বঁধুয়া রে | পুজোর গান – প্রেমের গান উপহার দিলেন মহুয়া – Satkahon Review

বঁধুয়া রে | পুজোর গান

বঁধুয়া রে | পুজোর গান

পুজো মানেই নতুন গান, আমাদের বাঙালীদের কাছে একটা নতুন জামার মত আনন্দ নিয়ে আসে।

একসময় আমরা অপেক্ষা করে থাকতাম শুধু পুজোতে কি নতুন গান এলো সেটা শোনার জন্যে।

মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী আর তারপরই সারা বছর রেডিওতে বাজত নতুন গান।

কিন্তু সময়ের সাথে সাথে fm এ নতুন গান এর জায়গা করে নিলো নতুন সিনেমার গান। তাই নতুন শিল্পীদের কাজ একে অপরকে পৌঁছে দেবার মাধ্যম হয়ে উঠল ইউটিউব, ফেসবুক।

এখন অনেক নতুন শিল্পীরাই বাংলা নতুন গানের ধারা বাঁচিয়ে রাখার জন্যে লড়াই করছেন। তাহলে সেই লড়াই কি বৃথা?

‘হাল ছেড়ে দিলে চলবে না’ বললেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মহুয়া ব্যানার্জী। তাই তাঁর তরফ থেকে বাংলা গানের শ্রোতাদের পুজোর প্রথম উপহার ‘বঁধুয়া রে’…

বঁধুয়া রে

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

গানটি মুক্তি পেয়েছে Musica Creation ইউ টিউব চ্যানেল থেকে।

গানের কথা লিখেছেন সুরঞ্জনা ব্যানার্জী এবং সুর করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।সঙ্গীতায়োজন করেছেন পার্থ চক্রবর্তী।

হারিয়ে যাওয়া প্রথম প্রেমকে মনে করেই শিল্পীর এই পরিবেশনা। গানে অভিনয় করেছেন নবীন প্রজন্মের প্রতিভাবান শিল্পী শুভদীপ ও রোশনি।

গানের চিত্রগ্রহন করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী ও তাঁকে সহযোগিতা করেছেন সুবর্ণ দাসগুপ্ত।

২০২০ দুর্গা পুজো বেশ অন্যরকম। কারণ করোনা মহামারীতে একদিকে যেমন মানুষ গৃহবন্দী তেমনই আম্ফানের মত প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহারা এখনও অনেকেই।

কিন্তু তবুও সঙ্গীতকে হাতিয়ার করে মানসিক অবসাদ থেকে মুক্তি দেবার চেষ্টায় এগিয়ে এসেছে বহু মানুষ।

গানই আমাদের মনে আনতে পারে লড়াই করার শক্তি।

তাই এই আর্থিক প্রতিকুলতা এবং প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে নতুন বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্যে মহুয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। 

Saptarshi Saha | Satkahon

COPYRIGHT © 2020 SATKAHON

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

Team Satkahon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *