Bristi gopone | জ্যোতির্ময়ের সুরে ও কথায় বাংলা মৌলিক গান | Satkahon

Bristi gopone | জ্যোতির্ময়ের সুরে ও কথায় বাংলা মৌলিক গান
গান আর বাঙালী এ যেন এক অটুট বন্ধন। বাঙালীর জেদের কাছে হার মানতে বাধ্য সারা বিশ্ব একথা বাঙালী যুগে যুগে প্রমান করেছে।
নবাগতা শিল্পীদের বাংলা মৌলিক গানকে প্রতিষ্ঠিত করার জেদটা বেশ খানিকটা সেইরকমই।
নতুন গান মানে পুজোর গান। সেই ধারনার বদল এনে বাঙালী সারা বছর নতুন গান নিয়ে মজে আছে।
তবে এখন নতুন গান নিয়ে লড়াইটা একটু বেশী কঠিন হয়ে পড়েছে কারণ গান এখন শোনার থেকেও বেশী দেখার বিষয় হয়ে উঠেছে।
নতুনকে স্বাগত জানিয়ে অন্যদের মতই জ্যোতির্ময় এগিয়ে চলেছে তার লক্ষ্যে বনাম ভালোবাসার দিকে।
মুক্তি পেয়েছে তারই কথা সুরে নতুন বাংলা গান ‘বৃষ্টি গোপনে’। গেয়েছে জ্যোতির্ময় ও অদিতি অধিকারী।
পরবর্তী আলোচনায় যাবার আগে আসুন শুনে নিই সেই গান…
শ্রীরামপুরের ছেলে জ্যোতির্ময় পেশায় চিত্রগ্রাহক। (Photographer, Cinematographer). স্বাভাবিকভাবেই সঙ্গীতের সাথে তার ওতপ্রোত সম্পর্ক।
ছোট থেকে গান গাইতে ভালবাসলেও সেইভাবেই সঙ্গীতশিল্পী হবার ইচ্ছেকে প্রশ্রয় দিতে পারেননি জ্যোতির্ময়।
বললেন, “ছোট থেকে গান গাইবার বা এখনো গান গাইবার বিশেষ ইচ্ছে খুঁজে পাইনা, আমি এখন একটা সুর করে কোনো বড় মাপের শিল্পীর কাছে গিয়ে যদি গাওয়ার জন্য অনুরোধ করি তিনি গাইলেও আমি তার উপযুক্ত সাম্মানিক দিতে পারবো না, অগত্যা নিজেকেই গাইতে হয়, দুধের স্বাদ ঘোলে মেটানোর মত কিছুটা।“
তবু চেষ্টা তো করতেই হয় আর সেই চেষ্টা তখনই সফলতা পায় যখন মানুষ তাকে সাদরে গ্রহণ করেন।
২০১৩ সালে তার সুরে ও কথায় সঙ্গীতশিল্পী সাথী ভট্টাচার্যয়ের কণ্ঠে মুক্তি পায় ৮ টি গানের একটি অ্যালবাম।
সেই গানের সফলতার পর থেকেই আসে আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাস থেকেই একের পর এক কাজ করতে থাকেন জ্যোতির্ময়।
চিত্রগ্রহনের পাশাপাশিই সমান দক্ষতায় নতুন গানের কাজ চলছে তার।

‘বৃষ্টি গোপনে’ গানটির কথা লিখেছেন জ্যোতির্ময় ও রাজ।
সঙ্গীত আয়োজন করেছেন বিজয় ভট্টাচার্য।
তবলা সঙ্গত করেছেন অভিজিৎ চক্রবর্তী।
গিটার ডিসাইন করেছেন অভীক আচার্য।
মিক্সিং ও মাস্টারিং করেছেন উজ্জ্বল মুখার্জী।
ভিডিও নির্দেশনায় আছেন রাজদীপ কুণ্ডু ও জ্যোতির্ময়।
সিনেমাটোগ্রাফি করেছেন রাহুল।
ভিডিও সম্পাদনা করেছেন জ্যোতির্ময়। সম্পূর্ণ কাজের সহযোগিতায় ছিলেন দীপ্ত ও রবি।
গানটি মুক্তি পেয়েছে Chitrojyoti Music থেকে।
মিষ্টি সুরে প্রেমের এই গানটি ইতিমধ্যেই ভালোবাসা পেয়েছে সহস্র শ্রোতার।
আগামী দিনে জ্যোতির্ময় উপহার দেবে এমনই আরও অনেক কাজ, অপেক্ষায় তার শুভাকাঙ্ক্ষীরা।
শুভেচ্ছা রইল সাতকাহনের তরফ থেকে।