সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী | গ্রামীণ হাওড়া | Satkahon

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী | গ্রামীণ হাওড়া | Satkahon

নিজস্ব প্রতিনিধি

নেতাজী সুভাষচন্দ্র বসু বাঙালীর কাজে বরাবরই একটা বাড়তি আবেগ ও অনুপ্রেরণার কাজ করে এসেছে।

নেতাজীর অন্তর্ধান রহস্য তাঁর জন্মের ১২৭ বছরেও উদ্ঘাটিত না হলেও তাঁকে নিয়ে হাওড়া জেলার নানা প্রান্তে

উৎসব, মেলা, রক্তদান শিবির ও বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের শেষ নেই।

নেতাজী সুভাষচন্দ্র বসুর ৩০ ফুটের বিশাল মূর্তি তৈরি করে বাগনান থানার খানপুর গ্রামে ২৩ জানুয়ারি শুরু হয়েছে “খানপুর নেতাজী গ্রামীণ মেলা। 

আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও প্রদর্শনী।

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী

আমতা থানার পানপুর গ্রামে পানপুর নেতাজী ব্যায়াম সমিতি এন্ড সেবা কেন্দ্র আয়োজন করেছে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমতারই উদং গ্রামে নেতাজীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর আয়োজিত হয় কৃষি ও হস্ত শিল্প মেলা, রক্তদান শিবির এবং সাংস্কৃতিক উৎসব।

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী

বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের পাশাপাশি শীতকালীন কৃষিজ ফসলের চোখ ধাঁধানো প্রদর্শনী এই মেলার বিশেষ আকর্ষণ।

চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী

আমতা ২ ব্লকের জয়পুর থানার কাশমলি গ্রামে হাইস্কুল মাঠে চলছে ১৯তম বর্ষে কাশমলি নেতাজী মেলা। এই মেলাতেও নেতাজীর একটি সুদৃশ্য মূর্তি উন্মোচিত হয়।

নাচ গান নাটক ও পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানে পরিপূর্ণ এই মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

সাংস্কৃতিক উৎসব ও কর্মসূচী

উদয়নারায়ণপুরের সিবানীপুর সিদ্ধেশ্বরী যুব সংঘের উদ্যোগে ২৩ তারিখ মরনোত্তর দেহদান ও চক্ষুদান সচেতনতায় হল বিশাল সাইকেল র‍্যালি।

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

Satkahon.in

COPYRIGHT © SATKAHON

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *