পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর | Satkahon

পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর

পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর | Satkahon

নিজস্ব প্রতিনিধি

আই পি টি এ নান্দনিক শ্রীরামপুরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হল ১৮ ফেব্রুয়ারি শ্রীরামপুর টাউন হল-এ।

একটি চারাগাছকে সযত্নে টবে বসিয়ে “নান্দনিক পঞ্চাশ” উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট।

পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর

সঙ্গে ছিলেন  আই পি টি এ হুগলী জেলার একসময়ের সম্পাদক সুবীর বন্দ্যোপাধ্যায়, আই পি টি এ  রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায় সহ সম্পাদক অভিজিৎ ঘোষ,

নান্দনিক এর প্রবীণ সদস্যা সঙ্গীত শিল্পী দেবিকা ভট্টাচার্য।

আর ছিলেন আই পি টি এ রাজ্য সভাপতি ও নান্দনিক এর প্রাণপুরুষ হিরন্ময় ঘোষাল। 

গণনাট্য হুগলীর কেন্দ্রীয় গানের টিম ও অভিজিৎ ঘোষ এর গান,

নান্দনিক এর তিরাশি অতিক্রান্তা প্রাক্তনী দেবিকা ভট্টাচার্যর দু কলি নস্টালজিক সুর,

জন হেনরির গানের সাথে অর্পিতা রায় এর নাচ, আই পি টি এ সাম্প্রতিক এর “মন ময়ুরী” ও

নান্দনিক এর “হাতগণনা” নাটক দিয়ে সেজে উঠেছিল এই আনন্দসন্ধ্যা। 

পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর

সঞ্চালনায় ছিলেন সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক শুভজিৎ ধর। 

সুসজ্জিত প্রেক্ষাগৃহ ছিল প্রায় পরিপূর্ণ।

পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর

“নান্দনিক পঞ্চাশ” এ সারাবছর জুড়ে থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার, শিল্প কর্মশালা, পাড়ায় পাড়ায় অঙ্গন অনুষ্ঠানের মত নানা উদ্যোগ।

সদস্যরা জানালেন, “উদ্বোধনের উজ্জ্বলতায় তারা শিহরিত,উদ্বেলিত, উৎসাহিত।”

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *