নির্জন যমুনার কুলে । Sumita sumi ghosh । Satkahon review

নির্জন যমুনার কুলে

নির্জন যমুনার কুলে । Sumita sumi ghosh

ভক্তের ভক্তি হোক সাধনা, সঙ্গীত হোক পুজার মন্ত্র।

ঈশ্বর শ্রোতা আর ভক্তের কণ্ঠে তাঁর বন্দনা, সেই পুজার থেকে বড় পুজা বোধহয় কিছু নেই।

যুগে যুগে সাধকদের কণ্ঠে ভক্তিগীতি আমাদের মন জুড়িয়ে এসেছে। অক্ষুণ্ণ আছে সেই ধারা।

কারণ, বাঙালীর বারো মাসে তেরো পার্বন, আর সেই পার্বনের রীতি মেনেই বাঙালীর কণ্ঠে ধ্বনিত হয় ভক্তিমূলক গান।

যেমন কিছুদিন আগেই জন্মাষ্টমী উপলক্ষে সঙ্গীতশিল্পী সুমিতা সুমি ঘোষের কণ্ঠে মুক্তি পেয়েছে ‘নির্জন যমুনার কুলে’।

বিস্তারিত আলোচনার আগে আসুন শুনে নেওয়া যাক সেই গান।

Nirjan Yamunar Kule

বিশিষ্ট সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্যয়ের কাছে রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গান শিখেছেন সুমিতা। এছাড়াও জোজো, রাজা চ্যাটার্জি, শিবাজী চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছেন তিনি।

স্বনামধন্য সঙ্গীতশিল্পী অমর পালের কাছেও বেশ কিছুদিন লোকগানের তালিম নেন তিনি।

বর্তমানে তিনি শ্রী রাজকুমার রায়ের কাছে লোকগান শিখছেন।

‘নির্জন যমুনার কুলে’ গানটিও তিনি তাঁর কাছেই শিখেছেন।

এই গান প্রসঙ্গে সুমিতা বললেন, ”বিশেষত বাংলাদেশেই এই গানটি বহুল প্রচলিত এবং বাংলাদেশের একাধিক শিল্পীরা এই গান গেয়েছেন। কিন্তু যতদূর আমার জানা আছে পশ্চিম বাংলা থেকে এই গানটি আমি প্রথম গেয়েছি। যখন আমি এই গান শিখি তখন এই গানের মাদকতা ও ছন্দ আমাকে ভীষণ ভাবে স্পর্শ করে। তখন থেকেই মনে হয় এই গানটা আমি গাইব। জন্মাষ্টমীর গান গাইব ভাবতে এই গানটার কথাই প্রথম মাথায় এলো। আশাকরি আমার শ্রোতাদের এই গানটি ভালো লাগবে।

গানের কথা লিখেছেন ও সুর করেছেন দুর্বিন শাহ।

সঙ্গীতায়োজন করেছেন, বিজয় ভট্টাচার্য।

রিদিমে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী।

বাঁশি সঙ্গত করেছেন পার্থ সারথী দাস।

শব্দগ্রহন ও শব্দ মিশ্রণ করেছেন উজ্জ্বল মুখার্জী।

চিত্রগ্রহন করেছেন জ্যোতির্ময় ও রাহুল, এবং চিত্র সম্পাদনা করেছেন জ্যোতির্ময়।

অসাধারণ এই গানটি যেকোনো শ্রোতার হৃদয়কেই ভক্তিমার্গে পৌঁছে দেবে, একথা বলাই বাহুল্য।

COPYRIGHT © 2021 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *