লালন গান-এর কর্মশালায় বিশিষ্ট শিল্পী ফরিদা পারভিন | Satkahon

লালন গান

লালন গান-এর কর্মশালায় বিশিষ্ট শিল্পী ফরিদা পারভিন | Satkahon

গত ৬ই মার্চ, সোমবার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ আয়োজন করে একটি লালন গানের সাংগীতিক কর্মশালা।

লালনের গান নিয়ে এই সাংগীতিক কর্মশালা করেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ফরিদা পরভিন।

লালন ফকিরের বিভিন্ন গানের চলন, লালনগীতি গাওয়ার পদ্ধতি তিনি শেখালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।  

লালন গান

CLICK TO JOINSATKAHON NEWS FACEBOOK GROUP

SATKAHON NEWS

সোমবার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ছাড়াও কর্মশালায় অংশ নিয়েছিলেন লোকগানের ছাত্র-ছাত্রী থেকে লোকগানের নতুন প্রজন্মের শিল্পীরা।

ফরিদা পরভিনের গানের সঙ্গে বাঁশী সঙ্গত করেছেন বাংলাদেশের প্রবীণ বাঁশি শিল্পী গাজি আব্দুল হাকিম।

এইদিন এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, তপন রায়, সুগত দাস, অনুভা সেন-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকেরা।

লালন গান

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন ফারিদা পরভিন ও গাজি আব্দুল হাকিম।

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের ব্যবস্থাপনায় সারাদিন সাংগীতিক এই কর্মশালার পর সন্ধ্যায় বসন্ত উৎসব উদযাপিত হয়।

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *