বন্যপ্রাণী সংরক্ষণ | বার্তা দিল উলুবেড়িয়ার প্রাথমিক স্কুল | Satkahon

বন্যপ্রাণী সংরক্ষণ

বন্যপ্রাণী সংরক্ষণ | বার্তা দিল উলুবেড়িয়ার প্রাথমিক স্কুল | Satkahon

প্রতিবেদন – সায়ন দে

গাছকে রাখি পরিয়ে জন্মমাস পালন করে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিল উলুবেড়িয়ার প্রাথমিক স্কুল

বাড়মংরাজপুর, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া

সম্প্রতি হাওড়া জেলায় ছাত্রছাত্রী কম থাকার কারণে শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর বাংলার প্রাথমিক শিক্ষার এই দুর্দিনে আশার আলো হয়ে জ্বলে উঠেছে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার হাটগাছা বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় (উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অধীন)।

প্রধান শিক্ষক যদি সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও সৃজনশীল মানসিকতার হন –

তাহলে একটা পিছিয়ে পড়া এলাকার প্রাথমিক স্কুলেও সম্ভাবনার একরাশ বীজ বপন করা যায়।

এমনই অসাধ্য সাধন করে চলেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় রাজদূত সামন্ত মহাশয়।

বন্যপ্রাণী সংরক্ষণ

সমগ্র বিদ্যালয় চত্বর জুড়ে বাগান করে বৃক্ষরোপণের বার্তা দিয়েছেন।

বিশিষ্ট পালনীয় দিনের পাশাপাশি আরো শিক্ষামূলক দিবসের উল্লেখ করে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ যা একটা অভিনব উদ্যোগ।

আর সবচেয়ে আকর্ষনীয় উদ্যোগ হল তাদের বৃক্ষসখা জন্মমাস উদযাপন কর্মসূচী।

কি এই কর্মসূচী ?
এলাকাটি যেহেতু পিছিয়ে পড়া এবং আর্থিক ভাবে দুর্বল মানুষের সন্তানরা যেহেতু এই বিদ্যালয়ে আসে, তারা অনেকেই নিজেদের জন্মদিন ধুমধাম করে পালন করতে পারেনা।

তাই স্কুলই ঠিক করেছে তাদের জন্মদিন পালন করবে।

শুধু কেক কাটা আর আনন্দ উপভোগ নয়, জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও জুড়ে দেওয়া হয়েছে যা অত্যন্ত অভিনব ও শিক্ষনীয়।

বন্যপ্রাণী সংরক্ষণ

প্রতি মাসের শেষে সেই মাসে থাকা শিশুদের জন্মদিন পালন করা হয় একটি করে গাছকে রাখি পরিয়ে ও সেই গাছকে দায়িত্ব নিয়ে বড় করবার অঙ্গীকার নিয়ে।

জন্মদিনে শিশুরা গাছকে ভালবাসার বার্তা দেয়।

গত ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার বিদ্যালয়ের সেই উদ্যোগে সামিল হয়েছিল হাওড়া জেলার সবচেয়ে বড় পরিবেশ সংগঠন –

“হাওড়া যৌথ পরিবেশ সমিতির” এবং আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী Fishing Cat বা বাঘরোল সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন The Fishing Cat Project এবং

বন্যপ্রাণ অপরাধ রোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা – HEAL.

গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে চলে জলাভূমি দিবসকে সামনে রেখে জলাভূমির সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী মেছোবিড়াল বা বাঘরোলকে সংরক্ষণ করার জন্যে

বিশেষ প্রচারাভিযান #FISHING_CAT_FEBRUARY.

বন্যপ্রাণী সংরক্ষণ

এই প্রোগ্রামের আওতায় এদিন বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে বাঘরোল বাঁচানোর বার্তা দিয়ে বিশেষ রাখি তৈরি করেছিল স্কুলের ছাত্রছাত্রীরা।

সেই রাখি শিশুরা তাদের জন্মদিন উপলক্ষে দায়িত্ব নেওয়া গাছকে পরিয়ে দেয়।

সেইসঙ্গে চলে বাঘরোল জলাভূমি ও বন্যপ্রাণ নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং পুরস্কৃত করা হয়।

এছাড়া শিক্ষক ও পরিবেশ কর্মী তথা বাঘরোল গবেষক সায়ন দে প্রোজেক্টরে ছবি ও ভিডিও দেখিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতার বার্তা দেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট রক্ত আন্দোলনের কর্মী কৌশিক কংসবণিক মহাশয়, HEAL এর তরফ থেকে সান্তনু দাস, পরিবেশ কর্মী কল্যানী পালুই, বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামানিক সহ আরো অনেকে।

অনুষ্ঠান এর আয়োজন করেছেন ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক শিক্ষিকারা।

অভিভাবকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গেল।

শিশুরা কেক কেটে স্কুলের মিড ডে মিলে মাংস ভাত খেয়ে তাদের জন্মদিনে একযোগে শপথ নিল বাঘরোল সহ জলাভূমি ও বন্যপ্রাণ সংরক্ষণ করবে বলে।

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *