Satkahon Review – রবীন্দ্র কবিতা নিয়ে নুপুর মুখোপাধ্যায়

Satkahon Review - রবীন্দ্র কবিতা
পুত্র সাথে নূপুর মুখোপাধ্যায়

Satkahon Review – রবীন্দ্র কবিতা

মা ছিলেন তাঁর আবৃত্তি জীবনের প্রথম শিক্ষাগুরু।

মা-বাবার উৎসাহেই সুরেন্দ্রনাথ কলেজে মাত্র পাঁচ বছর বয়সে এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগদান করেছিলেন তিনি।

বিচারক ছিলেন সাহিত্যিক কবিতা সিংহ। পুরস্কার পাননি।

কিন্তু মা থেমে থাকেননি। বাড়িতেই চলতে থাকে আবৃত্তিচর্চা।বালি উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘সারাবাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয় এরপর। সেখানেই তাঁর পরিচয় হয় ‘অগ্নিবীণা’ সম্পাদক শ্রী রবীন মুখোপাধ্যায় সাথে। এরপর তাঁর কাছে শুরু হয় আবৃত্তিচর্চা।

এছাড়াও বাণীচক্রের যোগসূত্রে শ্রদ্ধেয় প্রদীপ ঘোষের সান্নিধ্য ও পেয়েছেন তিনি।

Satkahon Review - রবীন্দ্র কবিতা
নূপুর মুখোপাধ্যায়

RPG cable radio -তে বেশ কিছুদিন উপস্থাপিকা হিসেবে যোগদান করেছিলেন শিল্পী।

আকাশবাণীর অন্যতম উপস্থাপক ও ঘোষক শ্রী সৌমেন মুখোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০২ সালে। একসঙ্গে বেশ কিছু মঞ্চানুষ্ঠানও করেছেন তাঁরা।

এরপর সাংসারিক জীবনের চাপে দীর্ঘদিন বিরাম। বর্তমানে স্বামী ও পুত্রের উৎসাহে আবার নতুন করে আবৃত্তিচর্চা শুরু করেছেন তিনি।

তারই ফলশ্রুতি এই রবীন্দ্রকবিতাটি।

আজও তাঁর কণ্ঠস্বরের বলিষ্ঠতা প্রমাণ করে শিল্পচর্চা যদি সঠিক হয় তাহলে কোন বাধাতেই তা মূহ্যমান হয়ে পড়বে না।

আসুন শুনে নেওয়া যাক কবিতাটি

আমার প্রথম কাজ। আকারে, প্রকারে সবদিক থেকেই ছোট। আমার যাবতীয় দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, আশঙ্কা সবকিছুকে দূরে সরিয়ে দিয়েছে আমার গ্রেটার হাফ্ ও আমার পুত্র। এই অবকাশে আমার প্রণাম ও শ্রদ্ধা রইলো আমার প্রথম শিক্ষক “অগ্নিবীণা”-র প্রাণপুরুষ শ্রী রবীন মুখোপাধ্যায়-এর প্রতি, পরবর্তীতে আবৃত্তিজগতের প্রবাদপ্রতিম শ্রী প্রদীপ ঘোষ ও যারা আজও অনুপ্রাণিত করেন। তাদের সকলের জন্যও রইলো শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা। যাবতীয় দোষত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী রইলাম সবার কাছে।

Posted by Nupur Mukherjee on Saturday, 4 April 2020

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *