নবরসা নৃত্যোৎসব – শ্রীরামপুর – Satkahon Review

নবরসা নৃত্যোৎসব – শ্রীরামপুর – Satkahon Review
নিজস্ব প্রতিনিধি
সংস্কৃতিপ্রেমী বাঙালী নৃত্য-গীত-সাহিত্য ছাড়া অসম্পূর্ণ।
যুগ যুগ ধরে এই ঐতিহ্য মেনেই গুরু শিষ্য পরম্পরা তৈরি হয়েছে ও তা ধারন ও বহন করে নিয়ে চলেছি আমরা।
বাংলার ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বণ আর তার সাথে সাথে সমান তালে একের পর এক অনুষ্ঠান।
এই অনুষ্ঠান আমাদের সমৃদ্ধ করে।

জীবনের নানান সমস্যা থেকে ক্ষণিক বিরাম দিয়ে নিয়ে যায় এক স্নিগ্ধ জগতে।
সম্প্রতি শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হল এমনই এক শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা।
অনুষ্ঠানটির আয়োজনা করেছিল শ্রীরামপুর নবরসা নৃত্যালয়।

গত ২৯শে জানুয়ারি ২০২৩, রবিবার নবরসা নৃত্যালয়ের বার্ষিক সম্মেলন হিসেবে এই শাস্ত্রীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়।
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উপর ভিত্তি করে এই অনুষ্ঠান আয়োজন করা হলেও তার সাথেই পরিবেশিত হয়েছে বিভিন্ন ভারতীয় শাস্ত্রীয় বাদ্যযন্ত্র।

অনুষ্ঠানটির মুল উদ্যোক্তা ছিলেন নবরসা নৃত্যালয়ের কর্ণধার তথা নৃত্য শিল্পী শ্রীমতি ডালিয়া পাল চক্রবর্তী ও নৃত্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
শাস্ত্রীয় নৃত্য গুলির মধ্যে ভারতনাট্যম নৃত্য পরিবেশনায় ছিলেন শ্রীমতি ডালিয়া পাল চক্রবর্তী এবং তাঁর ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন বিভিন্ন গুনী কত্থক ও ওড়িশি নৃত্য শিল্পী সমূহ।

তবলা লহরায় ছিলেন শ্রীপলাশ সরকার।
হারমোনিয়ামে ছিলেন শ্রী কমলাক্ষ মুখার্জি।
অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার ডিরেক্টার শ্রী কৌস্তভ পাল জানান,
“ভারতীয় ধ্রুপদী শিল্পের ধারাকে দর্শকের মাঝে তুলে ধরার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবার জন্যই আমাদের এই উদ্যোগ এবং আজকের এই পূর্ণ প্রেক্ষাগৃহই আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা।“