Film & Tagore – আন্তরজালে এক অভিনব অনুষ্ঠান – Satkahon
Film & Tagore
যুগ যুগ ধরেই সিনেমা অর্থাৎ চলচ্চিত্র আমাদের মনোরঞ্জনের, শিক্ষার তথা শিল্প – সংস্কৃতির অন্যতম মাধ্যম হয়ে এসেছে।
কাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে ব্যবহৃত গান হয়ে এসেছে সর্বকালীন সেরা আকর্ষণ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রায় প্রত্যেক মুহূর্তকে সঙ্গীতে বন্দী করেছেন।
তাই স্বাভাবিক ভাবেই খুব সহজেই চরিত্র ও চিত্রনাট্যের ভাব অনুযায়ী একাধিক চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রসংগীত।
সেই চলচ্চিত্রে ব্যবহৃত রবি গানকে ফিরে দেখতেই Pianissimo studio -এর আয়োজনে আগামী ১৩ই ডিসেম্বর আন্তরজালে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব অনুষ্ঠান ‘Film & Tagore’
১৯৩২ সালে “নটির পুজা” চলচ্চিত্রে ব্যবহৃত রবি ঠাকুরের গান দিয়ে শুরু হবে অনুষ্ঠান। নেপথ্যে দেখান হবে সেই চলচ্চিত্রের ঝলক।
অনুষ্ঠান সংযোজনা ও প্রাক কথনে রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রী বিপ্লব দাশগুপ্ত।
ভাষ্য রচনা করেছেন শ্রী শুভাশিস মিত্র।
সঙ্গীত পরিবেশন করবেন সায়ন্তনী গুপ্ত, সঙ্গীতা দত্ত ও শ্রী শুভাশিস মিত্র।
সঙ্গীত আয়োজন করেছেন Pianissimo studio এর কর্ণধার শ্রী দেবাশিস সাহা।
অনুষ্ঠানের সামগ্রিক চিন্তাভাবনায় রয়েছেন সঙ্গীতশিল্পী সঙ্গীতা দত্ত, সায়ন্তনী গুপ্ত ও শ্রী শুভাশিস মিত্র।
তাঁদের মতে,
“চলচ্চিত্র হল মানব জীবনের প্রতিফলন, আর রবীন্দ্রসঙ্গীত মানব জীবনের প্রতিটি মুহূর্তের সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। তাই আমরা খুব সুন্দর ভাবে চলচ্চিত্রে ব্যবহৃত যেকোনো প্রেক্ষাপটের সাথে রবীন্দ্রসঙ্গীতকে মিলিয়ে দিতে পারি। সেই জন্যেই সেকাল থেকে একাল সব ক্ষেত্রেই রবীন্দ্রসঙ্গীতের বহুল ব্যবহার দেখা যায়। ভবিষ্যতেও রবিগানের সংযোজনায় চলচ্চিত্র সমান ভাবেই সমৃদ্ধ হবে।সেই নিয়েই আমাদের এই উপস্থাপনা। বিভিন্ন বিষয় নিয়ে আন্তরজালে অনুষ্ঠান হলেও এই ধরণের কোন বিষয় এখনও উপস্থাপিত হয়নি।”
— সঙ্গীতা দত্ত
“বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আমাদের বোঝায় কবিগুরু সর্বশ্রেষ্ঠ সময়োপযোগী কবি। রবীন্দ্রনাথ এবং চলচ্চিত্র একটি বিস্তারিত বিষয়, সময়ের খেয়াল রেখে মাত্র ১৬ টি গান নিয়েই আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। সাদা কালো থেকে চলচ্চিত্র রঙিন হয়েছে কিন্তু রবি গানের ব্যবহার কিন্তু এখনও একই রয়েছে। এই বিবর্তন যেন মানুষ মনে রাখেন সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই অনুষ্ঠান।”
— সায়ন্তনী গুপ্ত
“আমাদের উপস্থাপনায় মূলত যে তিনটি দিককে তুলে ধরার চেষ্টা করেছি তা হল…প্রথমত, রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় চলচ্চিত্রে রবীন্দ্র সৃষ্টিকে কতটা রূপদান করেছিলেন।দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, নাটক কিভাবে পরবর্তীকালে সফল চিত্রায়ন হয়েছে,তৃতীয়ত, রবীন্দ্রসঙ্গীত কিভাবে চলচ্চিত্রের বিবর্তনের মধ্যেও ব্যবহৃত হয়েছে ও হয়ে চলেছে ব্যাপক ভাবে।”
— শুভাশিস মিত্র
অনুষ্ঠানে পরিবেশিত সঙ্গীতের সাথে তালবাদ্য সঙ্গত করবেন শ্রী গৌতম চৌধুরী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন মৌ গুহ।
Google pay ( 9836527210) এবং NEFT (Bank Transfer) এর মাধ্যমে মাত্র ১৫০/- টাকা টিকিটের বিনিময়ে দর্শক-শ্রোতা এই অনন্য অনুষ্ঠান দেখতে পাবেন।
Pretty! This has been a really wonderful article. Thanks for providing this info. Cati Balduin Wilie