সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন | Satkahon

সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা

সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন

সম্প্রতি হাওড়া জেলার বাগনানের বাঙালপুরে হয়ে গেল সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন ২০২৩

সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক ব্যতিক্রমী চিন্তা ধারার মুদ্রিত রুপ লিটিল ম্যাগাজিন।

চিরকালই নতুন প্রজন্মের চিন্তাধারাকে কথা বলার সুযোগ দিয়েছে লিটিল ম্যাগাজিন।

ইংরেজি সমালোচনা সাহিত্যের ইতিহাস মতে লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয় Ralph Waldo Emerson ও Margaret Fuller সম্পাদিত The Dial (Boston, 1840-1844)-এর মাধ্যমে।

লিটল ম্যাগাজিনের আরেক প্রভাবশালী পত্রিকা ছিল ইংল্যান্ড থেকে প্রকাশিত Savoy.

সাহিত্যের ক্ষেত্রে বিশ শতকের গোড়ার দিকে সবচেয়ে নামী লিটল ম্যাগাজিন ছিল Poetry: A Magazine of Verse (Chicago 1912).

এর সম্পাদক ছিলেন হেরিয়েট মনরো ও এজরা পাউন্ড।

পাশ্চাত্যের আদলে বঙ্গদেশে প্রথম লিটল ম্যাগাজিন প্রবর্তন করে প্রমথ চৌধুরী। তাঁর সম্পাদিত সবুজপত্র (১৯১৪)-কে আধুনিক লিটল ম্যাগাজিনের আদিরূপ বলে গণ্য করা হয়।

অবশ্য অনেকে মনে করেন যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন (১৮৭২) বাংলা ভাষায় প্রথম লিটল ম্যাগাজিন।

সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা
সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা

গত ৫ থেকে ৮ জানুয়ারি হাওড়া জেলার বাগনান থানার বাঙ্গালপুর গ্রামে মহিলা বিকাশ কেন্দ্রের মাঠে “লিখতে পড়তে শেখান” ও “সাহিত্য সেবক পত্রিকা” র উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন।

উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন বই প্রকাশ  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নীলাঞ্জন শাণ্ডিল্য, বিশিষ্ট কবি ও সচিব, পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন।

এছাড়াও ছিলেন মাননীয় জয়দেব ঘড়া (প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক, বাগনান-১)

প্রধান অতিথি হিসাবে ছিলেন হাওড়া জেলার নামকরা কবি ব্রত চক্রবর্তী।

ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক মাননীয় নুরুল আবসার, বিশিষ্ট লেখক ও লোকসংস্কৃতি গবেষক তপন কুমার সেন সহ আরো অনেকে।

মেলায় হাওড়া জেলার নামিদামী বহু পত্রপত্রিকার স্টলের পাশাপাশি ছিল কলকাতা, মালদা, হুগলী প্রভৃতি অন্যজেলার পত্রিকারও স্টল।

এই বছর এই লিটল ম্যাগাজিন মেলা তৃতীয় বর্ষে পদার্পন করল।

সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

SATKAHON

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *