BanerjeeBeats | Anushka – Akanksha | Satkahon Interview
BanerjeeBeats | Anushka – Akanksha
বাংলা ও বাঙালীর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে সঙ্গীত।
তাই বাংলায় থেকে হোক বা বাংলা থেকে সহস্র মাইল দূরে, বাঙালী সঙ্গীতচর্চা করবেই।
আজ সাতকাহনে যে দুজন মানুষের সাথে কথা হতে চলেছে তারা সানফ্রান্সিস্কো, বে এরিয়াতে বসবাসকারী দুই বোন অনুস্কা ও আকাঙ্ক্ষা ব্যানার্জী।
যুগলবন্দী পরিবেশনায় অনুস্কা কণ্ঠ শিল্পী ও আকাঙ্ক্ষা স্যাক্সোফোন বাদিকা।
সাতকাহনে স্বাগত, প্রথমেই জানতে চাইব জন্মসুত্রে কি দুজনেই প্রবাসী?
অনুস্কা– না, আমার জন্ম কলকাতায়, তবে বাবার বদলি সুত্রে আমাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে আসতে হয়।
আকাঙ্ক্ষা অবশ্য এখানেই জন্মেছে।
সঙ্গীত তথা বাংলা গানের প্রতি আগ্রহ কি ভাবে তৈরি হল?
আকাঙ্ক্ষা – আসলে মা বাবা দুজনেই ভীষণভাবে বাঙালী, বাংলা সংস্কৃতির অনুরাগী।
তাই মা বাবার জন্যেই আমরা বাংলা গান, বাংলা ভাষাকে খুব আপন করে চিনেছি।
মা বাবার অনুপ্রেরণাতেই আমাদের গান শেখা শুরু।
কার কার কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন?
অনুস্কা – আমি আট বছর বয়স থেকে শ্রীমতী সুমিতা চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করি। আকাঙ্ক্ষা পাঁচ বছর বয়স থেকে শুরু করে।
উনি আমাদের বাংলা গানও শেখাতেন।
আকাঙ্ক্ষা – এরপর আমাদের স্কুল থেকে বলা হয় আমরা যে কোন একটি বাদ্যযন্ত্র নির্বাচন করে সেটি শেখার সুযোগ পেতে পারি। তখন আমি স্যাক্সোফোন যন্ত্রটি বেছে নিই।
এর মধ্যেই যেহেতু আমি বাংলা গান শিখেছি তাই স্যাক্সোফোন শেখার সময় আমার মনে হল আমি এখানে বাংলা গান বাজিয়ে দেখি, তারপর যখন দেখলাম আমি পারছি, তখন আমার আগ্রহ অনেক বেড়ে গেলো।
আর আরও বেশী উৎসাহী হয়ে উঠলাম যখন বে এরিয়ার অনুষ্ঠানে সেটি বাজিয়ে আমি সকলের মন জয় করলাম।
আমার গুরু ফিল হ্যালসেফের কাছে আমি স্যাক্সোফোন শিখেছি ও এখনও শিখছি।
অনুস্কা – এছাড়া আমরা দুজনেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছি বিকাশ জ্যোতি, মহেশ কালে, সুভা চাকী ও পরবর্তীকালে অলকা ভাট নাগের কাছে।
ব্যানার্জী বিটস [Banerjeebeats] নিয়ে কিছু শুনব…
অনুস্কা – আসলে আমরা দুজনেই যখন বিভিন্ন মঞ্চানুষ্ঠান ও প্রতিযোগিতা থেকে সাফল্য পেতে শুরু করলাম তখন আমাদের ইচ্ছে হল অল্প সংখ্যক শ্রোতার গণ্ডী থেকে একটা বৃহৎ মাধ্যমে নিজেদের কাজের বহিঃপ্রকাশ করতে।
তাই মিলিত উদ্যোগে আমরা একটি ফেসবুক পেজ শুরু করি। যার নাম ‘ব্যানার্জি বিটস্’ [ Banerjeebeats]।
এই পেজটিতে আমরা এখনও পর্যন্ত যেসব সঙ্গীত পরিবেশন করেছি তা বৃহৎ শ্রোতামণ্ডলীর ভালোবাসা পেয়েছে।
কিছু উল্লেখযোগ্য প্রতিযোগিতা বা মঞ্চ অনুষ্ঠানের কথা যদি বলেন…
অনুস্কা – ২০১৮ সালে স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়াতে তরঙ্গিনী আয়োজিত এক প্রতিযোগিতায় যথাক্রমে সংগীতে প্রথম হই। ফেস্টিভাল অফ গ্লোব প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান পাই।
আমার জীবনের সব চেয়ে উল্লেখযোগ্য ঘটনা এন এ বি সি উদ্বোধন অনুষ্ঠানে প্রায় ৭০০০ দর্শক শ্রোতার সামনে একক ভাবে জাতীয় সংগীত পরিবেশন করতে পারা। যা আমাকে খুবই আনন্দিত ও সাফল্যমণ্ডিত করেছে।
আকাঙ্ক্ষা -আমি স্যাক্সোফোন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘ক্যালিফোর্ণিয়া ষ্টেট মিউজিক’ ও ‘ফেস্টিভাল অফ গ্লোব’ অ্যাওয়ার্ড পাই।
বাংলা গান নিয়ে কি কি কাজ করেছেন?
দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রজিৎ দে ইন্দ্র, নীলাঞ্জন ঘোষ প্রমুখ বিশিষ্ট সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের।
আগামী দিনে আসছে আরও নতুন চমক।
দুজনের কাছেই প্রশ্ন যে সঙ্গীত নিয়ে কলকাতায় এসে কাজ করার ইচ্ছে কতটা?
যেভাবে যুগলবন্দী কাজ আপনারা দুজনেই করছেন আগামী দিনেও কি তেমনই দেখতে পাবো আমরা?
অনুস্কা -প্রথম প্রশ্নের উত্তরে বলব, অবশ্যই। কলকাতার অনেক গুণী মানুষের সাথে কলকাতায় গিয়ে কাজ করার ইচ্ছে আছে।
আমাদের ফেসবুক পেজ ও ইউ টিউব চ্যানেল Banerjeebeats সেটাকে আরও বড় করার, নানা রকম কাজ করার ইচ্ছে আছে কারণ আমি মনে করি ইউ টিউব এমন একটা মাধ্যম যা একজন মানুষের কাজ পৃথিবীর যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারে।
আর দ্বিতীয় কথা, আমরা যদি কোনোদিন কোন কারণে আলাদাও হয়ে যাই, তাহলেও গান বাজনা আমরা এভাবেই একসাথে করব চিরকাল।
আকাঙ্ক্ষা – ভারতে মহিলা স্যাক্সোফোন বাদক খুবই কম তাই আমারও ভারতে যাবার ইচ্ছে ভীষণ ভাবেই।
আর হ্যাঁ অবশ্যই আমরা দুই বোন একসাথে কাজ করব।
Bes Laglo..