পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর | Satkahon
পঞ্চাশে নান্দনিক শ্রীরামপুর | Satkahon
নিজস্ব প্রতিনিধি
আই পি টি এ নান্দনিক শ্রীরামপুরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হল ১৮ ফেব্রুয়ারি শ্রীরামপুর টাউন হল-এ।
একটি চারাগাছকে সযত্নে টবে বসিয়ে “নান্দনিক পঞ্চাশ” উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট।
সঙ্গে ছিলেন আই পি টি এ হুগলী জেলার একসময়ের সম্পাদক সুবীর বন্দ্যোপাধ্যায়, আই পি টি এ রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায় সহ সম্পাদক অভিজিৎ ঘোষ,
নান্দনিক এর প্রবীণ সদস্যা সঙ্গীত শিল্পী দেবিকা ভট্টাচার্য।
আর ছিলেন আই পি টি এ রাজ্য সভাপতি ও নান্দনিক এর প্রাণপুরুষ হিরন্ময় ঘোষাল।
গণনাট্য হুগলীর কেন্দ্রীয় গানের টিম ও অভিজিৎ ঘোষ এর গান,
নান্দনিক এর তিরাশি অতিক্রান্তা প্রাক্তনী দেবিকা ভট্টাচার্যর দু কলি নস্টালজিক সুর,
জন হেনরির গানের সাথে অর্পিতা রায় এর নাচ, আই পি টি এ সাম্প্রতিক এর “মন ময়ুরী” ও
নান্দনিক এর “হাতগণনা” নাটক দিয়ে সেজে উঠেছিল এই আনন্দসন্ধ্যা।
সঞ্চালনায় ছিলেন সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সম্পাদক শুভজিৎ ধর।
সুসজ্জিত প্রেক্ষাগৃহ ছিল প্রায় পরিপূর্ণ।
“নান্দনিক পঞ্চাশ” এ সারাবছর জুড়ে থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার, শিল্প কর্মশালা, পাড়ায় পাড়ায় অঙ্গন অনুষ্ঠানের মত নানা উদ্যোগ।
সদস্যরা জানালেন, “উদ্বোধনের উজ্জ্বলতায় তারা শিহরিত,উদ্বেলিত, উৎসাহিত।”