বাজে তোমার আগমনী – সুমধুর কণ্ঠে মুগ্ধ করলেন পিউ | Satkahon Review

বাজে তোমার আগমনী
[ Piu Mukherjee | Playback Singer ]

বাজে তোমার আগমনী – সুমধুর কণ্ঠে মুগ্ধ করলেন পিউ | Satkahon Review

মা আসছে!

ক্লান্ত দিনের শেষে বাতাস খবর রটায় কাশবনে.. শিউলি বিছানো পথে আলতা রাঙা পা ফেলে জননী উমা আসছে।

অন্য বছর গুলোর থেকে অনেকটাই আলাদা মানব জীবন কিন্তু প্রকৃতি তার নিজস্ব ছন্দেই আহ্বান জানিয়েছে মা কে” … বললেন জনপ্রিয় গীতিকার অপরাজিতা চক্রবর্তী।

তাঁর রচনায় সম্প্রতি মুক্তি পেয়েছে স্বনামধন্য সঙ্গীতশিল্পী পিউ মুখার্জির কণ্ঠে আগমনী গান “বাজে তোমার আগমনী।“

বার বার আমাদের সুখে দুঃখে মা থেকেছেন পাশে তাই যতই খারাপ সময় আসুক না কেন বাঙালী কিন্তু মাতৃবন্দনায় কোন খামতি রাখবে না।

মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত শিল্প সমাজ। কিন্তু পুজোর গান না হলে কি আর মায়ের আগমনী সম্পূর্ণ হয়? পরিস্থিতি প্রতিকুল হলেও মন তাকে সুরে সুরে আহ্বান জানায়..

ধুনোর গন্ধের মত এই গানের সুরও আপনার মন কে পবিত্র করে তুলবে…

আসুন শুনে নিই সেই গান..

আরো একবার সব দুঃখ ভুলে মায়ের নামে পবিত্র হয়ে উঠুক আমাদের হৃদয়…

গানটির এই অসামান্য সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীতপরিচালক সৌরভ বাবাই চক্রবর্তি।

সঙ্গীতজগতে শিল্পী পিউ মুখার্জির আলাদা করে কোন পরিচয়ের দরকার পড়ে না।

একদিকে শাস্ত্রীয় সঙ্গীতে যেমন তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন তেমনই মৌলিক বাংলা গানেও।

এই গান প্রসঙ্গে বললেন,

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

“২০২০ বছরটা বিশ্বের ইতিহাসে ভয়ানক স্মৃতি হয়ে থাকবে। কিন্তু শিল্পী হিসেবে একটাই কথা মনে হয়েছে যে থেমে থাকলে চলবে না।

সেটা শিল্পী মনের সৃস্টিসুলভতা থেকে হোক বা সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেবার উদ্দেশ্যেই হোক।

এই বছর দোলের পর থেকে আমার বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে।

একটি নতুন গানের সাথে অনেক মানুষ জড়িয়ে থাকেন তাই অর্থনৈতিক অবস্থার কথাও মাথায় রাখতে হয়। এই বছরের আর্থিক বিপর্যয়ের কথা আমরা সবাই জানি।

সৌরভের সাথে এই গান নিয়ে কথা হয় বছরের শুরুতে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে ও আমাকে জানায় গানের কথা ও সুর তৈরি।

কিন্তু নানারকম প্রতিকুলতায় আমি মনোবল হারিয়ে ফেলেছিলাম নতুন গান নিয়ে।

সেই সময় ভীষণ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে গানের অডিও প্রযোজনা করে আটলান্টিস মিউজিক।

এই গানে আমি বাদে পাঁচ জন নবীন শিল্পী রয়েছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পুরো কাজটা করি। ছোট্ট দুর্গা অয়ন্তিকাও খুব ভালো কাজ করেছে।

ভিডিও যেদিন করা হয় সেদিন প্রবল বৃষ্টি। তবুও সব বাধা পেড়িয়ে আমাদের কাজটা মুক্তি পায়।

পণ্ডিত তন্ময় বোস, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য সকল গুণীজন এই গান মুক্তি পাবার পর আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের আমি বিশেষ ধন্যবাদ জানাব।

ধন্যবাদ জানাব সৌরভ আর অপরাজিতাকে এত সুন্দর সুর আর কথার জন্যে সর্বোপরি যারা যারা এই গানের সঙ্গে যুক্ত তাঁদের সকলকে জানাব অনেক ভালোবাসা।“

বাজে তোমার আগমনী
[ Ayantika Chakraborty as Devi Durga ]

গানের যন্ত্রানুসঙ্গে রয়েছেন জয়দেব নন্দী(Acuastic Rhythm), চয়ন চক্রবর্তী(Guiter), বুবাই নন্দী(Flute), দেবাঞ্জন ভট্টাচার্য(Sarod).

নেপথ্য সঙ্গীতে রয়েছেন আদ্রিকা সরকার নাগ দাস, দেবদুহিতা চ্যাটার্জি, অ্যানী আহমেদ, অন্বেষা ঘোষ, সুচন্দ্রা ভট্টাচার্য।

গানের শব্দ গ্রহণ, শব্দ মিশ্রন সম্পন্ন করেছেন তরুন দাস। (Studio Violina)  

দৃশ্য পরিকল্পনা ও দৃশ্য নির্দেশনা করেছেন শ্রীমতী মাহিরী বোস।

দৃশ্য গ্রহণ করেছেন আদিত্য পাল এবং শৌভিক দালাল।

দুর্গার ভুমিকায় অভিনয় করেছেন অয়ন্তিকা চক্রবর্তী।

গানটি মুক্তি পেয়েছে আটলান্টিস মিউজিক থেকে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *