Dekha hobe দেখা হবে | বাংলা মৌলিক | কৌশিক বন্ধু দাস | Satkahon

Dekha hobe দেখা হবে

Dekha hobe দেখা হবে | বাংলা মৌলিক | কৌশিক বন্ধু দাস | Satkahon

“দেখা হবে, জানি হবেই দেখা প্রয়োজনে অপ্রয়োজনে,

দেখা হবে আবার বন্ধু যদি তুমি চাও মনে মনে।“

প্রিয় মানুষের কাছাকাছি থাকতে কে না ভালোবাসে? কিন্তু কখনো কখনো প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকতেই হয়।

এই দুরত্ব কিন্তু ভালবাসাকেই আরও মজবুত করে।

তাই, ষষ্টেন্দ্রিয়ের অর্থাৎ মনের ডাকে আবার আমরা মিলিত হই, আমাদের প্রিয়জনের সাথে।

সদ্য মুক্তি প্রাপ্ত ‘দেখা হবে’ গানে সে কথাই তুলে ধরেছেন সঙ্গীতশিল্পী কৌশিক বন্ধু দাস।

আসুন, শুনে নিই সেই গানটি…

চার বছর বয়স থেকেই মায়ের কাছে গানে হাতেখড়ি কৌশিকের।

এরপর মায়ের গানের গুরু স্বর্গীয় ভৈরব হাজরা মহাশয়ের কাছেই তাঁর প্রথাগত গানের তালিম শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীতে।

তারপর মায়েরই আর এক গুরু শ্রী গৌর সেনগুপ্তের কাছে  শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি শিখেছেন দীর্ঘদিন।

বাবার বদলির চাকরি সুত্রে বর্ধমান থেকে মালদায় চলে আসেন তাঁরা।

মালদায় আসার পর স্বর্গীয় তীর্থ সিনহা মহাশয়ের কাছে প্রায় আট বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়ার পাশাপাশী নজরুল গীতির পরীক্ষা দিয়ে ডিস্টিংশন নিয়ে উত্তীর্ণ হন কৌশিক।

গুরুর দেহাবসানের পর শ্রী ত্রিদিব সান্যালের কাছে নতুন করে আবারও শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীত ও নজরুলগীতি শেখা।

হঠাৎই মালদায় আসেন শ্রী বিশ্বরূপ ঘোষ দস্তিদার। তাঁর কাছেই প্রথম বাংলা আধুনিক গানের তালিম নেন কৌশিক।

Dekha hobe দেখা হবে

কর্মসুত্রে এরপর নিজেই কলকাতায় চলে আসেন কৌশিক। শুরু হয় সংগীত শিল্পী হিসেবে এক নতুন যাত্রা।

ইতিমধ্যেই তাঁর কণ্ঠে মুক্তি পেয়েছে প্রায় ১০-১২ টি বাংলা মৌলিক গান।

প্রথম থেকেই বাংলা মৌলিক গান নিয়ে কাজ করে চলেছেন তিনি।

নবীন শিল্পী হিসেবে অনেকেই, পরিচিত বাংলা কভার গান গেয়ে নিজের পরিচয় তৈরি করতে চান।

কিন্তু কৌশিক তাঁদের থেকে চিন্তাভাবনায় একটু আলাদা।

তিনি মনে করেন নিজের গানেই নিজের পরিচয় তৈরি করা দরকার।

দেখা হবে গানটি তাঁর সুরে মুক্তি পাওয়া প্রথম গান।

গানটি প্রসঙ্গে তিনি বললেন,

“একদিন অফিস যাওয়ার সময় মেট্রোতে উঠেছি…হঠাৎ প্রখ্যাত কবি সাহিত্যিক শ্রীমতি চন্দ্রাণী চৌধুরী ফোন করে বললেন…

“কৌশিক  একটা গান লিখেছি…তুমি একটু সুর করবে?”

আমি সুর করার কথা শুনে একটু চমকে উঠে বললাম

” দিদি ..আমি তো সুর কোনোদিন করিনি….”

দিদি বললেন…”করনি তো কি হয়েছে…একটু চেষ্টা কর…ঠিক পারবে”…সাহস দিলেন…

আমি মেট্রোতে যেতে যেতে গানটা পড়ছি…আর একটু গুন গুন করে চেষ্টা করছি…আর ওটাই মোবাইলে রেকর্ড করে রাখার চেষ্টা করছি…

অফিস থেকে ফিরে এসে দিদিকে গানটা রেকর্ড করে পাঠাতেই দিদি বললেন…. বাহ…খুব সুন্দর  হয়েছে বলে উৎসাহ দিলেন…

আমি বললাম একটা সঞ্চারী লিখে দিতে হবে কিন্তু… দিদি বললেন ঠিক আছে.. হয়ে যাবে…

আসলে আমার ইচ্ছা ছিল যদি নিজে কোনদিন গান তৈরী করি তাহলে তাতে একটা সঞ্চারী থাকবে…

এভাবে তৈরী হল ‘দেখা হবে’ – Dekha hobe।

Dekha hobe দেখা হবে

‘ভালো কাজ কোথায় হচ্ছে’ বলে যারা দুঃখ করেন তাঁরা এই গানটি শুনে দেখতে পারেন।

দেখা হওয়ার আকুলতার সঙ্গে মিলিয়ে গানটির মধ্যে যে একটি আনন্দ বিরহের সুর ফুটিয়ে তুলেছেন সুরকার তা অনবদ্য।

গীতিকার একেবারে সাধারণ জীবনের কিছু অতি সহজ কথাকে এমনভাবে এক সুতোয় গেঁথেছেন…যা তা গ্রীস্মের বেল ফুল কিংবা জুঁই ফুলের মালার মতই স্নিগ্ধ, সুন্দর।

অনবদ্য সঙ্গীতায়োজন করেছেন চিরঞ্জিত দাস ওরফে বাবিন।

শব্দগ্রহণ ,মিক্সিং ও সম্পাদনা করেছেন  সৌলস্ট্রীং  (মালদা)।

প্রশংসনীয় চিত্রগ্রহণ ও সম্পাদনা অর্ঘ্যদীপ দাস ওরফে ঋকের।

বেশ কিছু নতুন গানের পাশাপাশি শিল্পীর নিজের সুরেও আমরা নতুন কাজ পেতে চলেছি আগামী দিনে।

সাতকাহনের পক্ষ থেকে রইল একরাশ শুভেচ্ছা।

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *