রাধা কি শ্যাম প্রেমে | শুভজিতের লেখা নতুন গান | Satkahon
রাধা কি শ্যাম প্রেমে | শুভজিতের লেখা নতুন গান
স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও পণ্ডিত কৌশিক ভট্টাচার্যয়ের কণ্ঠে মুক্তি পেলো একটি বাংলা মৌলিক গান ‘রাধা কি শ্যাম প্রেমে’।
রাধা কৃষ্ণের প্রেম কাহিনী কার না জানা? ত্যাগ, ভালোবাসার প্রতীক তাঁরা। তাই তাঁদের নিয়ে ভালোবেসে লেখা গান তো ভালবাসারই গান…
কৃষ্ণের ডাকে আকুল রাধার সংসার সামলে অভিসারে যাবার কাহিনী গানে গানে তুলে ধরেছেন সঙ্গীত রচয়িতা তথা সুরকার শুভজিত পাল।
দুই প্রথিতযশা শিল্পীর কণ্ঠে নিঃসন্দেহে অনন্য মাত্রা পেয়েছে গানটি।
মূল প্রসঙ্গে যাবার আগে আসুন শুনে নিই সেই গান….
পণ্ডিত কৌশিক ভট্টাচার্যয়ের কাছে দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছেন শুভজিত।
শখ দিয়ে শুরু হলেও চাকরি ছেড়ে পেশাগত ভাবে শিল্প জগতে পা রাখেন তিনি। কিছুদিন আগেই তাঁর সুরে ও কথায় গান গেয়েছেন নচিকেতা। এছাড়াও সঙ্গীতশিল্পী প্রজ্ঞা পারমিতা দণ্ডপাটের কণ্ঠে মুক্তি পেয়েছে তাঁর তৈরি গান ‘আমার বাঁশি বেসুর বাজে’। দুটি গানই শ্রোতা মহলে বহুল প্রশংসিত।
আগামী দিনে সমদীপ্তা মুখার্জীর কণ্ঠে আসতে চলছে শুভজিতের রচনায় আরও একটি নতুন গান।
‘রাধা কি শ্যাম প্রেমে’ গানটি প্রসঙ্গে শুভজিত জানান, “অনেক গান এমনিই লেখা হয়ে যায়, কিছু ভেবে বা কাউকে উদ্যেশ্য করে নয়। এই গানটাও ঠিক তাই। গানটা লেখা ও সুর করার পর আমার গুরুজী কৌশিক ভট্টাচার্যয়ের কথা মনে আসে। আর গানে যেহেতু দুবার শ্রীরাধা কথাটি রয়েছে তাই শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবি। ভাবনা সার্থক হয়েছে অবশ্যই। গুরুজীকে আমি গানটা শুনিয়েছিলাম, উনি নিজে হাতে গানটাকে সাজিয়ে নিয়েছেন। ওনার উৎসাহ ছাড়া কিছুই সম্ভব হতো না। সকলের কাছে অনুরোধ গানটা শুনবেন “
গানটির সঙ্গীতায়োজন করেছেন অর্ঘ্যকমল।
রিদিমে প্রসেনজিৎ শীল, সেতার সঙ্গত করেছেন কল্যান মজুমদার, বাঁশিতে আছেন সৌম্যজ্যোতি ঘোষ।
গানে অভিনয় করেছেন পাখি।
গানটির চিত্র গ্রহণ ও সম্পাদনা করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।
গানটি মুক্তি পেয়েছে MST Official ইউ টিউব চ্যানেল থেকে।