমদার।
তাঁর লেখা আরও একটি বিখ্যাত গান ‘মন দিল না বঁধু’ এ কথা আজও অনেকেরই অজানা।
গঙ্গা জলে গঙ্গা পুজোর মতই বেগম আখতারকে তাঁর গানেই শ্রদ্ধা জানালেন সঙ্গীতশিল্পী রাজদীপ মুখোপাধ্যায়।
বেশ কয়েকটি রিয়েলিটি শো এর দৌলতে তিনি এখন পরিচিত মুখ।
তবে তিনি যে গুনী সঙ্গীতশিল্পী একথা তাঁর গানই প্রমান করে।
রাজদীপ পরিবেশিত ‘জোছনা করেছে আড়ি’ গানে নৃত্য পরিবেশনা করেছেন জনপ্রিয় ওড়িশি নৃত্য শিল্পী লাবণ্য ঘোষ।
প্রসার ভারতী দূরদর্শন ও EZCC তে গ্রেডেশন প্রাপ্ত শিল্পী লাবণ্য।
তিনি অর্জন করেছেন ওড়িশি ডান্সার ফোরাম আয়োজিত পরম্পরা অ্যাওয়ার্ড, নবীন কলাকার ভুবনেশ্বর আয়োজিত ভারতীয় নৃত্য বিস্ময়, ২৩ তম ভারতীয় থিয়েটার অলিম্পিয়াড আয়োজিত জাতীয় নৃত্য ভারতী পুরস্কার, এছাড়াও গোপী কৃষ্ণা জাতীয় পুরস্কার, ওড়িশি শ্রী আওয়ার্ড, নৃত্যশ্রী আওয়ার্ড, ওড়িশি প্রতিভা অ্যাওয়ার্ড, ত্রিরত্ন অ্যাওয়ার্ড ও আরও অনেক সম্মান।
রাজদীপের অনুরোধে লাবণ্য এই গানে নৃত্য শিল্পী হিসেবে যোগদান করেন।
গানটির যে মুল ভাব ‘অপেক্ষা’ বা ‘Intezar’ সেটিকে তিনি যথাযথ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর নৃত্য ভঙ্গিমায়।
অভ্র ব্যানার্জীর সুরে ‘সন্ধ্যে নামার জলতরঙ্গে’, গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায় ও রুপঙ্কর বাগচী, নীলাব্জ নিয়োগীর সুরে অর্ঘ ব্যানার্জীর কণ্ঠে ‘মায়াবি মেয়ে’, এছাড়াও অনান্য বেশ কয়েকটি গানে নৃত্য পরিবেশন করেছেন লাবণ্য।
‘জোছনা করেছে আড়ি’ গানটি প্রসঙ্গে রাজদীপ জানান,
“গানটির দৃশ্যায়ন করার কথা ভাবতেই প্রথমে লাবণ্যর কথা মনে আসে। খুবই সুন্দর ভাবে নাচের মাধ্যমে এই গানের ভাব তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন।“
মঞ্চ পরিবেশনা ছাড়াও লাবণ্য হংসধ্বনি ডান্স স্কুল ও সম্পুর্না ডান্স অ্যাকাডেমিতে নৃত্য শিক্ষিকা।
এখন তিনি JOSH APP DIGITAL CREATOR।
নৃত্যশিল্পী ছাড়াও তিনি সু-অভিনেত্রী।
ইতিমধ্যেই একটি গানে তিনি নৃত্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও প্রমান করেছেন।
আরও একটি গান আসতে চলেছে যেখানে তিনি তাঁর অভিনয় একটি নতুন মাত্রা পেতে চলেছে।
বললেন,
“এই কাজটির সাথে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে।
ধন্যবাদ রাজদীপদা কে।তবে নিজের পরিবেশনা ছাড়াও এখন আমি মন দিতে চাই আমার ছাত্র ছাত্রীদের প্রতি। যারা নিজেরাও ভীষণ ভালো কাজ করছে। আর সেটা দেখে আমি গর্বিত।“
জোছনা করেছে আড়ি গানটির সঙ্গীতায়োজন করেছেন Mak-Mallhar.
তবলা সঙ্গত করেছেন দেবজ্যোতি রায়।
গানটির দৃশ্য গ্রহন ও সম্পাদনা করেছেন প্রমীথ গাঙ্গুলী।