শ্রীরামপুর সুচেতনা | ৩২তম বার্ষিক অনুষ্ঠান | SATKAHON

শ্রীরামপুর সুচেতনা | ৩২তম বার্ষিক অনুষ্ঠান | SATKAHON

নিজস্ব প্রতিনিধি

শ্রীরামপুর বরাবরই সংস্কৃতির পীঠস্থান।

শ্রীরামপুর সুচেতনা গত ৩২ বছর ধরে সাংস্কৃতিক চর্চা ও উপস্থাপনার মধ্য দিয়ে নিরলসভাবে চেষ্টা করে চলেছে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সঙ্গে করে এগিয়ে চলতে।

শ্রীরামপুর সুচেতনার ৩২তম বর্ষে তারা আয়োজন করেছিল একটি আন্তর্জালিক আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, গুজরাট , তেলেঙ্গানা, আসাম, ঝাড়খন্ড, মহারাষ্ট্র , ত্রিপুরা থেকে বাঙালি প্রতিযোগীরা এমনকি বাংলাদেশ, আমেরিকা প্রভৃতি অন্য রাষ্ট্রের বাঙালিরা অবাঙালিরাও অংশগ্রহণ করেছেন ।

২১ শে জানুয়ারি ২০২৩ শনিবার ও ২৩ শে জানুয়ারি ২০২৩ সোমবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শ্রদ্ধেয় বিচারকদের ২৫ জনকে সম্বর্ধনা প্রদান করা হয়।

সুচেতনার ৩২তম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান এর আয়োজন করেছিল শ্রীরামপুর সুচেতনা শাখা ।

কলকাতা , কসবা ও শিলিগুড়ি এবং পুরুলিয়া শাখার শিল্পীরা তাদের আবৃতি ও শ্রুতি নাটকের ডালি নিয়ে শ্রোতাদের মনোরঞ্জন এর জন্য উপস্থিত থেকেছেন।

দুদিনই আবৃত্তির সঙ্গে নাটক নৃত্য সংগীত বিভিন্ন শিল্পের সমন্বয়ে দুদিনে অভূতপূর্ব অনুষ্ঠানের সাক্ষী হলো শ্রীরামপুর দর্শকবৃন্দ।

লুম্বিনী কুন্ডু ও রাহুল নন্দী তাদের পরিচালনায় নৃত্য শৈলী সমৃদ্ধ করেছে প্রযোজনা কে,সহযোগিতায় ছিলেন পার্থ মিত্র, তমাল চ্যাটার্জি ও সন্দীপ নন্দী ।

অনুষ্ঠানে শ্রুতি নাটকে অভিনয় করেছেন ধ্রুব বাগচী ও নন্দিতা সিনহা।

শ্রদ্ধেয় অতিথি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের অসাধারণ আবৃত্তি উপস্থাপনা অনুষ্ঠানের মান অন্য উচ্চতায় পৌঁছে দেয়।

সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেছেন দেবাশীষ ভট্টাচার্য।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *