বুক ভরা স্মৃতি গুলো | অর্ঘ্য ও মৌলির কণ্ঠে নতুন বাংলা গান – Satkahon

বুক ভরা স্মৃতি গুলো

বুক ভরা স্মৃতি গুলো | অর্ঘ্য ও মৌলির কণ্ঠে নতুন বাংলা গান

প্রেম বড়ই জটিল! যেন এই এই পৃথিবীতে সব চেয়ে স্বাধীন সে। তার ইচ্ছে বিনা কেই বা তাকে আটকে রাখতে পারে!

অর্ঘ্য এবং মৌলী ব্যানার্জীর কণ্ঠে “বুক ভরা স্মৃতি গুলো” গানটা শুনতে শুনতে একথাই মনে হল।

“সাজানো ঘরের মাঝে স্বপ্নে ঘেরা পক্ষীরাজ!”  

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে গানটা… এক প্রেমের ছায়াছবি যেন।

ছায়া ছবি! পিছনে ফেলে আসা স্মৃতি ছায়ার মতন যেমন সাথে সাথে চলে, এই গান সেই স্মৃতিরই গল্প!

আসুন না, বিকেলের এক কাপ কফি হাতে এই গান শুনতে শুনতে নিজেদের স্মৃতি গুলো একবার ফিরে দেখি….

“বুক ভরা স্মৃতি গুলো”

ইমোশনাল হয়ে গেলেন তো? জানি, কিন্তু এত সুন্দর গানের তৈরি নিয়ে একটু না জানলেই নয়।

গানের কথা লিখেছেন শ্রী অভিজিৎ সামন্ত। দ্বিতীয় প্রকাশিত গান হলেও প্রথম লেখা গান এটি তাঁর।

সহজ, সাবলীল ভাষায় সকলের মনের কথা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন তিনি।

গানের কথার সঙ্গে হৃদয়ের অনুভুতি মিশে যায় গানের সুরে।

সুর ও বানীর মালা দিয়েই যেন এই গান তৈরি হয়েছে। আর সেই সুর স্থাপন করেছেন শ্রী ইন্দ্রনীল মিত্র।

গানের কথা ও সুরের যথাযথ মেলবন্ধন করেছেন জনপ্রিয় সঙ্গীতায়োজক তথা সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।

তবে বন্ধুরা একটি শাড়ির অহংকার যেমন নারীর অঙ্গে, তেমনই কিন্তু একটি গানের পরিচয় শিল্পীর কণ্ঠে।

জনপ্রিয় দুই নবীন সঙ্গীতশিল্পী অর্ঘ্য ব্যানার্জী এবং মৌলি ব্যানার্জীর অসাধারন গায়কী গানটি পরিপূর্ণ করে তুলেছে।

নতুন গান নিয়ে অর্ঘ্য ইতিমধ্যেই বেশ কিছু কাজ করলেও মৌলির গাওয়া এটা প্রথম মৌলিক বাংলা গান।

নতুন গান প্রসঙ্গে অর্ঘ্য বলেন,

“আমরা ক্ষণস্থায়ী, কিন্তু কাজ চিরস্থায়ী। সেই ভেবেই আমি কাজ করি। কারণ, নতুন গান নিয়ে অনেক কাজ হলেও সব সময় যে ভালো গান বিপুল সংখ্যক মানুষ শোনেন এমন নয়। আমার ব্যক্তিগত ভাবে এই কাজটা করে যতটা আনন্দ হয়েছে তার থেকেও বেশী খুশি হবো সকলে যদি গানটা একে অপরকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেন।“

গান প্রসঙ্গে মৌলি বলেন,

“গানটা যখন আমি প্রথম শুনি আমার মনে হয় সুর আর কথা দুই মিলে যেন মনের কোন না বলা স্মৃতিকে জাগিয়ে দিচ্ছে। সেই ভাবটা বজায় রেখেই আমি আর অর্ঘ্য গাইবার চেষ্টা করেছি। শ্রোতারা যে নতুন গান শুনছেন এটা একটা অনেক বড় পাওয়া।আরও বেশী করে মানুষের মধ্যে নতুন গান ছড়িয়ে পড়বে, সেই উৎসাহ নিয়েই আমরা নতুন প্রজন্মের শিল্পীরা আগামী দিনে আরও নতুন গান গাইবার আশায় বুক বেঁধে আছি।“

গানে অভিনয় করেছেন অর্ঘ্য এবং মৌলি।

গানের কাহিনীচিত্র পরিচালনা করেছেন গীতিকার স্বয়ং।

চিত্র গ্রহণ ও চিত্র সম্পাদনা করেছেন কৃষ্নেন্দু রায়।

গানটি মুক্তি পেয়েছে গানের পাখি ইউ টিউব চ্যানেল থেকে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *