সাতকাহনের মাধ্যমে প্রচার করতে চান আপনার শিল্প কর্মের?

যোগাযোগ করুন আমাদের WHATSAPP নম্বর 9038482776-এ।
আপনার কাজের YOUTUBE LINK পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপ SATKAHON NEWS-এ,
অথবা এখনই পাঠিয়ে দিন WHATSAPP নম্বর-এ।
বিঃ দ্রঃ YOUTUBE LINK ছাড়া অন্য কোন LINK গ্রহণযোগ্য হবে না।

বসন্ত বাতাসে | মনে করিয়ে দেয় ছোটবেলার প্রেম | Satkahon

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে | মনে করিয়ে দেয় ছোটবেলার প্রেম | Satkahon

বাংলা মৌলিক গানের পাশাপাশি পুরনো, জনপ্রিয় বাংলা আধুনিক এবং লোকসঙ্গীতকে নতুন রুপে উপস্থাপনা করছেন বাংলার নতুন প্রজন্মের শিল্পীরা।

 দুরদর্শন হোক বা রেডিও, এই ধরণের নতুন গান বাজানো বন্ধ করে দিয়েছে।

অথচ একসময় নতুন গান আমরা রেডিওতেই শোনার জন্য অপেক্ষা করে থাকতাম।

কিন্তু তাতে আক্ষেপ নেই এই নতুন শিল্পীদের।

কারণ তাঁদের পাশে আছে সোশ্যাল মিডিয়া।

তেমনই নতুন প্রজন্মের উঠতি শিল্পীদের মধ্যে নতুন নাম সুবীর ঘোষ রায় ওরফে গোল্টা।

মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে শাহ আব্দুল করিমের অতি জনপ্রিয় গান ‘বসন্ত বাতাসে সই গো’

নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই একেবারে নতুন ভাবে এই গান তিনি তৈরি করেছেন।

চমক আছে গানের ভিসুয়াল দিকেও।

জানাব শিল্পীর ও তাঁর গানের কথা…কিন্তু তার আগে সাতকাহনের পাঠকদের জন্য রইল গানটি…

প্রথাগত ভাবে ছোট থেকে কারও কাছেই গান শেখেননি গোল্টা।

 তাঁর গান শুনলে অবশ্য সে কথা চট করে মেনে নেওয়া কঠিন মনে হবে।

গান ভালোবাসেন বলেই শুনে শুনে গান শিখেছেন তিনি।

কলেজ জীবনে সায়ানাইড নামে একটি রক ব্যান্ড এর সদস্যও ছিলেন তিনি।

MBA পড়ার সময় কলকাতায় ইন্টার কলেজ ফেস্ট-এর একক সঙ্গীত বিভাগে বিচারকের নির্বাচনে প্রথম হয়েছিলেন।

চাকরি করছেন, কিন্তু গান ভালোবাসেন বলেই এখনও গান ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারেন না।

বললেন,

“ সেইভাবে কারুর কাছে গান শিখিনি একথা ঠিকই।

কিন্তু ২০১৪ সালে সঙ্গীতশিল্পী সৌম্যজিৎ- সৌরেন্দ্র আয়োজিত একটি ব্রডওয়ে মিউসিকাল থিয়েটার মহাভারত-এ আমি কর্ণের পিতা সূর্যের চরিত্রে অপেরা সংগীত গাই।

কর্ণের চরিত্রটি করেছিলেন অভিনেতা অনির্বান ভট্টাচার্য।

সেই সময় সৌম্যজিৎদা ও সৌরেন্দ্রদার আয়োজিত ওয়র্কশপ থেকে অনেক কিছু শিখেছি।“

গান গাওয়ার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান গীতিকার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর লেখা বেশ কিছু গান।

নিজের গান হিসেবে মোট চারটি কভার গান মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে। কিন্তু প্রতিটি গানেই তিনি রেখেছেন চমক।

কিন্তু ছোটবেলার প্রেম হিসেবে এখনও কেউ এই গান উপস্থাপনার কথা ভাবেননি, যা ভেবেছেন গোল্টা।

গানে মূল ভূমিকায় অভিনয় করেছে তিন খুদে শ্রেয়সী, জিৎ ও দীপ।

তাঁদের সাথে অভিনয়ে ছিলেন গোলটা ও সুইটি।

বিন্দু মাত্র অভিনয় না জেনেও তাঁদের অভিনয় রীতিমত নজর কেড়েছে।

গানের সম্পুর্ণ চিন্তাভাবনা ও পরিচালনায় ছিলেন সুবীর ঘোষ রায় ওরফে গোল্টা।

গানটির নব রুপে সঙ্গীতায়োজন করেছেন রানা বিশ্বাস।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *