দোলে দোদুল দোলে ঝুলনা | সবজান্তা তিন্নি গল্প- ২১ | Satkahon

দোলে দোদুল দোলে ঝুলনা

দোলে দোদুল দোলে ঝুলনা | সবজান্তা তিন্নি গল্প- ২১ | Satkahon

বন্ধুরা, সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে কে না চেনে?

পাঁচ-এর দশকেই তিনি বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সংগীতের সমতায় তুলে দিয়েছিলেন।

 সেই সময়ের একটি ঘটনা বলি।

‘দেয়া নেয়া’ ছবির সেই বিখ্যাত ‘দোলে দোদুল দোলে ঝুলনা’ গানের রেকর্ডিং-এর আগে রিহার্সাল চলছে।

সঙ্গীত পরিচালক শ্যামল মিত্র আছেন। ইউনিটের অন্যরাও উপস্থিত।

এমন সময় ছবির পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন, “‘আপনাকে একটু খারাপ করে গাইতে হবে।‘

স্বয়ং ছবির পরিচালকের এমন কথায় তো আকাশ থেকে পড়লেন শিল্পী।

বললেন, ‘মানে! কেন? কী বলছেন আপনি!’

পরিচালক বললেন, ‘আসলে ছবিতে নায়ক (উত্তমকুমার) গান জানেন। কিন্তু তাঁর বন্ধু(তরুণকুমার) গাইতে পারেন না। গল্পে এমনই বলা আছে।

নায়কের গানটা শ্যামলবাবুর (মিত্র)। আপনি গাইছেন বন্ধুর লিপে।’

গম্ভীর হয়ে উঠে পড়তে যাচ্ছিলেন মানবেন্দ্র। তখনই নায়ক উত্তমকুমারের প্রবেশ। কনট্রোল রুমে বসেছিলেন উত্তমকুমার।

এ ঘরের সব কথাই তাঁর কানে গেছে। ঢুকেই বললেন, ‘মানব, তুই উঠিস না।

মানবেন্দ্রর মনের অবস্থাটা বিলক্ষণ বুঝেছিলেন তিনি। আলাপ তো আর এক দিনের নয়।

টালিগঞ্জের বাঙাল পাড়ায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে তবলা শিখতে যেতেন সে দিনের অরুণ কুমার চট্টোপাধ্যায়।

ইউনিটের লোকজনের দিকে তাকিয়ে উত্তম বললেন, ‘দেখুন, গল্পটা তো রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রের নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও নয়।

একটু বদলে নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। নায়কের বন্ধুকে গায়ক করতে দোষ কী!

মানবকে আপনারা ডেকেছেন, ও তো চাইবে ওর একশো ভাগ দিতে। যেমন আমার কাছ থেকেও আপনারা আশা করেন।

ওর মতো এক জন গায়ক খারাপ করে কী করে গাইবে?’

উত্তমকুমারের কথায় অবশেষে রাজি হলেন পরিচালক।

তথ্য সুত্রঃ আনন্দ বাজার ও প্রতাপ সি সাহা.

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *