Ei meghla dine | Argha Banerjee | বাংলা মৌলিক গান | Satkahon
Ei meghla dine | Argha Banerjee | বাংলা মৌলিক গান | Satkahon
“তোমাকে অফিসে আর আসতে হবে না তুমি এক কাজ করো গান বাজনা নিয়েই থাকো”
Boss এর এই অমোঘ বক্তব্য আশাকরি যারা চাকরি আর গানবাজনা একসাথে করছেন তাঁরা বহুবার শুনেছেন।
সত্যি, এমন বিষয় যা আমাদের সাথে নিত্যদিন ঘটছে তা নিয়ে একটা মিষ্টি গান তৈরির কথা অর্ঘ্যই ভাবতে পারেন।
বর্তমান পরিস্থিতিতে দুবেলা দুমুঠো অন্নের যোগান দিতে যখন প্রান ওষ্ঠাগত, তখন দাঁতে দাঁত চেপে কিছু শিল্পী চাকরি করছেন আর উপার্জন দিয়েই গানবাজনা। কারণ, ভালো কাজকে সুযোগ দেবার মানুষ হাতে গোনা।
মেঘলা দিনে অফিস যেতে ইচ্ছে না করলে, কিংবা Work From Home এ কাজ করতে করতে জানলার দিকে চোখ চলে গেলে অর্ঘ্যর এই গান আপনাকে স্বপ্ন দেখাবে…
আসুন শুনে নিই…
বর্তমান সঙ্গীতজগতে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন অর্ঘ্য ব্যানার্জী।
মিষ্টি কণ্ঠস্বর, সব ধরণের গান গাইবার দক্ষতা, শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান, গান লেখা ও সুর করার ক্ষমতা সব মিলিয়ে অর্ঘ্য এই মুহূর্তে সেরার শিরোপায়।
চাকরি করতে করতেই গান বাজনা করছেন তিনিও।তাই হয়ত নিজের জীবনের এক টুকরো আবেগকে সকলের জন্যে গান করে উপহার দিয়েছেন তিনি।
প্রশ্ন ছিল, “আপনার নিজের জীবনেও কি এই একই ঘটনা ঘটেছে? তাই এই গান?”
বললেন, “না, আমার অফিসের বস আমাকে ভীষণ ভাবেই সমর্থন করেন তাই আমি গানবাজনা করতে পারি।
তবে সবার সেই সৌভাগ্য হয় না তাই সবার কথা ভেবেই এই গান।
আসলে এই গানটা এমন ভাবেই লেখা যে গানটা একটা মিষ্টি প্রেমের গানও হতে পারত। কিন্তু জানিনা কেন আমার এই গল্পটাই তুলে ধরতে ইচ্ছে হল।“
কথা সুর সব মিলিয়ে ঠিক যেন ব্যথার হারে এক টুকরো গান-হীরে বসানো।
নতুন বাংলা মৌলিক গানের পাশাপাশি কভার গানও গাইছেন তিনি।
সাতকাহনের প্রশ্ন ছিল, “গানের নাম ‘এই মেঘলা দিনে’ কেন?”
বললেন, “আমি দেখেছি যারা নতুন গান শুনতে পছন্দ করেন তাঁরা কভার গানও শোনেন, কিন্তু অনেক ক্ষেত্রেই পুরনো গানের শ্রোতারা নতুন গানকে সেইভাবে গ্রহণ করেন না।
আর ‘একবার শুনে দেখুন‘ বলতে বলতে আমরা সব শিল্পীরাই ক্লান্ত তাই আমি ভাবলাম, গানের নাম দেখে যদি কিছু মানুষও গানটা শোনেন তাহলে তাঁদের ভালো লাগলেও লাগতে পারে।
আমি এমন অনেক মানুষের থেকে শুভেচ্ছা বার্তাও পেয়েছি।“
গান লিখেছেন ও সুর করেছেন অর্ঘ্য।
সঙ্গীতায়োজন করেছেন নীলাব্জ নিয়োগী।
গানে ভায়োলিন সঙ্গত করেছেন তিলক চট্টোপাধ্যায়।
গানের সাথে গিটার বাজিয়েছেন নভোনিল সমাজদার।
মিক্সিং মাস্টারিং করেছেন সমৃদ্ধি মুখার্জী।
আর এই গানের গল্পটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন চিত্রনির্দেশক সৌরদীপ্ত মাইতি।
চিত্রগ্রহণ করেছেন আদিত্য পাল।
চিত্রসম্পাদনা করেছেন ঋতর্ষী ভট্টাচার্য।
গানটি মুক্তি পেয়েছে Argha Banerjee Official থেকে।