Chupi chupi tar kane kane – Shelley Anindya | Satkahon Review

Chupi chupi tar kane kane – Shelley Anindya
সংগীত জগতে পরিচিত নাম শেলী চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য সুন্দর পাল।
প্রবাসী বাঙালী হলেও তাঁরা বাঙালী হিসেবে রবীন্দ্র সংগীত, লোকসঙ্গীত ছাড়াও একের পর এক মৌলিক বাংলা গান উপহার দিয়ে চলেছেন আমাদের।
এমনকি বাংলার ঐতিহ্যবাহী সংগীতকে হিন্দি ভাষায় রুপান্তরিত করে তাঁরা ভারতের তথা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের একটি নতুন বাংলা গান “চুপি চুপি তার কানে কানে।“
আসুন গানের গল্পে যাবার আগে শুনে নিই সেই গানটি…
পুজোয় নতুন গান হবে না এটা যেন ঠিক মানা যায় না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন পুজোর গান তো হবেই হবে।
তবে ঢাকের তালে অনেকে গান গাইলেও শেলী এবং অনিন্দ্য একটু ভিন্ন ধারায় বিশ্বাসী। একরাশ গানের ভিড়ে সেই জন্যেই হয়ত তাঁদের গান কোথাও একটু আলাদা।
প্রেম অভিমান মেশানো তাঁদের এই গানটি লিখেছেন গীতিকার সুরঞ্জনা বন্দ্যোপাধ্যায়।
গানটিতে সুর করেছেন বিশিষ্ট সুরকার ও গিটার বাদক তাপস দত্ত মার্কো।
শব্দ গ্রহণ ও শব্দ মিশ্রন করেছেন গৌতম বসু (Studio Vibration)
রেকর্ড, ক্যাসেট বা সিডির যুগ ফেলে এসে নতুন গান মুক্তির মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব।
প্রত্যেক শিল্পী তাঁদের নিজস্ব শিল্প প্রদর্শনের জন্যে ব্যবহার করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলকেই।
শেলী- অনিন্দ্যর এই গানটিও মুক্তি পেয়েছে তাঁদের ইউটিউব চ্যানেল AnindyaShelleyZ থেকে।
করোনার প্রকোপে কলকাতা আসতে পারেননি তাঁরা। কিন্তু আগেই বলেছি একজন সঙ্গীতশিল্পীর কাছে পুজোর গান পুজোর নতুন জামার থেকেও বেশী গুরুত্বপূর্ণ।
তাই গুজরাটে বসেই তাঁরা গানের ভিডিও করেছেন।
দৃশ্য গ্রহণ করা হয়েছে সুরাটে (Bombaria lake,Pawagarh)।
দৃশ্য গ্রহণ ও সম্পাদনা করেছেন তুষার পাঠক।
গানটি ইতিমধ্যেই সহস্র শ্রোতার মন জয় করেছে।
SAPTARSHI SAHA | SATKAHON