সাতকাহন ‘আমার কলম‘ বিভাগে আপনার লেখা পাঠাতে চান?
WHATSAPP – 9038482776
MAILsatkahonnews@gmail.com

১। যে কোন সাংস্কৃতিক বিষয় যেমন,
বাদ্যযন্ত্র, হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র, হারিয়ে যাওয়া শিল্প, আপনার চোখে আপনার গুরু,
নৃত্যশৈলী, নাটক, বই, সাহিত্যিক, ইত্যাদি বিষয়ে অনধিক ৬০০ শব্দে লেখা পাঠাতে হবে।
২। লেখা হতে হবে বাংলায়।
৩। আপনার পরিচয় ও একটি ছবি অবশ্যই লেখার সাথে পাঠাতে হবে।

গুরুদেবের গান আমার জীবনের আশ্রয় | কলমে – আত্রেয়ী | Satkahon

গুরুদেবের গান

গুরুদেবের গান আমার জীবনের আশ্রয় | কলমে – আত্রেয়ী | Satkahon

কলমে- আত্রেয়ী মজুমদার

রবীন্দ্রসংগীত শিল্পী

রবীন্দ্রনাথ ঠাকুর।

আজ কারোর কাছে উনি শুধুই রবীন্দ্রনাথ,আবার কারোর কাছে বিশ্বকবি,কখনো রবিবাবু,মাঝে মধ্যে শুনি উনি নাকি সেকালের ভাবুক কবি অথবা এই সব এখন চলে না।

কিন্তু আমার কাছে উনি একাধারে গুরুদেব,জীবনদেবতা আর অন্যদিকে আমার প্রেমিক যিনি জীবনের সবকিছুতে।

ছোট বয়সে মা শিখিয়েছিল বলবি’ গুরুদেব” আজও তাই বলি।

ওনার গানের ভাষায় “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে”।

এই বাঁধন জন্ম জন্মান্তরের।

তাই যখন বসন্ত  আসে বলি  আমার মনের প্রেমের মুকুল কুড়িয়ে তোমার চরণে অর্পণ করলাম তুমি গ্রহণ করো।

বর্ষায় আমার পরাণসখা।

যখন জীবনদেবতা রূপে আসেন তখন বলি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি।

উনি আমার অকূলের কূল,অগতির গতি।

গুরুদেবের গান

হয়তো অনেকর কাছেই উনি এই রূপে আসেন,আবার অন্য রূপেও আসতে পারেন।

কিন্তু যারা বলেন ওনার গান এখন কেউ শোনে না এটা একান্তই ব‍্যক্তিগত মতামত এখনো অনেক মানুষ শোনেন।শিখতে চান।জানতে চান।

যার প্রমাণ পেয়েছি আমার নিজের গানের ঘর “উদিচী”তে।

যেখানে মাত্র তিন বছর থেকে বয়স্ক যারা আসেন তারা গুরুদেবের গানকে আশ্রয় করবার জন‍্য আসেন।

অনুষ্ঠান করতে গিয়ে শুধুমাত্র গুরুদেবের গানই গাইতে হবে এই কথাটাও শুনেছি।

আমার মনে হয় পৃথিবীর শেষ দিন পযর্ন্ত উনি থাকবেন আমাদের সাথে।

যখন ওনার ছবির দিকে চেয়ে থাকি তখন মনে হয় “তুমি কি কেবলই ছবি,শুধু পটে লিখা” কিন্তু পরের মুহূর্তে মনে হয় “তুমি কোন পথে যে এলে পথিক “? তোমার আসন আমি পাতব কোথায়?

আমার মনের মাঝে??নাকি শুধুমাত্র গানের মধ্যেই??

উনি আমার প্রাণের সুধা।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *