Satkahon Review – পৃথিবীর মন ভালো নেই-তবে রয়েছে এক আশার বার্তা

Satkahon Review – পৃথিবীর মন ভালো নেই

পৃথিবীর মন ভালো নেই
মহামারী থেমে যাবে কবে?
প্রতীক্ষা শেষ হলে
দেখা হবে… ঠিক দেখা হবে!

COVID-19,করোনা ভাইরাসের করালগ্রাসে মানবজাতি গৃহবন্দি। যেন গল্পকথার কোন দানবের ভয়ে মায়ের আঁচল ধরে লুকিয়ে থাকা শিশু।

এমন অবস্থায় কি ধরিত্রী মায়ের মন ভালো থাকতে পারে?

গায়ক তথা সুরকার চিরন্তন ব্যানার্জি ও লেখক তথা বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীর ‘পৃথিবীর মন ভালো নেই‘ গানটিতে সেই কথাই ফুটে উঠেছে ।

সংগীতজগতের প্রথিতযশা শিল্পী রূপঙ্কর বাগচী,জয়তী চক্রবর্তী,লোপামুদ্রা মিত্র,তথাগত সেনগুপ্ত,অরিত্র দাশগুপ্ত,সিসপিয়া ব্যানার্জি,শোভন গাঙ্গুলি,মধুরা ও চিরন্তনের শ্রুতি মধুর কন্ঠে গানটি পরিবেশিত হয়েছে। ।

গানটি মুক্তি পেয়েছে INRECO ENTERTAINMENT থেকে।

কথায় কথা বাড়ে, আসুন আগে শুনে নিই স্বনামধন্য শিল্পীদের কন্ঠে সেই গান।

একদিকে অত্যন্ত বাস্তব এবং আমাদের প্রত্যেকের মনের কথা শুভদীপ ফুটিয়ে তুলেছেন তাঁর লেখায়, অন্যদিকে চিরন্তনের সুরে কথাগুলি প্রাণ পেয়েছে, হৃদয় স্পর্শ করেছে।

Satkahon Review - পৃথিবীর মন ভালো নেই
Suvadeep Chakraborty,Chirantan Banerjee

Lockdown এর পূর্ববর্তী সময়ে আমরা একত্রিত বা সমবেত কাজ ততটা দেখিনি যেভাবে এই ধরনের কাজ এখন মানুষের মন কাড়ছে।

আগামী দিনে, lockdown এর পরবর্তী সময়েও কি আমরা এই ধরনের কাজ দেখতে পাব? এই প্রশ্নের উত্তরে কি বললেন শুভদীপ ও চিরন্তন?

“United we stand, divided we fall” , হাতের পাঁচটা আঙুল যখন একটা মুঠো তৈরি করে তখন তার শক্তি অকল্পনীয় হয় তাই আমার মনে হয় collaborative work সব সময় হওয়া উচিত।

CHIRANTAN BANERJEE
[COMPOSER,SINGER,ACTOR]

পৃথিবীর এই দুর্দিনে social distance রেখে চললেও মনে মনে আমাদের সকলকে এক হতে হবে ,তবেই আমরা একে অপরের পাশে থাকতে পারবো,তবেই আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব।

SUVADEEP CHAKRABORTY
[WRITER,RECITER]

পৃথিবীর মন ভালো নেই গানটির সংগীত পরিচালনা করেছেন চিরন্তন নিজে।

সংগীত ব্যবস্থাপনা দেবর্ষি মুখার্জি, বাঞ্জো সহযোগিতায় চয়ন চক্রবর্তী। Mixing ও Mastering করেছেন দেবজিৎ সেনগুপ্ত।

বাড়িতে বসেই মোবাইলে রেকর্ড করে ভিডিও করেছেন সব শিল্পীরা।

সেগুলি কে একত্রিত করে সম্পূর্ণ ভিডিও সম্পাদনা করেছেন ভারত মিদ্দে (বাপ্পা)। কেমন কঠিন ছিল মোবাইল থেকে করা ভিডিও সম্পাদনা? শুনে নেব তাঁর মুখ থেকে।

সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আমার চার দিন সময় লেগেছে। আগে আমরা কখনোই ভাবিনি যে মোবাইল থেকে রেকর্ড করে একটি মিউজিক ভিডিও তৈরি হবে, তাও এত স্বনামধন্য শিল্পী দের নিয়ে। চেষ্টা করেছি কাজটিকে সুন্দরভাবে উপস্থাপন করার।

BHARAT MIDDEY
[VIDEO EDITOR]

মানুষে মানুষে দেখা হবে,দেখা হবে প্রিয়জনের সাথে, ভালোবাসায় কাজে-কর্মে।

তাই আজ পৃথিবীর মন ভালো না থাকলেও একদিন ঠিক দেখা হবে এই বার্তা নিয়েই এই গান ছড়িয়ে পড়ুক সকলের মনে…এক আকুল আর্তিতে।

COPYRIGHT © 2020 SATKAHON

2 thoughts on “Satkahon Review – পৃথিবীর মন ভালো নেই-তবে রয়েছে এক আশার বার্তা”

  1. এমন একটি জরুরী উদ্যোগের পাশে থাকার জন্য সাতকাহন-কে অভিনন্দন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *