Satkahon Review –জাগাও সুধারবে | প্রযোজনায় আবহমান – Satkahon

Satkahon Review জাগাও সুধারবে
Satkahon Review

Satkahon Review –জাগাও সুধারবে

২৫শে বৈশাখ | ২০২০, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সুরকাহন এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে আবহমানের ১০ জন শিল্পীর কন্ঠে এই রবীন্দ্রসঙ্গীত।

‘এ বারের ২৫শে বৈশাখ থাক না আড়ম্বরহীন।’ এই ছিল দক্ষিণীর এই কজন বন্ধুদের চিন্তাভাবনা।

এই বিশ্ব মহামারীর দিনে সকলে বিপর্যস্ত। তবে ২৫শে বৈশাখ রবীন্দ্র স্মরণ ছাড়া তো কেটে যেতে পারে না তাই রঙিন চিত্রপট সরিয়ে সাদাকালো চিত্রপটে গাওয়া হয়েছে এই গান।

সমগ্র ভাবনাটি যাঁর হৃদয়প্রসূত তিনি দেবযানী চৌবে। ভিডিওটি সম্পূর্ণ করার জন্য সকলকে একত্রিত করে নেতৃত্ব দিয়েছেন ইন্দ্রদত্তা বসু।

১০ জন শিল্পী যে যার বাড়িতে বসেই গান ও ভিডিও করেছেন।

শব্দ ও চিত্রের এক অপরূপ মিলন ঘটিয়ে ভিডিওটিকে পূর্ণ রূপ দান করেছেন প্রোটন (পার্থ)

আসুন শুনে নিই সেই গান

ইন্দ্রদত্তা বসু,শ্রয়ন চন্দ,শুভজিৎ সাহা,সৃজা দাস, হৈমন্তী দাস,এষা রায়,বিদিশা ঘোষ,দেবস্মিতা ঘোষ রায়,ভাস্বর চৌধুরী,ও অনুষ্টুপ রায়। দক্ষিণীর এই ১০ জন ছাত্রছাত্রী গান গেয়েছেন এই ভিডিওটিতে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সুখে-দুঃখে আনন্দে হাসি কান্নায় সবসময় রয়েছেন তাঁর সঙ্গীতে, তাঁর রচনায়।

আবহমানের এই মিলিত প্রয়াস প্রমাণ করলো আলাদাভাবে কোন সংগীত পরিচালনা বা যন্ত্রসঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথ আমাদের কাছে প্রাণময়, সুন্দর।

তাঁর এই ধ্রুব সৃষ্টির আলাদা কোন অনুষঙ্গ বা আড়ম্বর প্রয়োজন হয়না।

তাঁর গান আমাদের অন্তরের আঁধার মুছে দিয়ে বিষণ্ণতম দিনে আনবে আলো।

COPYRIGHT © 2020 SATKAHAN

2 thoughts on “Satkahon Review -জাগাও সুধারবে | প্রযোজনায় আবহমান – Satkahon”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *