পিরিতি – শাহ আব্দুল করিমকে শ্রদ্ধার্ঘ্য তিন বন্ধুর – Satkahon Review

পিরিতি – শাহ আব্দুল করিমকে গানে গানে শ্রদ্ধার্ঘ্য তিন বন্ধুর
নবীন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রোমিতা, সুদক্ষ সঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীতশিল্পী অনুপম এবং অভীকের একত্রিত প্রয়াস ‘পিরিতি’ গানে শ্রোতাদের সত্যিই মায়া পরে গেছে।
আব্দুল করিম শাহ রচিত দুটি গানের মিলন ঘটিয়েছেন তাঁরা তাঁদের এই নির্মাণে।
একদিকে যেমন রয়েছে বন্ধুত্বের আনন্দঘন মুহূর্ত অন্যদিকে রয়েছে বন্ধু বিচ্ছেদের যন্ত্রণা, যাকে যন্ত্রণা না বলে বিদায় না জানাবার কাতর আকুতি বলা যেতে পারে।
আসুন শুনে নিই গানটি…
ম্যানেজমেন্ট পড়া শেষ হবার পর চাকরিও পেয়ে গিয়েছিলেন রোমিতা।
কিন্তু একপ্রকার গানের টানেই সেই নিশ্চিত জীবনের সুখ ত্যাগ করে ডুব দিয়েছেন সঙ্গীত সাগরে।
সাগর যেমন সব ফিরিয়ে দেয়, তেমনই সঙ্গীতের দান ও কিছু কম নয় তাঁর জীবনে।
অগুন্তি মানুষের ভালোবাসা স্নেহ আশীর্বাদ রোমিতার আঁচল বন্দী।
আজকাল সঙ্গীতায়োজনে বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করা হলেও এই গানের ক্ষেত্রে তা হয়নি।
গিটার, দোতারা, ম্যান্ডোলিন, আকুয়াস্টিক বেস সঙ্গত করেছেন অত্যন্ত প্রতিভাবান এবং জনপ্রিয় শিল্পী অভীক আচার্য।
বাংলা ঢোল, খঞ্জিরা আর অন্যান্য বাদ্যজন্ত্র সঙ্গত করেছেন সঙ্গীত পরিচালক অনুপম দত্ত।
সঙ্গীত জগতে তবলা এবং আনুসঙ্গিক বাদ্যযন্ত্র সঙ্গতের পাশাপাশি সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
‘পিরিতি’ গানটির শব্দ গ্রহন ও শব্দ মিশ্রন করেছেন উজ্জ্বল মুখার্জী।
“বন্ধুত্বের পিরিতির রঙ সবচেয়ে গাঢ়” এই ছিল গানের মূল কথা।
গানের চিত্রগ্রহন করেছেন প্রমীথ গাঙ্গুলী। মিষ্টি এক বন্ধত্বের এই গান গল্পে তিনজন বন্ধুর ছোটবেলা প্রান ফিরে পেয়েছে।
গানটি মুক্তি পেয়েছে Romita Bhattacharjee Sinha ইউটিউব চ্যানেল থেকে।
Well done !
Carry on !
God bless you 🙏