স্বল্পদৈর্ঘ্যের ছবি – জাঁতাকল | মুক্তির অপেক্ষায় | Satkahon
স্বল্পদৈর্ঘ্যের ছবি – জাঁতাকল | মুক্তির অপেক্ষায় | Satkahon
সামাজিক চেতনা জাগাবার উদ্দশ্যেই বাঙালীর বাংলা থিয়েটর এর যাত্রা শুরু।
যাকে বলে লোকশিক্ষা।
এখনও আমাদের প্রতিবাদের ভাষা থিয়েটর।
দুনিয়া বদলালেও বদলায়নি প্রতিবাদের মাধ্যম। অভিনয়কে ভিত্তি করে সংস্কৃতিপ্রেমী মানুষকে থিয়েটর দিয়ে চলেছে একাধারে আনন্দ অন্যধারে সামাজিক শিক্ষা।
যত দিন গেছে মানুষ ব্যস্ত হয়ে উঠেছেন কাজে,সময় বাঁচাবার চেষ্টাতেই মানুষের সময় গেছে কমে।
তাই গোটা পৃথিবী এসে ঠাই নিয়েছে মুঠোফোনে।
থিয়েটর আর সিনেমার পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব মাধ্যম, ওটিটি প্লাটফর্ম।
তেমনই থিয়েটর প্রেমী কিছু মানুষের একত্র প্রয়াসে আসতে চলেছে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘জাঁতাকল’।
সাতকাহনের পাঠকদের জানাব ছবির প্রেক্ষাপট।
এই গল্পের মুল কারিগর শ্রীকান্ত বিশ্বাস।
বললেন, “একটা ফুল ফুটলে সেই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পরে। যারা ফুলের গন্ধ ভালোবাসে তারা সেই ফুলের দিকে আকৃষ্ট হয়। তেমন ভাবেই আমাদের এই দলের জন্ম।
নাট্য গোষ্ঠি ‘ঢোল কোম্পানি’র সাথে আমরা প্রত্যেকেই যুক্ত, তাছাড়া আমাদের সাথে সাথে আমাদের বন্ধুবান্ধবরাও বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত।
এবার সকলে এক হয়ে আমরা এই দল তৈরি করি এবং আমাদের এই ছবি তৈরির কাজে প্রবুদ্ধ হই।“
আসব স্বল্পদৈর্ঘ্যের ছবি জাঁতাকলের কাহিনী প্রেক্ষাপটে…
জাঁতাকল হল পেষাই যন্ত্র।
কাহিনীকারের রুপক দৃষ্টিতে এই পেষাই যন্ত্র চালনা করছেন স্বয়ং ঈশ্বর, ভগবান কৃষ্ণ।
দূষণ থেকে নিম্ন মানসিকতা সমাজের যেসব অপসংস্কৃতি, বা অবক্ষয়, তার দায় তো মানুষের।
মানুষেরই সৃষ্টি মানুষেরই ধ্বংসের কারণ হয়ে উঠেছে।
তাহলে কি পেষাই করা হচ্ছে সেই জাঁতাকলে?
কাহিনীকার লিখছেন, “ মগজগুলি সবই হবে পেষাই, মনের মতন ফল যেমন চাইবে তেমনটাই।“
আমরা ঈশ্বরের থেকে যা চাইছি তাই পাচ্ছি, কিন্তু বদলে আমরা প্রকৃতিকে কি ফিরিয়ে দিচ্ছি?
আমাদেরই চাওয়া ফলে আদৌ আমাদের ভালো হচ্ছে তো?
অনেক প্রশ্ন থেকে যায়, আর এই প্রশ্নের উত্তর রয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে।
ইড়পালা নামে পশ্চিম মেদনীপুরের এক প্রত্যন্ত গ্রামে এই কাহিনী চিত্রায়িত হয়েছে।
শ্রীরামপুর থেকে নাট্য প্রেমী এক দল মানুষ দিন রাত এক করে এই ছবি তৈরি করেছেন।
এই দলে কেউ আলাদা নয়, শিল্পী হিসেবে কেউ বেশী কেউ কম নয়, প্রত্যেকের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে ‘জাঁতাকল’।
ছবির ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শ্রীকান্ত বিশ্বাস।
ছবির সহযোগী পরিচালক ইন্দ্রজিৎ ঘোষ।
চিত্র নির্দেশনা করেছেন জ্যোতির্ময় দত্ত।
চিত্রগ্রহন করেছেন জ্যোতির্ময় দত্ত, রাহুল হাটি ও পিন্টু মন্ডল।
প্রধান উপদেষ্টা মৃণাল দত্ত।
অভিনয়ে রয়েছেন, প্রশান্ত বিশ্বাস,দেবাশীষ ঘোষ,পাপাই দাস,মৌ ঘোষ,অভিজিৎ ব্যানার্জী,বাপ্পা দাস ,সাধন দে,মিলি ঘোষ,গৌর ঘোষ,মাস্টার কোহিনুর।
মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মৌসুমী মণ্ডল ও ময়না দাস।
‘জাঁতাকল’ ছবিটি পাঠানোর প্রস্তুতি চলছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচিত্র উৎসবে।