সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON

সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON

সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON

সায়ন দে

কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের বাঙালীর কাছে কৈশরের আবেগ, যৌবনের জ্বলন্ত দেশলাই কাঠি।

সেই কবি সুকান্তের স্মৃতিকে আগলে রেখে হাওড়া জেলায় বাগনান থানার একেবারে পশ্চিম প্রান্তে রূপনারায়ণ নদের তীরে মানকুর গ্রামে দীর্ঘ ৪২ বছর ধরে চলছে “সুকান্ত মেলা”।

এই মেলার আয়োজন করে ওখানকার মানকুর চিলড্রেন ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠান

এবছর ১লা ফেব্রুয়ারি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই মেলা।

 স্থানীয় বিধায়ক সুকান্ত পাল মহাশয় মেলার উদ্বোধন করেন।

সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON
৪৩ তম বর্ষ সুকান্ত মেলা ২০২৩
ষষ্ঠ দিনের প্রথম পর্বের “ক” বিভাগ নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দীর্ঘ আটদিনের মেলা সেজে উঠেছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ও প্রতিযোগিতায়।

 বিশেষ করে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের সহায়তায় বাউল, তরজা গান, পুতুল নাচ, ছৌনাচ প্রদর্শিত হয় যা দর্শকের মন কেড়ে নিয়েছে।

লোক টেনেছে প্রতিদিন টিভি সিরিয়ালের নায়িকাদের আগমন।

অঙ্কন প্রতিযোগিতা

আবৃত্তি, যোগব্যায়াম, অঙ্কন, নৃত্য, ক্যুইজ ও মহিলাদের জন্য “তুমি শ্রেষ্ঠা” প্রতিযোগিতায় স্থানীয় কচিকাঁচাদের অংশগ্রহণ ছিল নজরকাড়া।

২ ফেব্রুয়ারি রক্তদান শিবিরেও ভালো সাড়া পাওয়া গিয়েছে।

সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON
কবি সম্মেলন

গত ৫ ফেব্রুয়ারি রবিবার হাওড়া জেলার কবি সাহিত্যিক দের সমাবেশ ঘটেছিল মেলায় “শুধু কবিতার জন্য” অনুষ্ঠানে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়।

সুকান্ত মেলা | মানকুর চিলড্রেন ক্লাব । SATKAHON
সুকান্ত মডেল

প্রথাগত নাগরদোলা, জিলিপি, বাদাম, ঘুগনি পাঁপড়-এর পসরার পাশাপাশি সুকান্ত ভট্টাচার্য়ের কবিতা ভাবনার ওপরে বিশেষ মডেল প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে যা বেশ দৃষ্টিনন্দন হয়েছে।

এছাড়া ৪০ জন কবি সাহিত্যিক কবিতাপাঠ করেন অনুষ্ঠানে।

কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণে রেখে বছরের পর বছর ধরে এই আয়োজন সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *