Bolo na tumi asbe – Rik basu & Anwesha D | Satkahon Review
Bolo na tumi asbe – Rik basu & Anwesha D
বাংলা নতুন গান নিয়ে যেসব শিল্পীরা এই মুহূর্তে সঙ্গীতজগতে কাজ করছেন তাঁদের মধ্যে অন্যতম শিল্পী ঋক বসু এবং অন্বেষা দত্ত।
জি বাংলা সারেগামাপা প্রতিবছর এক ঝাঁক নতুন শিল্পী আমাদের উপহার দিয়ে চলেছে আর একথা সকলেই জানেন এই মঞ্চেরই প্রথম এবং দ্বিতীয় স্থানাধীকারি দুই শিল্পী অন্বেষা ও ঋক।
পুরনো গানের নতুন সংস্করণ এর পাশাপাশি তাঁরা একই ভাবে বাংলা ও হিন্দি মৌলিক গানও গেয়ে চলেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের একটি নতুন বাংলা গান “বলো না তুমি আসবে”
আজকের আলোচনা সেই গান নিয়েই।
এই গান আপনাকে নিয়ে যাবে এক গল্পে… বলা যায় না হয়ত এই গান শুনতে শুনতে দেখা হয়ে যেতে পারে আপনার সাথে আপনারই কোন ফেলে আসা স্মৃতির…
মনে পড়ে যেতে পারে প্রথম প্রেমের কথা….
দেখলেন? এমন কত গল্পই না ছড়িয়ে আছে আমাদের জীবন জুড়ে…
প্রথম প্রেম নাকি সব সময় হারিয়ে যায়… এ যেন বিধির নিষ্ঠুর পরিহাস…
এই গানে উঠে এসেছে প্রথম প্রেমের সেই রকমই একটা গল্প…
ঋক গুণী সঙ্গীতশিল্পীই শুধু নন, আপনারা সকলেই জানেন তিনি একজন অত্যন্ত গুণী সুরকার এবং গীতিকারও।
তবে এবার ঋকের সুরে গানটি লিখেছেন সুরঞ্জনা ব্যানার্জী।
কথা, সুর, সঙ্গীতায়োজন সবকিছুই যেন এই গানে একে অপরের পরিপূরক।
তবে এ কথা স্বীকার করতেই হবে, ঋক ও অন্বেষার গায়কী এই গানকে আলাদা মাত্রায় নিয়ে গেছে।
আসুন শুনে নিই শিল্পীরা স্বয়ং কি বললেন এই গান প্রসঙ্গে…
যেকোনো নতুন গানই একটা স্বপ্নের মত হয় এই গানটাও তাই।
প্রথমে আমি একটা সুরের কাঠামো তৈরি করি আর তার উপর কথা সাজায় সুরঞ্জনা।
একটু প্রেম একটু বিরহ সব মিলিয়ে এই গানটা। প্রেম মানেই দুজন মানুষ তাই গানটাও আমরা ঠিক করি আমি আর অন্বেষা দুজন মিলেই গাইব।
‘বলো না তুমি আসবে’ গানটায় আমরা প্রতেকে সাধারণ মানুষের মনের অনুভুতি গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
গানের ভিডিওটা তৈরি হয়েছে লকডাউনে। সিনেমার বাইরে নতুন গানের জন্যে আমরা সেভাবে প্রযোজক পাই না। তাই পুরোটাই নিজেদের অনুষ্ঠান করে পাওয়া জমাপুঞ্জি খরচা করে করতে হয়।
নানান প্রতিকূলতার মধ্যে ভিডিওটা হচ্ছিল না। অবশেষে আদিত্য খুব সুন্দর করে ভিডিওটা করেছে। এই গানের সঙ্গে যুক্ত প্রত্যেক গুণী মানুষ খুব ভালোবেসে এই গানটা গড়ে তুলেছেন।
আমার আশা এই গান মানুষের মনে একটা বহুদিন থাকবে, একটা ভালোবাসার জায়গা করে নেবে।
Rik Basu [Playback Singer]
এই গানটায় প্রেম আছে, ছেড়ে চলে যাওয়ার একটা কষ্ট আছে আবার ফিরে আসার একটা আশাও আছে।
কথা, সুর সব মিলিয়ে গানটা আমার মনে প্রথম দিন থেকে একটা বড় জায়গা করে নিয়েছে।
শুধু আমিই নয় মুক্তি পাবার পর অনেকের মনে এই গান জায়গা করে নিয়েছে।
গানের মান নিয়ে কখনো আমরা আপোষ করি না। রাতের পর রাত জেগে কাজ করেছে সবাই।
আজকাল নতুন গান বানানো একটা দুঃসাহসের কাজ। আর এই দুঃসাহসটা আমরা বারবার করি, আবারও করেছি।
চাইব চেনা গানের পাশাপাশি নতুন গান যেন মানুষ একটু শোনেন।
এখনকার দিনে বাংলা গানের মান অনেকটাই পরে গেছে তবু আমরা কজন আপ্রান চেষ্টা করছি ভালো কাজ করার।
আশা একটাই যে মানুষ যেন ভালো কাজকে একটু সমর্থন করেন।
Anwesha Dutta [Playback Singer]
গানের প্রোডাকশন ও প্রোগ্রামিং করেছেন স্বনামধন্য শিল্পী শুভদীপ সরকার।
শব্দ গ্রহণ করেছেন শুভ্রনীল বোস ও রুপোজ্জ্বল মজুমদার।
মিক্সিং ও মাস্টারিং করেছেন সকলের পরিচিত গুণী শিল্পী শোমি চ্যাটার্জী।
অসাধারণ দক্ষতায় দৃশ্য নির্দেশনা ও দৃশ্য গ্রহণ করে এই গানের কাহিনীকে ফুটিয়ে তুলেছেন আদিত্য পাল।
অভিনয় করেছেন দুই জনপ্রিয় শিল্পী মুকুল এবং সৌমিলি।
গানটি মুক্তি পেয়েছে ঋক ও অন্বেষার নিজস্ব ইউটিউব চ্যানেল Music Muzik থেকে।
SAPTARSHI SAHA | SATKAHON