সাতকাহনের মাধ্যমে প্রচার করতে চান আপনার শিল্প কর্মের?

যোগাযোগ করুন আমাদের WHATSAPP নম্বর 9038482776-এ।
আপনার কাজের YOUTUBE LINK পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপ SATKAHON NEWS-এ,
অথবা এখনই পাঠিয়ে দিন WHATSAPP নম্বর-এ।
বিঃ দ্রঃ YOUTUBE LINK ছাড়া অন্য কোন LINK গ্রহণযোগ্য হবে না।

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

আশা পাঠশালায় একঝাঁক শিশুর বে-রঙীন জীবনে রঙ ফিরিয়ে আনতে বসন্ত উৎসবের আয়োজন করেছিল “ডট”

১২-০৩-২০২৩ রবিবার
খড়িবেড়িয়া, জয়পুর, হাওড়া
প্রতিবেদনে – সায়ন দে

সমাজ যাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, নিম্ন জনজাতি, ভিন্ন জনজাতি – এসব অভিধায় বিদ্ধ করে আলাদা করে দিয়েছে আজো,

যেসব খেটে খাওয়া আদিবাসী, হতদরিদ্র তফসিলী অধ্যুষিত মানুষদের সন্তানরা স্কুলশিক্ষার আলো পর্যন্ত ঠিক করে দেখতে পায়না,

পেটের দায়ে বাবা মায়ের সঙ্গে মাঠেঘাটে কিংবা কোন শিশুশ্রমের কাজে নিযুক্ত থাকতে বাধ্য হয়, তাদের জীবন শৈশবের সব রং হয়তো ছুঁতে পারেনা।

হাওড়া জেলার আমতা ২নং ব্লকের জয়পুর থানার খড়িবেড়িয়া গ্রামের আশা পাঠশালার প্রায় ৪০জন এমনই শিশুর ফিকে হয়ে যাওয়া শৈশবের মাঝে

এক চিলতে আনন্দের রং ঢালতে হাজির হয়েছিল আমতারই একটি উদীয়মান প্রতিশ্রুতিপ্রবন স্বেচ্ছাসেবী সংগঠন – ডট (Dot).

ডট মানে বিন্দু।

২০২২ সালের  ২ এপ্রিল প্রতিষ্ঠা হওয়া বেশ কয়েকজন সরকারী বেসরকারী কাজে যুক্ত সমাজে প্রতিষ্ঠিত যুবক যুবতীর হাতে তৈরি এই সংগঠনের স্বপ্ন হল বিন্দু বিন্দু দিয়েই

একদিন দিন বদলের সিন্ধু তৈরি করা।

Dot…Let’s Start এই সংগঠনের প্রতিষ্ঠাতারা হলেন – প্রতিষ্ঠাতা হলো দীপঙ্কর পোড়েল, মহিদুল আলী,পাপাই কোলে,অমিত ভৌমিক।

এই সংগঠনের ভাবনাচিন্তা বরাবরই বেশ অন্যরকম ও সেবামূলক।

এরা কখনো ছুটে যায় প্রবল শীতে কাঁপতে থাকা রেল স্টেশনের ভবঘুরেদের গায়ে কম্বল ও শীতবস্ত্র তুলে দিতে,

কখনো ছুটে যায় বেলপাহাড়ি বা বাঁকুড়ার কোন প্রত্যন্ত দরিদ্র গ্রামে পিকনিক, বিলাসী আউটিং এর ফাঁকে তাদের  মুখে অন্ন তুলে দিতে,

আবার কখনো আমতা বাগনান এলাকার পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার ভার বহন করতে।

পরিবেশ রক্ষায়, বিপন্ন বন্যপ্রাণ সংরক্ষণের কাজেও এরা হাওড়া জেলার সবচেয়ে বড় পরিবেশ সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের অন্যতম সঙ্গী হিসাবে মাঠে নামে।

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

Join our Facebook Group today

Click Here

ভবিষ্যতে পথশিশু বা পিছিয়ে পড়া এলাকার অবহেলিত শিশুদের নিয়ে “ব্যাকরণ” নামে একটি অবৈতনিক আবাসিক স্কুল খোলার পরিকল্পনাও এদের আছে।

আমতা ২ ব্লকের খড়িবেড়িয়া গ্রামে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার সহায়তার জন্য বেশ কয়েকদিন আগে

অমরাগড়ি স্যোসাল এন্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসোশিয়েসন (সংক্ষেপে ASHA) বা আশা নামক NGO একটি “অবৈতনিক পাঠশাল” খোলে।

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

এখানেই বর্তমানে ৪০জন শিশু পড়াশোনা শেখে। কারণ এদের বেশিরভাগেরই বাবা মা দিনমজুর, টিউশন পড়ানোর টাকা নেই।

তাদের বেরঙীন জীবনে রং আনতেই ডট সংগঠনের স্বেচ্ছাসেবীরা গত রবিবার হাজির হয়েছিল সেখানে। 

ওই শিশুদের নিয়ে সারাদিন আবির মাখা, নাচ, গান, খেলাধুলা ও তাদের নিয়ে ডটের নিজস্ব সদস্যের জন্মদিন পালন সহ আরো নানা রকম কার্যকলাপের আয়োজন করা হয়।

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

অনুষ্ঠান শেষে সবারসঙ্গে বসে খাওয়াদাওয়া করা হয়।

আবির মাখা গোলাপী গাল ও একঝাঁক স্বপ্ন আঁকা শিশুদের চিকচিকে চোখগুলোই বলে দিচ্ছিল কতোটা আনন্দ পেয়েছে তারা।

বসন্ত উৎসব | আয়োজন করলো ‘ডট’ | Satkahon Event Review

ডট সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা পেশায় রেলের কর্মচারী সমাজকর্মী দীপঙ্কর পোড়েল জানান যে,

রোজই তো তারা নানা রকম বাজে খরচ করেন। সেইসব খরচের টাকাগুলো জমিয়েই তারা এই ধরণের সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেন।

জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর – স্বামী বিবেকানন্দের এই বাণীকে মাথায় রেখেই সমাজের অন্ধকার বদলে আলো আনার,

ধূসর দিনলিপির খাতায় আনন্দের রং ভরানোর স্বপ্ন দেখে চলেছে “ডট”।

এদিনে ডট সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন – তন্ময় সেন, মইদুল আলী, মাম্পি পাঠক, সোমনাথ দেন, অর্পিতা দলুই, প্রিয়াঙ্কা চ্যাটার্জী, প্রীতম সামন্ত প্রমুখরা।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *