পেখম মেলবে “পসরা” | ২২-২৪ জানুয়ারি | Satkahon Preview

পেখম মেলবে “পসরা”

পেখম মেলবে “পসরা”

শীত মানেই মেলা… পিঠে-পার্বণ, বিয়ে বাড়ি, সাজগোজ, কেনাকাটা, বেড়াতে যাওয়া, খেজুরের গুড়, হইহুল্লোর আর একরাশ আনন্দের পসরা সাজিয়ে শীতকে উস্কে দিয়ে হরেক রকমের মেলা ও প্রদর্শনী।

তেমনই শিল্পের এক অভিনব মেলা সাজিয়েছে পেখম

আজকালকার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলির দৌলতে দূরে থেকেও আমরা একে অপরের অনেক কাছাকাছি আসতে পেরেছি। এই যোগাযোগ মাধ্যমের অন্যতম হল ফেসবুক।

পেখম নামে ফেসবুকে একটি ব্যবসায়িক গ্রুপ তৈরি করেন দেবলিনা। পেখমের মূল উদ্যেশ্য ছিল নারীর স্বনির্ভরতা তৈরি।

ধীরে ধীরে দেবলিনার সাথে যুক্ত হন ঋক্তা, সৌমশ্রি, প্রার্থনা, শ্রীপর্না, মিলি, অনুরাধা, নন্দিতা ও পায়েল।

শুধুমাত্র মহিলাদের নিয়েই এবং মহিলাদের জন্যেই তৈরি এই ফেসবুক গ্রুপ, যারা প্রতি নিয়ত চেষ্টা করে চলেছে নিজেদের স্বাবলম্বী গড়ে তুলতে।

১১০০০ সদস্যের এই পরিবারের মিলিত উদ্যোগ “পসরা”।

আগামী ২২-২৩-২৪ সকাল ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত YMCA BUILDING, বিবেকানন্দ রোডে হতে চলেছে পেখম আয়োজিত এই আনন্দ মেলা, নানান হস্তজাত শিল্পের প্রদর্শনী ”পসরা”।

৩০ এরও বেশী স্টল থাকবে এই প্রদর্শনীতে।

প্রদর্শনীর প্রযোজনায় রয়েছেন My Global Bazar ও Flora’s.

গিরিশ পার্ক মেট্রো ষ্টেশন থেকে অনতিদূরে এই নানান শিল্পের এই প্রদর্শনী দেখে আসতে অনুরোধ জানাচ্ছেন পেখমের উদ্যোক্তারা।

সাতকাহনের পক্ষ থেকে পেখমের নারীর স্বনির্ভরতা কেন্দ্রিক এই আয়োজনের জন্য রইল একরাশ শুভেচ্ছা।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *